হারনাজ সান্ধুর নিউ ইয়র্ক সিটি ভ্রমণের লেটেস্ট ফোটশ্যুটের ছবি দেখে মুগ্ধ নেটিজেন। নেটমাধ্যমে ভাইরাল ফ্য়াশন আইকনের এই লুক-
1/6বর্তমানে নিউ ইয়র্কে রয়েছেন 'মিস ইউনিভার্স ২০২১’ হারনাজ সান্ধু। সেখান থেকে একের পর এক ছবি শেয়ার করেছেন তিনি। বছরের প্রথম বরফ উপভোগ করার ছবিও শেয়ার করেছেন তিনি। (ছবি ইনস্টাগ্রাম)
2/6লন্ডন ভ্রমণের একাধিক ছবি উঠে এসেছে হারনাজের সামাজিক মাধ্যমের দেওয়ালে। প্রথম ফেরি ট্রিপ থেকে, থাই ফুড চেখে দেখা। ছবিতে বেশ গ্ল্যামারাস লুকে ধরা দিয়েছেন মিস ইউনিভার্স।
3/6২১ বছর বয়সী ‘মিস ইউনিভার্স’ ছবি শেয়ার করে লিখেছেন, ‘প্রথম ফেরি ভ্রমণ এবং কিছু সুস্বাদু থাই খাবার। সব গতকালের ছবি’।
4/6এদিন হারনাজকে শার্টলেস, ফ্লোরাল জ্যাকেট এবং লেদারের প্যান্ট পরে দেখা গেছে। চোখে রোদচশমা, হাতে ব্যাগ নিয়েছিলেন।
5/6কালো কোট এবং হাতে লাল গ্লাভস পরেও ছবি পোস্ট করেছেন তিনি। শীতপোশাকে ঝাঁ চকচকে লুকে দেখা মিলেছে তাঁর।
6/6থাই ফুড চেখে দেখছেন সুন্দরী। নায়িকার এই লুক সম্পর্কে আপনাদের কী মতামত?