বাংলা নিউজ > ছবিঘর > Sourav Ganguly in La Liga Meet: 'বাংলা থেকে উঠে আসুক মেসি', মাদ্রিদে বললেন দিদি, ফুটবলের পিচেও ছক্কা হাঁকালেন দাদা

Sourav Ganguly in La Liga Meet: 'বাংলা থেকে উঠে আসুক মেসি', মাদ্রিদে বললেন দিদি, ফুটবলের পিচেও ছক্কা হাঁকালেন দাদা

ভারতীয় ক্রীড়াজগতে অন্যতম উজ্জ্বল নক্ষত্র হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে ক্রিকেটার হিসেবেই তাঁর পরিচিতি বেশি। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ছিলেন। বিসিসিআই-এর শীর্ষ পদও সামলেছেন। তবে তাঁর ফুটবল প্রেমের বিষয়েও সবাই জানে। আর মাদ্রিরে লা লিগার বৈঠকে ফের একবার সেই প্রেমের বহিঃপ্রকাশ ঘটল।