চতুর্থবার অ্যালান বর্ডার পদক জিতলেন স্টিভ স্মিথ, সেরা মহিলা ক্রিকেটার বেথ মুনি। অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান স্টিভ স্মিথ আবারও অ্যালান বর্ডার পদক জিতে সকলকে চমকে দিলেন। স্মিথ ২০১৫ সাল ও ২০১৮ সালে এই পুরস্কার জিতেছেন। শেষবার ২০২১ সালে জিতেছিলেন এই শিরোপা।
1/6অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান স্টিভ স্মিথ আবারও অ্যালান বর্ডার পদক জিতে সকলকে চমকে দিলেন। স্মিথ ২০১৫ সাল ও ২০১৮ সালে এই পুরস্কার জিতেছেন। শেষবার ২০২১ সালে জিতেছিলেন এই শিরোপা। শনিবার রাতে তাঁর চতুর্থ অ্যালান বর্ডার মেডেল জিতে অস্ট্রেলিয়ান পুরুষদের ক্রিকেটে বর্ষসেরা ক্রিকেটারের সম্মান পুনরুদ্ধার করেছেন তিনি। গত বছর তাঁকে এক ভোটে হারিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। (ছবি-এএফপি)
2/6অস্ট্রেলিয়া পুরস্কার বিজয়ীদের তালিকা দেখে নিন- অ্যালান বর্ডার পদক জিতলেন স্টিভ স্মিথ। বেলিন্ডা ক্লার্ক পুরস্কার জিতলেন বেথ মুনি। বর্ষসেরা পুরুষ টেস্ট খেলোয়াড় হয়েছেন প্যাট কামিন্স। বর্ষসেরা পুরুষ ওডিআই খেলোয়াড় হয়েছেন স্টিভ স্মিথ। বর্ষসেরা মহিলা ওয়ানডে খেলোয়াড় হয়েছেন রাচেল হেইনস। বর্ষসেরা মহিলা টি-টোয়েন্টি প্লেয়ার হয়েছেন বেথ মুনি। (ছবি-টুইটার ক্রিকেট অস্ট্রেলিয়া)
3/6প্যাট কামিন্স বছরের সেরা টেস্ট খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন। কিন্তু সমস্ত ফর্ম্যাটে ২৭.৬০ গড়ে ৪১ উইকেট নেওয়ার পরে, তাকে অ্যালান বর্ডার মেডেলে পরাজয়ের মুখোমুখি হতে হয়েছিল। অ্যাডাম জাম্পা ৩৮টি উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। (ছবি-টুইটার ক্রিকেট অস্ট্রেলিয়া)
4/6বর্ষসেরা পুরুষদের টি-টোয়েন্টি আন্তর্জাতিক খেলোয়াড় হয়েছেন মার্কাস স্টোইনিস। কমিউনিটি ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড পেয়েছেন জোশ লালর। বর্ষসেরা পুরুষ ঘরোয়া খেলোয়াড় হয়েছেন শন মার্শ।ব্র্যাডম্যান বর্ষসেরা তরুণ ক্রিকেটার- উইল সাদারল্যান্ড। বর্ষসেরা মহিলা ঘরোয়া খেলোয়াড় হয়েছেন এলিস ভিলানি। বেটি উইলসন বর্ষসেরা তরুণ ক্রিকেটার হয়েছেন হান্না ডার্লিংটন।অস্ট্রেলিয়ান ক্রিকেট হল অফ ফেম - জনি মুলাঘ, মার্ভ হিউজ এবং লিসা স্থালেকার।( ছবি-টুইটার ক্রিকেট অস্ট্রেলিয়া)
5/6এবার স্টিভ স্মিথ ১২৬ ভোট পেয়ে এই তালিকায় প্রথম স্থান অধিকার করে পুরস্কার জিতেছেন। তিনি ফাস্ট বোলার প্যাট কামিন্সকে ১২ ভোটে হারিয়ে এই শিরোপা জিতেছেন। এ ছাড়া ২৯ ভোটে পিছিয়ে তৃতীয় স্থানে রয়েছেন অ্যারন ফিঞ্চ। (ছবি-টুইটার ক্রিকেট অস্ট্রেলিয়া)
6/6৯১টি ভোট নিয়ে অ্যালান বর্ডার পদক জিতে চার নম্বরে রয়েছেন হ্যাজেলউড। এছাড়া মার্নাল লাবুশেন ৮৪ ভোট পেয়ে পাঁচ নম্বরে রয়েছেন। অ্যালান বর্ডার পদক অস্ট্রেলিয়ান ক্রিকেটের সর্বোচ্চ পুরস্কার। দীর্ঘদিন পর এই শিরোপা নাম করেছেন স্মিথ। (ছবি-টুইটার ক্রিকেট অস্ট্রেলিয়া)