গ্রুপ লিগের সব ম্যাচ শেষ হয়ে গেল। শুক্রবার গ্রুপ জি এবং এইচ মিলিয়ে মোট চারটি ম্যাচ ছিল। গ্রুপ জি থেকে নকআউটে গেল ব্রাজিল এবং সুইৎজারল্যান্ড। আর গ্রুপ এইচ থেকে শেষ ষোলোর ছাড়পত্র পেল পর্তুগাল এবং দক্ষিণ কোরিয়া। এবং প্রি-কোয়ার্টারে কোন দল কার বিরুদ্ধে খেলবে, দেখে নিন সূচি।
1/5নিরাশ করল পর্তুগাল। হতাশ করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও। দক্ষিণ কোরিয়ার কাছে গ্রুপ লিগের শেষ ম্যাচে ২-১ হেরে বসে থাকল পর্তুগাল। তবে তাতেও তারা গ্রুপ এইচ-এর টপার হিসেবে শেষ করল।
2/5গ্রুপ এইচ-এর টপার হিসেবে শেষ করার সুবাদে তারা প্রি-কোয়ার্টারে মুখোমুখি হবে সুইৎজারল্যান্ডের। যে ম্যাচটি হবে ৭ ডিসেম্বর। ভারতীয় সময়ে মাঝরাত সাড়ে ১২টায়।
3/5সুইৎজারল্যান্ড আবার শুক্রবার গ্রুপ লিগ লিগের শেষ ম্যাচে সার্বিয়াকে ৩-২ হারিয়ে নক আউটে উঠেছে। ব্রাজিলের সমান ৬ পয়েন্ট হলও, তারা গোল পার্থক্যে পিছিয়ে পড়েছে।
4/5ব্রাজিল আবার তাদের শেষ ম্যাচে ক্যামেরুনের কাছে ০-১ হেরে বসে রয়েছে। তাতেও অবশ্য তারা জি গ্রুপের টপার হয়েছে। আর সেই কারণে এইচ গ্রুপের রানার্স দল দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে তারা।
5/5দক্ষিণ কোরিয়া আবার পর্তুগালকে হারিয়ে নকআউটে উঠেছে। তারা জেতায় ছিটকে গিয়েছে উরুগুয়ে। প্রি-কোয়ার্টারে তারা ব্রাজিলের মুখোমুখি হবে ৫ ডিসেম্বর। ভারতীয় সময়ে মাঝরাত সাড়ে ১২টায় খেলাটি হবে।