বাংলা নিউজ > ছবিঘর > ময়দান > IND vs ENG: কোহলি-সূর্যের দুরন্ত ফর্ম থেকে, আর্শের উত্থান- সেমিতে ভারতকে ভরসা দিচ্ছে টিমগেমও

IND vs ENG: কোহলি-সূর্যের দুরন্ত ফর্ম থেকে, আর্শের উত্থান- সেমিতে ভারতকে ভরসা দিচ্ছে টিমগেমও

ইংল্যান্ডের বিরুদ্ধে বৃহস্পতিবার সেমিফাইনালে কঠিন লড়াইয়ের সামনে পড়তে হবে ভারতকে। তবে ভারত সুপার টুয়েলভ পর্বে যেমনটা খেলে এসেছে, সেটা ধরে রাখতে পারলে, তাদের আটকানো কঠিন। কিন্তু ছন্দ পতন তো হতেই পারে। তবে সেমির আগে ভারতকে ভরসা জোগাচ্ছে কতকগুলি বিষয়।