একদিকে চোটের জন্য ভারতের হয়ে মাঠে নামতে পারছেন না জসপ্রীত বুমরাহ। অন্যদিকে একই কারণে পাকিস্তান পাচ্ছে না শাহিন আফ্রিদিকে। এই অবস্থায় দু'দলের পেস আক্রমণকে পাশাপাশি রাখলে পাকিস্তানকে কিছুটা হলেও এগিয়ে রাখতে হয় অভিজ্ঞতার নিরিখে। তবে ভুবনেশ্বরকে ভারতের দুই তরুণ পেসার যথাযোগ্য সঙ্গত করার ক্ষমতা রাখেন।
1/6ভারতের স্কোয়াডে সব থেকে অভিজ্ঞ পেসার হলেন ভুবনেশ্বর কুমার। তিনি ৭২টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে এখনও পর্যন্ত ৭৩টি উইকেট নিয়েছেন। ওভার প্রতি রান খরচ করেছেন ৬.৯৩। তাঁর সেরা বোলিং পারফর্ম্যান্স হল ২৪ রানে ৫ উইকেট। উল্লেখযোগ্য বিষয় হল, ভুবি সীমিত ওভারের ক্রিকেটে ভারতকে বরাবর নির্ভরতা দেন। উইকেটটেকিং বোলার হওয়া সত্ত্বেও তাঁর ইকনমি রেট দারুণ।
2/6মূলত আইপিএলের পারফর্ম্যান্স দিয়ে জাতীয় দলে ঢোকেন আবেশ খান। ভারতীয় দলের ভবিষ্যতের সম্পদ হিসেবে বিবেচিত হওয়া আবেশ এখনও পর্যন্ত মোটে ১৩টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। উইকেট নিয়েছেন ১১টি। তুলনায় খরুচে বোলিং করেন আবেশ। তাঁর ইকনমি রেট ৮.৬৭। সেরা বোলিং পারফর্ম্যান্স ১৮ রানে ৪ উইকেট।
3/6আন্তর্জাতিক ক্রিকেটে অর্শদীপ সিং নিতান্ত অনভিজ্ঞ। তবে আইপিএলের মঞ্চে পরীক্ষিত তিনি। ভারতের হয়ে মোটে ৬টি টি-২০ ম্যাচ খেলেছেন তিনি। উইকেট নিয়েছেন ৯টি। ডেথ ওভারেও অত্যন্ত কৃপণ বোলিং করেন বলেই এশিয়া কাপের দল গড়ে নিতে বসে মহম্মদ শামির থেকেও আগে তাঁকে প্রাধান্য দেন জাতীয় নির্বাচকরা। অর্শদীপের ইকনমি-রেট ৬.৩৩। সেরা বোলিং ১২ রানে ৩ উইকেট।
4/6শাহিন না থাকায় হ্যারিস রউফের উপর অনেকটাই নির্ভর করবে পাকিস্তান। দেশের হয়ে ৩৫টি টি-২০ ম্যাচে ৪২টি উইকেট নিয়েছেন হ্যারিস। যদিও রান খরচ করেন পর্যাপ্ত। ইকনমি রেট ৮.৫১। সেরা বোলিং ২২ রানে ৪ উইকেট।
5/6মহম্মদ হাসনাইন প্রাথমিক স্কোয়াডে জায়গা পাননি। পরে আফ্রিদির পরিবর্ত হিসেবে দলে ঢোকেন। স্বাভাবিকভাবেই তাঁর উপর দলের প্রত্যাশা থাকবে বিস্তর। পাকিস্তানের হয়ে ১৮টি টি-২০ ম্যাচে ১৭টি উইকেট নিয়েছেন তরুণ পেসার। ওভার প্রতি রান খরচ করেছেন ৭.৯০। সেরা বোলিং ৩৭ রানে ৩ উইকেট। যদিও সম্প্রতি চাকিং নিয়ে চর্চায় থাকায় চাপমুক্তভাবে মাঠে নামা সম্ভব হবে না হাসনাইনের পক্ষে।
6/6সীমিত ওভারের ক্রিকেটে হাসান আলি পাক নির্বাচক তথা টিম ম্যানেজমেন্টের আস্থাভাজন, এমনটা বলা যাবে না মোটেও। বাদ পড়েছিলেন ওয়ান ডে ও টি-২০ দল থেকে। আফ্রিদি চোট পেলেও তাঁর কথা ভাবা হয়নি। পরে মহম্মদ ওয়াসিম চোট পেয়ে ছিটকে যাওয়ায় হাসানের ভাগ্যে শিকে ছেঁড়ে। তিনি এখনও পর্যন্ত ৪৯টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ৬০টি উইকেট নিয়েছেন। ইকনমি রেট ৮.৩৫। সেরা বোলিং ১৮ রানে ৪ উইকেট।