India vs Australia: ইন্দোর টেস্টের প্রথম ইনিংসে ৩টি উইকেট নেওয়ার সুবাদে দুর্দান্ত এক ব্যক্তিগত নজির গড়েন রবিচন্দ্রন অশ্বিন।
1/5ইন্দোর টেস্টের প্রথম ইনিংসে ৩টি উইকেট নেওয়ার সুবাদে আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্ত এক নজির গড়েন রবিচন্দ্রন অশ্বিন। তিন ফর্ম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সব থেকে বেশি উইকেট নেওয়া ভারতীয় বোলারদের তালিকায় তৃতীয় স্থানে উঠে আসেন তিনি। অশ্বিন এক্ষেত্রে পিছনে ফেলে দেন কিংবদন্তি কপিল দেবকে। তাঁর সামনে রয়েছেন কেবল অনিল কুম্বলে ও হরভজন সিং। ছবি- এপি।
2/5অশ্বিন টেস্ট উইকেট সংগ্রহের নিরিখে আগেই টপকেছেন কপিলকে। রবিচন্দ্রন টেস্টে ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৪৬৬টি উইকেট নিয়েছেন। তিনি ওয়ান ডে ক্রিকেটে নিয়েছেন ১৫১টি উইকেট। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে অশ্বিনের ঝুলিতে রয়েছে ভারতের হয়ে তৃতীয় সর্বোচ্চ ৭২টি উইকেট। তিন ফর্ম্যাট মিলিয়ে এই মুহূর্তে অশ্বিনের সংগ্রহে রয়েছে ৬৮৯টি আন্তর্জাতিক উইকেট। ছবি- এএনআই।
3/5কপিল দেব টি-২০ ম্যাচ খেলেননি। তিনি টেস্ট ও ওয়ান ডে দুই ফর্ম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৬৮৭টি উইকেট নিয়েছেন। আপাতত সব থেকে বেশি আন্তর্জাতিক উইকেট নেওয়া ভারতীয় বোলারদের তালিকায় কপিল চলে গেলেন চার নম্বরে। তিনি টেস্টে ৪৩৪টি এবং একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ২৫৩টি উইকেট নিয়েছেন। ছবি- পিটিআই।
4/5অনিল কুম্বলে আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেননি। তা সত্ত্বেও ভারতীয়দের মধ্যে সব ফর্ম্যাট মিলিয়ে সব থেকে বেশি আন্তর্জাতিক উইকেট নিয়েছেন তিনি। তাঁর ঝুলিতে রয়েছে ৯৫৬টি আন্তর্জাতিক উইকেট। ভারতীয়দের মধ্যে সব থেকে বেশি ৬১৯টি টেস্ট উইকেট নিয়েছেন কুম্বলে। তিনি ওয়ান ডে ক্রিকেটেও ভারতীয়দের মধ্যে সব থেকে বেশি ৩৩৭টি উইকেট সংগ্রহ করেছেন। ছবি- পিটিআই।
5/5হরভজন সিং তিন ফর্ম্যাট মিলিয়ে ভারতীয়দের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ৭১১টি উইকেট নিয়েছেন। তিনি টেস্টে ভারতীয়দের মধ্যে চতুর্থ সর্বোচ্চ ৪১৭টি উইকেট সংগ্রহ করেন। ওয়ান ডে ক্রিকেটে ভাজ্জি নেন ২৬৯টি উইকেট। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে টার্বুনেটর ২৫টি উইকেট সংগ্রহ করেন। ছবি- কেকেআর।