1/5অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও তাঁর তৃতীয় স্বামী রোশন সিংয়ের ব্যক্তিগত জীবনের সমীকরণ নিয়ে মাঝে উত্তাল ছিল সোশ্যাল মিডিয়া। বরং এখন সেসবে ভাঁটা এসেছে। বরং অভিনেত্রীর নতুন প্রেম অভিরূপকে নিয়েই এখন চর্চা বেশি। আর এসবের মাঝেই ফের খবরে এলেন রোশন। তাও আবার নিজের এক কটাক্ষ মাখা পোস্টের কারণে। যা দেখে অনেকেরই মত, শ্রাবন্তীকেই খোঁচা দিয়েছেন তাঁর প্রাক্তন (আইনি মতে ডিভোর্স যদিও হয়নি) স্বামী।
2/5শ্রাবন্তীর তৃতীয় স্বামী রোশন সিং নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘প্রত্যেক বিয়ের পরেই কেন একটি করে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ায় ও?’ এটা যে শ্রাবন্তীর উদ্দেশে তা মনে হয় যে কেউ বলে দিতে পারবে!
3/5প্রসঙ্গত, শ্রাবন্তী বেশ বড়বড় অভিযোগ এনেছেন রোশনের নামে। রোশনকে ‘সঙ্গমে অক্ষম’ বলেছেন, সাথে আবার চোরও বলেছেন। যেগুলো নিয়ে এর আগেও প্রতিবাদ করতে দেখা গিয়েছে এই মডেল-বডি বিল্ডারকে। সেই রাগই কি ফের উগড়ে দিলেন?
4/5এমনিতেই চলতি মাসের শুরু থেকে বেজির সাথে ছবি তোলায় জিজ্ঞাসাবাদের সম্মুখীন করতে হচ্ছে শ্রাবন্তীকে। ছবিটি ফেব্রুয়ারি মাসে শেয়ার করেছিলেন অভিনেত্রী। ইতিমধ্যেই তাঁর ড্রাইভারকে গ্রেফতার করা হয়েছে।
5/5শ্রাবন্তী- রোশন এক ছাদের তলায় থাকেন না ২০২০-র মাঝামাঝি থেকেই। প্রসঙ্গত, সবাইকে না জানিয়েই বিয়ের পিঁড়িতে বসেছিলেন তিনি। গুরুদ্বারে বিয়ের আয়োজন হয়েছিল। তবে বছর ঘুরতে না ঘুরতেই তিনি আলাদা হয়ে যান।