SC on Adani-Hindenburg Case: SEBI কমিটিতে 'আদানির লোক'? অভিযোগ উড়িয়ে SC বলল, 'ক্যারেক্টার সার্টিফিকেট দিতে বসে নেই'
Updated: 25 Nov 2023, 08:00 AM ISTশুক্রবার আদানি-হিন্ডেনবার্গ মামলার রায়দান স্থগিত রাখল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ৩ বিচারপতির বেঞ্চে গতকাল এই মামলার শুনানি হয়। এদিকে আইনজীবী প্রশান্ত ভূষণ অভিযোগ করেন, আদালত নিযুক্ত কমিটির দুই সদস্যের 'স্বার্থের সংঘাত' রয়েছে। এই আবহে SIT গঠন নিয়ে কী বলল আদালত?
পরবর্তী ফটো গ্যালারি