হলিউডের একাধিক তারকা কখনও না কখনও পর্ন ছবিতে অভিনয় করেছেন। তবে জানেন কি এই তালিকায় এমন কিছু তারকার নামও রয়েছে যাঁরা বলিউডের ছবিতেও কাজ করেছেন।
1/5সানি লিওনি: ২০১১ সালে বিগ বস শো-তে অংশগ্রহণের পরে আর ঘুরে তাকাতে হয়নি সানিকে। বর্তমানে এই বলি-সুন্দরীর দারুণ জনপ্রিয়তা থাকলেও তাঁর অতীতের কাজকর্মের ব্যাপারে কমবেশি সকলেই ওয়াকিবহাল। একসময়ে চুটিয়ে পর্ন ছবিতে কাজ করেছেন সানি। যদিও বর্তমানে নীল ছবির দুনিয়ার সংস্রবে আর নেই তিনি। (ছবি সৌজন্যে - টুইটার)
2/5মিয়া মলকোভা: মার্কিনি পর্ন দুনিয়ার অন্যতম জনপ্রিয় নাম মিয়া মলকোভা। পর্ন ছবিতে অভিনয়ের পাশাপাশি মডেলিংও করেন তিনি। বলিউডের সঙ্গেও তাঁর একটি যোগসূত্র রয়েছে। রাম গোপাল বর্মা পরিচালিত ছবি 'ক্লাইম্যাক্স' এবং 'গড সেক্স এবং ট্রুথ' নামের তথ্যচিত্রে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন মিয়া।
3/5সিলভেস্টার স্ট্যালোন : বিশ্ববরণ্যে হলিউড অভিনেতা-পরিচালক সিলভেস্টার স্ট্যালোনের নামও রয়েছে এই তালিকায়। আজ্ঞে হ্যাঁ। অভাবের তাড়নায় নিজের কেরিয়ারের শুরুতে 'পার্টি অ্যাট কিটি অ্যান্ড স্টাডস' নামের একটি সফ্ট পর্ন ছবিতে অভিনয় করেছিলেন 'র্যাম্বো '। জানিয়ে রাখা ভালো, ২০০৯ সালে অক্ষয় কুমার- করিনা কাপুর অভিনীত ছবি মুক্তি পাওয়া ছবি 'কমবখত ইশক'-এও মুখ দেখিয়েছিলেন তিনি।
4/5জ্যাকি চ্যান: স্বভাবতই এই নামটি শুনে অনেকের ভুরু কপাল ছুঁয়ে ফেলেছে এতক্ষণে। অন্য কারও মুখের কথা নয়, নিজের মুখেই পর্ন ছবিতে কাজ করার কথা কবুল করেছিলেন এই অস্কারজয়ী অভিনেতা। 'চায়না ডেইলি'কে দেওয়া এক সাক্ষাৎকারে এই জনপ্রিয় তারকা জানিয়েছেন কেরিয়ারের একেবারে শুরুতে পেট চালানোর জন্য পর্ন ছবিতে কাজ করেছিলেন তিনি। ২০১৭ সালে সোনু সুদ, দিশা পাটানিদের সঙ্গে হিন্দি ছবি 'কুনগু যোগা' তেও মুখ দেখিয়েছিলেন তিনি।
5/5সাহারা নাইট: জনপ্রিয় সিরিজ 'গেম অফ থ্রোনস'-র মুখ দেখিয়ে আম-জনতার নজরে এসেছিলেন সাহারা নাইট। এই ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ অভিনেত্রী বেশ কিছু পর্ন ছবিতেও কাজ করেছেন তিনি। বেশ কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী খুব তাড়াতাড়িই নাকি বলিপাড়ায় অভিনেত্রী হিসেবে ডেবিউ করতে চলেছেন সাহারা। যদিও এই প্রসঙ্গে কোনও আনুষ্ঠানিক বিবৃতিতে এখনও পর্যন্ত সামনে আসেনি।