বাংলা নিউজ > ছবিঘর > T20WC final- MCG-র বড় মাঠে কার হাতে থাকবে ম্যাচ জয়ের চাবিকাঠি?

T20WC final- MCG-র বড় মাঠে কার হাতে থাকবে ম্যাচ জয়ের চাবিকাঠি?

২০২২ টি টোয়েন্টি ফাইনালে জোস বাটলার ও অ্য়ালেক্স হেলসের জুটির দিকে তাকিয়ে থাকবে গোটা ক্রিকেট বিশ্ব। টুর্নামেন্টের সেমিফাইলা ভারতের বিরুদ্ধে তারা কী করেছে তা গোটা ক্রিকেট বিশ্ব দেখেছে। এবার ফাইনালে তারা কী করে সেটাও সকলে দেখতে চায়।