রবিবার একগুচ্ছ চমক রাখলেন প্রযোজনা সংস্থা এসভিএফ। ২০২২ জুড়ে বড় পর্দায় মুক্তি পাবে তাঁদের একগুচ্ছ ছবি। মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে প্রযোজনা সংস্থার তরফে।
1/9রবিবার মোট আটটি ছবি মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। ২০২২-এ কবে বড়পর্দায় কোন কোন ছবি মুক্তি পাচ্ছে এসভিএফের? দেখুন-
2/9এই প্রথম একেনবাবুকে নিয়ে তৈরি হচ্ছে রহস্য রোমাঞ্চে ভরপুর ছবি। একেনবাবুর চরিত্রে অভিনয় করছেন অনির্বান চক্রবর্তী। পরিচালনায় জয়দীপ মুখোপাধ্যায়। ১৪ এপ্রিল অর্থাৎ পয়লা বৈশাখের দিন মুক্তি পাচ্ছে 'দ্য একেন'।
3/9পারিবারিক ছবি 'কুলের আচার'। পরিচালনায় সুদীপ দাস। এক মধ্যবিত্ত পরিবারের সদ্য বিবাহিত বৌমার পদবী পরিবর্তন নিয়ে এগোবে ছবির গল্প। শাশুড়ি এবং বৌমার চরিত্রে অভিনয় করেছেন ইন্দ্রানী হালদার ও মধুরিমা সরকারকে। বাবা ছেলের চরিত্রে অভিনয় করেছেন নীল মুখোপাধ্যায় ও বিক্রম চট্টোপাধ্যায়।
4/9নিখাদ কলেজ প্রেমের গল্প বলতে পর্দায় আসছে 'X=প্রেম'। পরিচালনায় সৃজিত মুখোপাধ্যায়। ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন অর্জুন চক্রবর্তী, নবাগত অনিন্দ্য সেনগুপ্ত, মধুরিমা বসাক ও শ্রুতি দাস। ১৩ মে মুক্তি পাচ্ছে এই সিনেমা।
5/9১১ অগাস্ট সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘ব্যোমকেশ’। পরিচালনায় অরিন্দম শীল। বিশুপাল বধ অবলম্বনে তৈরি হচ্ছে এই সিনেমা। ব্যোমকেশ হিসেবে আবীর চট্টোপাধ্যায়, সত্যবতীর চরিত্রে সোহিনী সরকার, অজিতের চরিত্রে সুহোত্র মুখোপাধ্যায়।
6/9৩০ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে 'কর্ণসুবর্ণের গুপ্তধন'। পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের গুপ্তধন সিরিজের তৃতীয় ছবি। সোনাদা, সঙ্গে ঝিনুক ও আবির ফের একবার গুপ্তধনের সন্ধানে বেরোবেন।
7/9বাদল সরকারের বিখ্যাত নাটক অবলম্বনে তৈরি 'বল্লভপুরের রূপকথা'। আদপে ভূতের সিনেমা। ৪০০ বছরের পুরনো রাজবাড়ি কেন্দ্র করে আবর্তিত ছবির গল্প। পরিচালনায় অনির্বান ভট্টাচার্য। ২১ অক্টোবর মুক্তি পাবে এই ছবি।
8/9সন্দীপ রায়ের পরিচালনায় এই বছর অর্থাৎ ২০২২-এ 'হত্যাপুরী' ছবির মাধ্যমে বড়পর্দায় ফের দর্শন দেবেন বাঙালির প্রিয় গোয়েন্দা প্রদোষ চন্দ্র মিত্র। সত্যজিৎ রায় রচিত ফেলুদার এই বিখ্যাত উপন্যাস অনুযায়ী চিত্রনাট্য লিখেছেন সন্দীপ রায়। ২৩ ডিসেম্বর মুক্তি পাবে সন্দীপ রায়ের ছবি 'হত্যাপুরী'। তবে কাকে দেখা যাবে ফেলুদার চরিত্রে, সে বিষয়ে মুখ খুলতে চাননি পরিচালক ও প্রযোজক।
9/9সাইকোলজিক্যাল থ্রিলার 'খেলা যখন'। পরিচালনায় অরিন্দম শীল। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন মিমি চক্রবর্তী। তাঁর বিপরীতে দেখা যাবে অর্জুন চক্রবর্তীকে। ১ জুলাই মুক্তি পেতে চলেছে এই সিনেমা।