Ukraine Russia War: ইউক্রেন দখলের অঙ্কে রাশিয়ার নজরে ৫ শহর, কোন ছকে প্রতিবেশীকে কাবু করতে চান পুতিন?
Updated: 02 Mar 2022, 01:38 PM ISTবিগত ৭ দিন ধরে টানা লড়াই করে এখনও ইউক্রেন দখল করতে ব্যর্থ ভ্লাদিমির পুতিনের বাহিনী। রাজধানী কিয়েভের খুব কাছে গিয়ে পৌঁছেছে রুশ বাহিনী। এদিকে মঙ্গলবার ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি আবাসিক ব্লকে বিস্ফোরণে অন্তত আটজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। আজকে সেখানে প্যারাট্রুপার নামানো হয়েছে। এর আগে খারকিভের কেন্দ্রে রুশ বাহিনীর রকেট হামলায় ৩৫ জন নিহত ও ৩৫ জন আহত হন। এই খারকিভেই গতকাল মৃত্যু হয় ভারতীয় পড়ুয়ার। ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা আন্তন হেরাশচেঙ্কো বলেছেন, ধ্বংসস্তূপ পরিষ্কার করার পর মৃতের সংখ্যা বাড়তে পারে। তাছাড়াও একাধিক শহরে নজর রয়েছে রুশ বাহিনীর। একনজরে দেখুন কোন শহরের কী গুরুত্ব।
পরবর্তী ফটো গ্যালারি