বৃহস্পতিবার ঘটা করে টুইটারে সুস্মিতা সেনের সঙ্গে সম্পর্কের কথা ঘোষণা পরেছেন ভারত-পলাতক ললিত মোদী। চলুন জেনে নেই আইপিএলের প্রতিষ্ঠাতা এই মানুষটির প্রথম বউ সম্পর্কে।
1/5ললিত মোদী আর সুস্মিতা সেনের মাঝে থাকা মহিলা আসলে ভারত-ছাড়া ব্যবসায়ীর প্রথম বউ। নাম মিনাল মোদী। ক্যানসারে মারা গিয়েছেন এই মহিলা ২০১৮ সালে। চলুন জেনে নেওয়া যাক মিলানের ব্যাপারে।
2/5১৯৯১ সালের অক্টোবরে বিয়ে করেন ললিত আর মিনাল। মেয়ে আলিয়া মোদীর জন্ম হয় ১৯৯৩ সালে। এক বছর পর জন্ম হয় ছেলে রুচির মোদীর। মুম্বইতেই ছেলে আর মেয়েকে বড় করেছেন এই দম্পতি।
3/5ললিত আর মিনালের বিয়েতে মত ছিল না বাবা কেকে মোদীর। কেননা মিনাল ছিলেন ডিভোর্সি। সঙ্গে ললিতের থেকে দশ বছরের বড়ও। অনেক ঝগড়া, ঝামেলা, অশান্তি, হুমকির পরে মোদী পরিবার রাজি হয় এই বিয়েতে।
4/5২০১৮ সালের ১০ ডিসেম্বর ৬৪ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন মিনাল। জীবনের শেষ ১৭ বছর ক্যানসারের সঙ্গে লড়াই করতে হয়েছিল তাঁকে। বউ মারা যাওয়ার পর ললিত টুইটারে লিখেছিলেন, ‘আমার ভালোবাসা, আমার জীবন, আমার সাথী… অবশেষে তুমি শান্তি পেলে। যেমনটা তোমাকে আমি কথা দিয়েছিলাম ছেলেমেয়েদের খেয়াল রাখার, তেমনটা আমি করব। আমি জানি তুমি ওপর থেকে দেখবে। কিন্তু বিশ্বাস করো এটা খুব একটা সহজ হবে না আমার জন্য।’
5/5বউ, দুই ছেলে-মেয়ের সঙ্গে ললিত মোদী। এছাড়া তিনি মিনালের আগের বিয়ের সন্তানকেও নিজের কাছে রেখেই বড় করেছেন।