Update on Chandrayaan 4 Objectives: চতুর্থ চন্দ্রাভিযানের পরিকল্পনা চলছে, এবারের লক্ষ্য হবে কী? কবে উৎক্ষেপণ হবে রকেট?
Updated: 19 Nov 2023, 06:59 AM ISTকয়েকমাস আগেই ইসরোর চন্দ্রযান ৩ অভিযান সাফল্য লাভ করেছে। আর এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে চতুর্থ চন্দ্রাভিযানের পরিকল্পনা। আমদাবাদে অবস্থিত স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারের প্রধান নীলেশ দেশাই একথা জানিয়েছেন গত শুক্রবার। এই অভিযানের লক্ষ্য কী হবে? সেই সম্পর্কেও ধারণা দিয়েছেন নীলেশ দেশাই।
পরবর্তী ফটো গ্যালারি