এর ফলে ভারতীয় পড়ুয়া, চাকুরিজীবীদের অনেক সুবিধা হব...
more
এর ফলে ভারতীয় পড়ুয়া, চাকুরিজীবীদের অনেক সুবিধা হবে। দ্রুত ভিসা পাওয়ার বিষয়টি সরলীকরণ হবে।
1/5৩১ ডিসেম্বর পর্যন্ত ভারতীয় ভিসা আবেদনকারীদের জন্য ব্যক্তিগত সাক্ষাত্কার মুকুব করল মার্কিন যুক্তরাষ্ট্র। ফাইল ছবি : পিটিআই (PTI)
2/5এই ছাড়ের জন্য যোগ্য আবেদনকারীরা হলেন ছাত্র (F, M, এবং একাডেমিক J ভিসা), কর্মী (H-1, H-2, H-3, এবং পৃথক এল ভিসা), সংস্কৃতি এবং উল্লেখযোগ্য কৃতী আবেদনকারী(O, P, এবং Q) ভিসা)। ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস (PTI)
3/5এর ফলে ভারতীয় পড়ুয়া, চাকুরিজীবীদের অনেক সুবিধা হবে। দ্রুত ভিসা পাওয়ার বিষয়টি সরলীকরণ হবে। ফাইল ছবি : ইনস্টাগ্রাম (PTI)
4/5তবে এক্ষেত্রে উল্লেখ্য,বর্ধিত ভিসা আবেদনকারীদের অবশ্যই পূর্বেও মার্কিন ভিসা জারি করা থাকতে হবে। সেই সঙ্গে শর্ত হল, তাঁদের কখনও মার্কিন ভিসা প্রত্যাখ্যান করা হয়নি এবং অযোগ্যতার কোনও ইঙ্গিত নেই। ফাইল ছবি : পিটিআই (PTI)
5/5তাছাড়া, বলাই বাহুল্য, তাঁরা যে দেশের থেকে আবেদন করছেন সেই দেশের বাসিন্দা বা নাগরিক হতে হবে। (ছবি সৌজন্য পিটিআই) (PTI)