নিয়ম অনুযায়ী, গাড়ি চালানোর সময় কোনও চালক যদি হ্যান্ডসফ্রি কমিউনিকেশন ফিচার ব্যবহার করেন, তাহলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে না। ফলে চালককে কোনও জরিমানা দিতে হবে না।
1/5গাড়ি চালানোর সময় ফোনে কথা। সঙ্গে সঙ্গে ট্রাফিক চালান। ট্রাফিক আইনের ১৮৪ নম্বর ধারা অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই) (HT Photo)
2/5নিয়ম অনুযায়ী, গাড়ি চালানোর সময় কোনও চালক যদি হ্যান্ডসফ্রি কমিউনিকেশন ফিচার ব্যবহার করেন, তাহলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে না। ফলে চালককে কোনও জরিমানা দিতে হবে না। লোকসভায় এই তথ্য দিয়েছেন খোদ সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকড়ি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) (HT Photo)
3/5লোকসভায়, হিবি ইডেন প্রশ্ন করেছিলেন যে, মোটর যানবাহন (সংশোধন) আইন, ২০১৯-এর ১৮৪(সি) ধারার অধীনে মোটর গাড়িতে হ্যান্ডসফ্রি যোগাযোগ ফিচার ব্যবহারের জন্য জরিমানার কোনও বিধান আছে কিনা। ছবি : হিন্দুস্তান টাইমস অটো (HT Photo)
4/5প্রশ্নের উত্তরে, কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকড়ি বলেন, আইন অনুযায়ী মোটর গাড়ি চালানোর সময় হাতে করে কমিউনিকেশন ডিভাইস ব্যবহারের জন্য শাস্তির বিধান রয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) (HT Photo)
5/5তিনি আরও বলেন, যানবাহনে হ্যান্ডসফ্রি কমিউনিকেশন ডিভাইস ব্যবহার করলে কোনও জরিমানা করা হয় না। (ছবিটি প্রতীকী, সৌজন্য হিন্দুস্তান টাইমস) (HT Photo)