বিয়ের পর পার্টি মুডে বরুণ-নাতাশা। বি-টাউনের বন্ধুদের নিয়ে নতুন জীবনের আনন্দ ভাগ করে নিলেন। তবে পার্টিতে দেখা মিলল না আলিয়া ভাট, সিদ্ধার্থ মালহোত্রার।
1/10গত মাসে আলিবাগের বিলাসবহুল রিসর্টে বিয়ের বাঁধনে বাঁধা পড়েছেন বরুণ-নাতাশা। তবে কেবলমাত্র পরিবার ও কাছের বন্ধুদের উপস্থিতিতেই চার হাত এক হয়েছিল জুটির। অবশেষে বি-টাউনের কাছের বন্ধুদের নিয়ে পার্টিতে মাতলেন নবদম্পতি।
2/10বরুণ-নাতাশার বাড়ির হাউজ পার্টিতে এদিন শামিল হলেন বলিউডের চর্চিত প্রেমিক জুটি টাইগার শ্রফ ও দিশা পাটানি। বরুণের ছোটবেলার বন্ধু টাইগার। অন্যদিকে দিশার সঙ্গে সখ্যতা রয়েছে অভিনেতার। (ছবি-বারিন্দর চাওয়ালা)
3/10বরুণ ধাওয়ানের যুগ যুগ জিও কো-স্টার কিয়ারা আডবানিও পৌঁছেছিলেন এদিন। তবে দেখা মিলল না কিয়ারার মনের মানুষ তথা বরুণের স্টুডেন্ট অফ দ্য ইয়ার কো-স্টার সিদ্ধার্থ মালহোত্রার। (ছবি-বারিন্দর চাওয়ালা)
4/10নবদম্পতিতে শুভেচ্ছা জানাতে পৌঁছেছিলেন পরিচালক দীনেশ বিজয়ন ও অভিনেতা বরুণ শর্মা। (ছবি-বারিন্দর চাওয়ালা)
5/10বরুণ-নাতাশার বিয়ের আসরে হাতেগোনা বলিউডের সদস্যদের মধ্যে হাজির ছিলেন মেন্টর করণ জোহর। এদিনের পার্টিতেও অংশ নিলেন করণ জোহর। (ছবি-বারিন্দর চাওয়ালা)
6/10বরুণ-নাতাশার পোস্ট-ওয়েডিং সেলিব্রেশনে শামিল হতে দেখা গেল অভিনেতার কুলি নম্বর ১-এর নায়িকাকেও। পাপারাতজিদের দেখে হাত নেড়ে অভিবাদন জানালেন সারা। (ছবি-বারিন্দর চাওয়ালা)
7/10বরুণ ধাওয়ানের অন্যতম কাছের বলিউডি বন্ধু অর্জুন কাপুর ও তাঁর বোন অনুশুলা কাপুরকেও পাপারাতজিরা ফ্রেমবন্দি করেন বরুণ-নাতাশার অ্যাপার্টমেন্টের নীচে।পৌঁছেছিলেন মালাইকা আরোরাও। (ছবি-বারিন্দর চাওয়ালা)
9/10বিয়ের প্রথম ছবি ইন্টারনেটে প্রকাশ্যে আনলেন বরুণ নিজেই। নতুন বউয়ের সঙ্গে বিয়ের মুহূর্তের ছবি ইনস্টাগ্রামের দেওয়ালে পোস্ট করে লিখলেন- ‘সারাজীবনের ভালোবাসায় সিলমোহর পড়ল’।
10/10এই জুটির রিসেপশন নিয়ে এখনও কোনও তথ্য জানা যায়নি। তবে কাছের বন্ধুদের নিয়ে হাউজ পার্টিটা সেরে ফেললেন তারকা দম্পতি। (PTI)
অন্য গ্যালারিগুলি
No Network
Server Issue
Internet Not Available
Wait for it…
Log in to our website to save your bookmarks. It'll just take a moment.