কষ্ট করলে তবেই কেষ্ট মেলে! উধম সিং হয়ে উঠতে কম কাঠখড় পোড়াতে হয়নি ভিকি কৌশলকে।
1/8সদ্যই আমাজন প্রাইমে মুক্তি পেয়েছে ভিকি কৌশল অভিনীত সর্দার উদম'। ছবিতে স্বাধীনতা সংগ্রামী সর্দার উদম সিং-এর চরিত্রে অভিনয় করেছেন ভিকি। নিজ অভিনয় গুণে সকলের প্রশংসা কুড়িয়ে নিচ্ছেন ভিকি, মঙ্গলবার ইনস্টাগ্রামে ভয়াবহ ছবি পোস্ট করলেন ভিকি।
2/8ভিকির পিঠ ভর্তি কাটা দাগ দেখলে শিউরে উঠবেন আপনি! তবে এগুলো আসল ক্ষতের চিহ্ন নয়, প্রস্থেটিক মেক-আপের সাহায্যে ছবির জন্য তৈরি করা দাগ। এই পোস্টের ক্যাপশনে ভিকি লিখেছেন- ‘যে কাট গুলো শেষ কাটে (ছবির চূড়ান্ত কাট) জায়গা করে নিতে পারেনি’।
3/8নিজের পোস্টে প্রস্থেটিক মেক-আপ আর্টিস্ট পিটার গোরসেনকে ট্যাগ করেন ভিকি। তিনিই এই ছবির জন্য এমন সুচারুভাবে ভিকির পিঠের ওই দাগ তৈরি করেছেন। তবে নেটিজেনরা এমন বীভত্স ছবি দেখে ক্যাটরিনা কাইফকে নিয়ে চিন্তায় পড়েছে!
4/8কমেন্ট বক্সে অনেকে যেমন ‘সর্দার উধম’ ছবিতে ভিকির অনবদ্য পারফরম্যান্সের প্রশংসা করেছেন, তেমনই অনেকে বলেছেন এই দাগ দেখলে ‘ক্যাটরিনা কষ্ট পাবে’।
5/8২০১৯-এর দিওয়ালির সময় থেকেই ক্যাটরিনার সঙ্গে ভিকির প্রেম সম্পর্কের জল্পনা দানা বাঁধতে থাকে বি-টাউনে। ক্যাটরিনার সঙ্গে সম্পর্কের কথা স্বীকার না করলেও কোনদিনই এই সম্পর্কের কথা সরাসরি অস্বীকারও করেননি ভিকি কৌশল।
6/8মাসখানেক আগেই ভিকি ও ক্যাটরিনার বাগদানের থবর আগুন গতিতে ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। পরবর্তীতে সেই খবর ভুয়ো বলে উড়িয়ে দেন দুজনে। তবে সদ্য এক দৈনির সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, ‘আপনাদের বন্ধুদের মাধ্যমে এই খবর প্রচার করা হয়েছিল (হাসি)। আমি খুব তাড়াতাড়ি বাগদান সারব, যখন সঠিক সময় আসবে। সেটারও অবশ্য সময় আসতে দিতে হবে’। (ছবি-ইনস্টাগ্রাম)
7/8ক্যাটরিনার সঙ্গে কি সত্যিই প্রেম করছেন ভিকি? জবাবে এক সাক্ষাত্কারে ভিকি বলেন,'প্রেম কোনও খারাপ জিনিস নয়, একটা দুর্দান্ত অনুভূতি। তবে সত্যি বলতে আমি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কিছু বলতে চাই না।যদি আপনি কিছু বলেন তাহলে সেটা নিয়ে আলোচনা হবে,লোকে সেটার নানান অর্থ বার করবে, সেটা নিয়ে আবার কিছু ভুল অর্থ বারও করবে-গোটা বিষয়টা জটিল হয়ে যায়-আশা করছি সেটা আপনারা সম্মান করবেন'। (ছবি-ইনস্টাগ্রাম)
8/8সর্দার উধম-এর স্পেশ্যাল স্ক্রিনিংয়েও হাজির ছিলেন ক্যাটরিনা। বি-টাউন সূত্রে খবর চুটিয়ে প্রেম করছেন দুজনে। সম্পর্কে শিলমোহর দেওয়াটা এখন শুধু সময়ের অপেক্ষা।