হিংসা ছড়াল দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ)। মুখোশ পরা দুষ্কৃতীরা লাঠিসোঁটা, রড দিয়ে হামলা চালায়। বেধড়ক মারধর করা হয় পড়ুয়া ও অধ্যাপকদের। আহত হয়েছেন কয়েকজন। ভাঙচুর চালানো হয় বিশ্ববিদ্যালয় চত্বরে। দেখুন জেএনইউতে তাণ্ডবের ছবি -
1/6মুখোশ পরে, হাতে লাঠি নিয়ে জেএনইউ ক্যাম্পাসে ঘুরে বেড়ানোর এরকম ছবি ধরা পড়ে। (ছবি সৌজন্য পিটিআই)
2/6ব্যাপক ভাঙচুর চালানো হয় জেএনইউ ক্যাম্পাসে। (ছবি সৌজন্য পিটিআই)
4/6বেধড়ক মারধর করা হয় পড়ুয়াদের। ছাত্র সংগঠনের সভাপতি ঐশী ঘোষকে মারধর করা হয়। তাঁর মাথা থেকে রক্ত ঝরতে দেখা যায়। রীতিমতো আতঙ্কিত ঐশী বলেন, 'আমায় বেধড়ক মারা হয়েছে।' (ছবি সৌজন্য পিটিআই)
5/6আহত হয়েছেন অধ্যাপক সুচরিতা সেন। তাঁর মাথায় চোট লেগেছে। (ছবি সৌজন্য টুইটার @RahulGandhi)
6/6কমপক্ষে ১৫ জন পড়ুয়া ও ১২ জন অধ্যাপক আহত হয়েছেন। তাঁদের এইমসে নিয়ে যাওয়া হয়েছে।
অন্য গ্যালারিগুলি
No Network
Server Issue
Internet Not Available
Wait for it…
Log in to our website to save your bookmarks. It'll just take a moment.