রাজ্যে বাড়ল করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা। তা ৫,০০০-এর কাছে পৌঁছে গিয়েছে। সেইসঙ্গে বেড়েছে সংক্রমণের হার।
1/8স্বাস্থ্য দফতরের তরফে বুধবারের বুলেটিন অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে ৪,৯৬৯ জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে। যা মঙ্গলবার ছিল ৪,৪৯৪। তার ফলে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯,৭৯,২৫৪। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) (PTI)
2/8স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় সংক্রমণের হার বা পজিটিভিটি রেট দাঁড়িয়েছে ৭.৩২ শতাংশ। নমুনা পরীক্ষা হয়েছে ৬৭,৮৬২। আগেরদিন সংক্রমণের হার ছিল ৭.১২ শতাংশ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) (PTI)
3/8বুধবারের বুলেটিন অনুযায়ী, রাজ্যের দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে আছে উত্তর ২৪ পরগনা। সেখানে ৬৯৭ জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে। তারপরই আছে কলকাতা (৬৫৪)। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) (PTI)
4/8শেষ ২৪ ঘণ্টায় দক্ষিণ ২৪ পরগনায় ৪০৯ জন, বীরভূমে ৩১৯ জন (আগেরদিন ছিল ১৭৯), নদিয়ায় ২৯৬ জন, বাঁকুড়ায় ২৯১ জন (আগেরদিন ছিল ১৪৬), মালদহে ২৩৪ জন, হুগলিতে ২১৯ জন আক্রান্তের হদিশ মিলেছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) (PTI)
5/8শেষ ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে কম করোনা আক্রান্তের হদিশ মিলেছে কালিম্পঙে (৪২)। ঝাড়গ্রামে ৫৮ জন জন আক্রান্তের হদিশ মিলেছে। পুরুলিয়া ও পূর্ব মেদিনীপুরে সেই সংখ্যাটা যথাক্রমে ৭২ এবং ৮৪। রাজ্যের বাকি সব জেলায় দৈনিক আক্রান্তের সংখ্যা ১০০-র বেশি আছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) (PTI)
6/8আক্রান্তের সংখ্যা বাড়লেও রাজ্যে কমেছে মৃতের সংখ্যা। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩৪ জনের মৃত্যু হয়েছে। আগেরদিন যে সংখ্যাটা ছিল ৩৬। রাজ্যে মোট করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০,৪৪৫। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) (PTI)
7/8স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১৭,৭৩৪ জন করোনা মুক্ত হয়েছেন। তার ফলে করোনাকে হারিয়ে দিয়েছেন মোট ১৮,৯১,৪৪০ জন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) (PTI)
8/8New Delhi: A health worker interacts with Covid-19 patients inside the Shehnai Banquet Hall, a COVID-19 care facility, during the third wave of the coronavirus, in New Delhi, Wednesday, Jan 12, 2022. (PTI Photo/Kamal Kishore) (PTI01_12_2022_000056B) (PTI)