বাংলা নিউজ > ছবিঘর > Mysterious Chinese bag in G20: জি২০-তে আগত চিনা কূটনীতিকদের রহস্যজনক ব্যাগে কী ছিল?

Mysterious Chinese bag in G20: জি২০-তে আগত চিনা কূটনীতিকদের রহস্যজনক ব্যাগে কী ছিল?

গত সপ্তাহে সম্পন্ন হওয়া জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আসা চিনা কূটীতিকদের সঙ্গে থাকা রহস্যজনক ব্যাগ নিয়ে ধন্দ কাটছেই না। এরই মাঝে একটা ক্ষীণ ইঙ্গিত পাওয়া গেল যে সেই ব্যাগের ভিতরে কী ছিল। যদিও বা, সরকারি ভাবে বিষয়টিকে 'মীমাংসিত' বলে আখ্যা দেওয়া হয়েছে। তবে জানা গিয়েছে, এখনও তদন্ত চলছে।