কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কোভিশিল্ড ও কোভ্যাক্সিন নিয়ে ফ্যাক্ট শিট ইতিমধ্যেই পাঠানো হয়েছে সব রাজ্যকে। কারা ভ্যাকসিন নিতে পারবেন না, কী কী সতর্কতা অবলম্বন করতে হবে, সব কিছু বিস্তারিত ভাবে দেওয়া আছে। এক নজরে জেনে নিন-
1/7একটি ডোজ কোভিশিল্ডের, পরের ডোজ কোভ্যাক্সিনের-এমনটা করা যাবে না। (REUTERS)
2/7গর্ভবতী ও যারা শিশুদের বুকের দুধ খাওয়াচ্ছেন, তাদের কোভিড টিকা আপাতত দেওয়া যাবে না। কারণ ট্রায়ালে এমন লোকদের ওপর পরীক্ষা হয়নি।
3/7১৮ বছরের কম বয়সীদের ওপর এখনও ক্লিনিকাল ট্রায়াল হয়নি, তাই তাদের কোভিড টিকা দেওয়া যাবে না আপাতত। (PTI)
4/7যাদের অ্যালার্জি আছে কোনও ওষুধ, খাবার বা ভ্যাকসিন থেকে তাদের কোভিড টিকা দিতে নিষেধ করা হয়েছে।
5/7যাদের করোনা হয়েছে বা যারা এমনিতেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, তারা যেন সুস্থ হয়ে ওঠার চার থেকে আট সপ্তাহ বাদে টিকা নেন।
6/7যাদের রক্তক্ষরণ বা রক্তজমাট বাধার রোগ আছে তারা খুব সতর্ক ভাবে টিকা নিন। (PTI)
7/7দুটি টিকা নেওয়ার পরেই যে সব পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে সেগুলি হল ইনজেকশন যেখানে দেওয়া আছে সেখানটা ফুলে গেল, ব্যথা করতে লাগল, মাথা ব্য়থা, ক্লান্তি, শিহরন, বমি, ঠান্ডা লাগা, সর্দি-কাশি ইত্যাদি। এসব ক্ষেত্রে প্যারাসিটামল নেওয়ার কথা বলা হয়েছে।
অন্য গ্যালারিগুলি
No Network
Server Issue
Internet Not Available
Wait for it…
Log in to our website to save your bookmarks. It'll just take a moment.