ইতিমধ্যেই দেশজুড়ে ৫০টিরও বেশি শহরে এর সরবরাহ করা হচ্ছে।
1/5আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বাড়ানো হচ্ছে Sputnik V-এর বাণিজ্যিক উত্পাদন। সোমবার এক বিবৃতি মারফত জানালো ফার্মা সংস্থা ডঃ রেড্ডিজ ল্যাবরেটরি। রুশ করোনা টিকাটি ভারতে উত্পাদন করছে সংস্থা। ফাইল ছবি : রয়টার্স (Bloomberg)
2/5সফট লঞ্চ ও দ্রুত উত্পাদন কাঠামো বৃদ্ধির প্রক্রিয়াও জারি আছে বলে জানিয়েছে ডঃ রেড্ডিজ। সংস্থা জানিয়েছে, প্রাথমিকভাবে হায়দরাবাদে শুরু হলেও এখন দেশের বহু শহরে সরবরাহ করা হচ্ছে। ফাইল ছবি : ব্লুমবার্গ (Bloomberg)
3/5গত ১৪ মে সফট পাইলট লঞ্চ হিসাবে বাজারে আনা হয় স্পুটনিক ভি। ইতিমধ্যেই দেশজুড়ে ৫০টিরও বেশি শহরে এর সরবরাহ করা হচ্ছে। ফাইল ছবি : পিটিআই (Bloomberg)
4/5বিভিন্ন বৃহত্ বেসরকারি হাসপাতালের সঙ্গে এ বিষয়ে গাঁটছড়া বেঁধেছে ডঃ রেড্ডিজ ল্যাবরেটরিজ। সেখানে নিয়মিত স্পুটনিক ভি সরবরাহ করছে সংস্থা। ফাইল ছবি : রয়টার্স (Bloomberg)
5/5স্পুটনিক ভি ভারতে ছাড়পত্র পাওয়া প্রথম বিদেশি করোনা টিকা। ভারতীয় বাজারে এটি তৃতীয় কোভিড প্রতিষেধক। ছবি : টুইটার (Bloomberg)