বাংলা নিউজ >
ছবিঘর >
Zodiac Signs as daughter in law: শ্বশুরবাড়িতে কঠিন পরিস্থিতির মুখে পড়েও মন জিতে নেন এই রাশির মহিলারা! বলছে জ্যোতিষমত
Zodiac Signs as daughter in law: শ্বশুরবাড়িতে কঠিন পরিস্থিতির মুখে পড়েও মন জিতে নেন এই রাশির মহিলারা! বলছে জ্যোতিষমত
Updated: 19 Jul 2022, 03:00 PM IST
লেখক Sritama Mitra
দাম্পত্য প্রেম বিয়ের ক্ষেত্রে যতটা জরুরি, ততটাই জরুরি হল শ্বশুরালয়ের সকলের মন জয় করে নেওয়ার চ্যালেঞ্জ। তবে সবার মন কি জয় করা যায়! কিছু ক্ষেত্রে সমস্যা আসতেই থাকে। জ্যোতিষ মতে বলা হচ্ছে, বেশ কয়েকটি এমন রাশি রয়েছে, যার জাতিকারা শ্বশুরালয়ে প্রবেশের দিন থেকেই কড়া চ্যালেঞ্জের মুখে পড়ে।
1/6স্ত্রী হোন বা পুরুষ, বিয়ে যেকোনও ব্যক্তিত্বের কাছেই খুবই গুরুত্বের একটি দিক। বৈবাহিক জীবনের সম্পর্ক যতটা গভীর হয়, ততটাই আবেগে ঠাসা থাকে। সামান্য একটু ফাটলও এই সম্পর্কে বড়সড় ক্ষতি করে দিতে পারে। জ্যোতিষমত বলছে, সম্পর্কে ধরে রাখতে বেশ কয়েকটি গ্রহ নক্ষত্রের গতিবিধিও এক্ষেত্রে গুরুত্বের।
2/6দাম্পত্য প্রেম বিয়ের ক্ষেত্রে যতটা জরুরি, ততটাই জরুরি হল শ্বশুরালয়ের সকলের মন জয় করে নেওয়ার চ্যালেঞ্জ। তবে সবার মন কি জয় করা যায়! কিছু ক্ষেত্রে সমস্যা আসতেই থাকে। জ্যোতিষ মতে বলা হচ্ছে, বেশ কয়েকটি এমন রাশি রয়েছে, যার জাতিকারা শ্বশুরালয়ে প্রবেশের দিন থেকেই কড়া চ্যালেঞ্জের মুখে পড়ে।
3/6জ্যোতিষশাস্ত্র বলছে, তিনটি এমন রাশি রয়েছে যার জাতিকারা স্বামীর ঘর করতে গিয়ে নানান সমস্যার মুখে পড়েন। এই সমস্ত রাশির বিশেষ কিছু বৈশিষ্ট রয়েছে। তার বলেই তাঁরা নানান জটিলতা কাটিয়েও ওঠেন। তবে সমস্যার পাহাড় থামতে চায় না!
4/6কর্কট-কর্কট রাশির জাতিকারা খুবই খোলামেলা মনের। সকলের সঙ্গে ভাল সম্পর্ক রাখতে জানেন এঁরা। ফলে শ্বশুরবাড়িতে পা রেখেই অনেককেই আপন করে নিতে পারেন এঁরা। তবে জ্যোতিষ মতে, শ্বশুরবাড়ি গিয়ে এঁরা যে আশা রাখেন তা পূরণ হয়না অনেক সময়। ফলে সম্পর্কের জটিলতা, সমস্যা থেকে যায়। তবে, সাধারণত কর্কট রাশির জাতিকারা সহজে ছেড়ে দেন না ময়দান! সকলের মন জিতে তবেই এঁরা বাজিমাত করেন শ্বশুরবাড়িতে।
5/6মকর-সোজা কথা সোজাভাবে বলতে পছন্দ করেন মকর রাশির জাতিকারা। ফলে অনেকেই তাঁদের কথায় অসন্তুষ্ট হন। এই কারণেই শ্বশুরবাড়িতে এই রাশির জাতক জাতিকারা খুবই অস্বস্তি বোধ করেন। অনেকেই ভেবে বসেন এই মহিলারা রাগী, বা অহংকারী। আসলে এঁতের মধ্যে যে একটা নরম মন রয়েছে তা ভুল বোঝাবুঝির জন্য বেরিয়ে আসতে পারে না। তবে শেষে সব লড়াই জিতে নিতে জানেন মকর রাশির জাতিকারা!
6/6সিংহ-অনেকেই ভুল বোঝেন সিংহ রাশির জাতিকাদের। তাঁদের তেজ চিরাচরিত। তবে এঁদের মন খুবই পরিষ্কার। শ্বশুরালয়ে এঁরা বিনাকারণে পড়ে যান বিপদে। ফলে সমস্যা বেড়ে যেতেই থাকে। এঁরা বিবাহিত জীবনে পদে পদে সমস্যায় পড়েন। অনেক লড়াইয়ের পর শেষে জিতে নেন সকলের মন।’। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)