অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে দুরন্ত বোলিং করলেন জিম্বাবোয়ের রায়ান বার্ল। একাই নিলেন পাঁচ উইকেট। বার্লের এদিনের বিধ্বংসী বোলিং-এর কারণে ১৪১ রানেই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। এদিন মাত্র তিন ওভার বোলিং করেছিলেন রায়ান। অর্থাৎ ১৮ বলের মধ্যে পাঁচটি উইকেট শিকার করেন তিনি। এদিন রায়ানের শিকার হয়েছেন, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যাশটন আগার, ডেভিড ওয়ার্নার, মিচেল স্টার্ক ও জোশ হ্যাজেলউড।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ওভার বল করে ১০ রান দিয়ে পাঁচ উইকেট শিকার করে অনন্য নজির গড়লেন জিম্বাবোয়ের রায়ান বার্ল। একদিনের ম্যাচের সিরিজে ইতিমধ্যেই ২-০ এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। তার মাঝেই সিরিজের শেষ একদিনের ম্যাচে টস জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নিয়েছিল জিম্বাবোয়ে।
আরও পড়ুন… ৯ ফেব্রুয়ারি শুরু 2023 PSL, বাকিদের টেক্কা দিতে বাড়তে পারে ক্রিকেটারদের বেতন
এদিনের সিদ্ধান্ত যে ভুল ছিল না সেটাই প্রমাণ করলেন রায়ান। এদিন তিনি ৩ ওভার বল করলেন। ৩.৩৩ ইকোনমি রেটে ১০ রান দিয়ে পাঁচটি উইকেট তুলে নেন। এদিন মাত্র ৬ রানের জন্য ষতরান হাতছাড়া করেন ডেভিড ওয়ার্নার। ওয়ার্নারের ৯৪ রান বাদ দিলে এদিনের ম্যাচে সেভাবে কেউই রান পায়নি। গ্লেন ম্যাক্সওয়েল শুধু দুই অঙ্কের রান করতে সফল হয়েছিলেন।
আরও পড়ুন… PAK vs HK: পাকিস্তানের বিরুদ্ধে হংকং-এর অভিশপ্ত ৩৮, হল একের পর এক লজ্জার নজির
এদিন ২৬.৪ ওভারে প্রথম উইকেট পান রায়ান। ম্যাক্সওয়েলকে কট অ্যান্ড বোল্ড করেন বার্ল। এরপরে ২৭ তম ওভারের শেষ বলে অ্যাশটনকে নিজের শিকার করেন রায়ান। পরের ওভারে বল করতে এসে ফের সফল হন তিনি। ২৯তম ওভারের শেষ বলে এবার ওয়ার্নারকে ফেরান বার্ল। এরপরে ৩১তম ওভারে এসে মিচেল স্টার্ক ও হ্যাজেলউডকে সাজঘরের রাস্তা দেখান তিনি। এদিন বার্লের দুরন্ত বোলিং-এর কারণে ৩১ ওভারে মাত্র ১৪১ রানেই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।