৬৫ বলে ১৬৩ রান আদনানের, ৪ ওভারে শূন্য রানে ৪ উইকেট ইমরানের, পাকিস্তান একাদশ T20 ম্যাচ জিতল ২২৮ রানের ব্যবধানে
1 মিনিটে পড়ুন . Updated: 08 Jun 2022, 01:01 AM IST- T20 ক্রিকেটের ইতিহাসে এমন অবিশ্বাস্য ঘটনাবহুল ম্যাচ আগে কখন দেখা যায়নি।
২০ ওভারে ২৮৫ রান। ৬৫ বলে ১৬৩ রানের ধ্বংসাত্মক ব্যক্তিগত ইনিংস। রান তাড়া করতে নামা দল ৫৭ রানে অল-আউট। ৪ ওভারে কোনও রান খরচ না করে ৪ উইকেট। ২২৮ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জয়। কুয়েতে সিক্স নেশনস টি-২০ লিগে এমন পয়সা উসুল ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটবিশ্ব।
সুলাইবিয়া ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তান একাদশের বিরুদ্ধে মাঠে নামে কুয়েত একাদশ। টস জিতে শুরুতে ব্যাট করতে নামে পাকিস্তান একাদশ। তারা নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ২৮৫ রানের বিশাল ইনিংস গড়ে তোলে।
ওপেনার আদনান ইদ্রিস (যিনি আসলে কুয়েতের জাতীয় দলের ক্রিকেটার) পাকিস্তান একাদশের হয়ে ৯টি চার ও ১৬টি ছক্কার সাহায্যে ৬৫ বলে ১৬৩ রান করেন। তিনি ২৯ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। শতরানের গণ্ডি ছুঁয়ে ফেলেন ৪৫ বলে। এছাড়া মহম্মদ খালিদ করেন ৩৩ বলে ৫২ রান। ১১ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন এহসান উল হক।
পালটা ব্যাট করতে নেমে কুয়েত একাদশ ১৮.২ ওভারে ৫৭ রানে অল-আউট হয়ে যায়। বাস্তকি ফাহাদ দলের হয়ে সব থেকে বেশি ১৫ রান করেন। ৪ ওভারে কোনও রান খরচ না করে ৪টি উইকেট দখল করেন ইমরান আলি। তিনি ৪ ওভারই মেডেন নেন। ২২৮ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে পাকিস্তান একাদশ।