শুভব্রত মুখার্জি: অস্ট্রেলিয়ার টি-২০ বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে ছিটকে গিয়েছিল ভারতীয় দল। এরপর তাঁরা গিয়েছে নিউজিল্যান্ড সফরে। সেখানে টি-২০ সিরিজ খেলার পর বর্তমানে ওয়ানডে সিরিজ খেলতে গিয়েছে ভারতীয় দল। নিউজিল্যান্ড সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন এবং কেএল রাহুল সহ অভিজ্ঞ ক্রিকেটারদের। কোচ রাহুল দ্রাবিড় ও বিশ্রাম নিয়েছেন এই সিরিজ থেকে। তাঁরা সরাসরি যোগ দেবেন বাংলাদেশ সিরিজে। আর এই বিষয়টি নিয়েই এবার উষ্মা প্রকাশ করেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার অজয় জাদেজা।
আরও পড়ুন… ৩-৩ গোলে ড্র! কাতার বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পথে ক্যামেরুন ও সার্বিয়া
রাহুল দ্রাবিড়ের এই বিশ্রামের বিষয়টি নিয়ে তাঁকে কার্যত একহাত নিয়েছেন অজয় জাদেজা। ভারত বনাম নিউজিল্যান্ডের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ চলার সময়ে প্রাইম ভিডিয়োতে অজয় জাদেজা বলেন, ‘কোচেদের বিশ্রামের প্রয়োজন নেই।’ যার পরিপ্রেক্ষিতে উপস্থাপক গৌরব কাপুর প্রশ্ন করেন ‘না ? আমি জাস্ট জিজ্ঞাসা করছি।’ জাদেজা বিষয়টি নিয়ে ব্যাখ্যা করতে গিয়ে বলেন, ‘আইপিএলের সময়তো ২ থেকে আড়াই মাস ছুটি পাও। ওঁরা সবাই আমার বন্ধু। বিক্রম রাঠোর এবং আমার বন্ধুত্ব দীর্ঘদিনের। ভারতের একজন অন্যতম মহান ক্রিকেটার দ্রাবিড়। আমি সত্যি বলছি ওঁদের জন্য কোন অসম্মান আমার তরফ থেকে নেই। তবে এই কাজটা তো আপনি কয়েক বছর ধরে করছেন তাই না। ক্রিকেটারদের মতন তুমি তোমার সবটা নিংড়ে দিচ্ছ। সেই কারণেই আমার মনে হচ্ছে এটা বিশ্রাম নয় এর পিছনে অন্য কিছু রয়েছে।’
আরও পড়ুন… আমরা হিরে খুঁজতে গিয়ে কি সোনা হারাচ্ছি- ভারতীয় দল নিয়ে মহম্মদ কাইফের বড় প্রশ্ন
এরপরেই উপস্থাপক গৌরব কাপুর বলেন, ‘ব্যাপারটা তো সোজা তাই না! এক সময়ে দুটো জায়গায় থাকা যায় না তাই না। তুমি সুপারম্যান না হলে সেটা কখনো সম্ভব নয়।’ যার উত্তরে জাদেজা বলেন, ‘এমন কিছু ক্রিকেটার রয়েছেন যারা এখান থেকে সোজা বাংলাদেশ যাবেন। মাত্র ৪ দিনের তো ব্যবধান রয়েছে।’ যার উত্তরে কাপুর বলেন, ‘এই দেখুন অজয় জাদেজাকে বোঝানাটা সম্ভব নয়। ওনার কাছে বৈধ কাউন্টার পয়েন্ট রয়েছে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।