নাজিবুল্লাহ জাদরানের ঝড়ে উড়ে গেল বাংলাদেশ, প্রথম দল হিসেবে সুপার ৪-এ উঠল আফগানিস্তান। ২০২২ এশিয়া কাপ-এর তৃতীয় ম্যাচটি মঙ্গলবার আফগানিস্তান এবং বাংলাদেশ এর মধ্যে খেলা হয়েছিল। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘বি’ গ্রুপের এই ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে দিল আফগানিস্তান। এরফলে আফগানিস্তান প্রথম দল হিসেবে চলতি এশিয়া কাপের সুপার ফোরে উঠল। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়েছিল আফগানিস্তান।
এদিন মসাদ্দেক হোসেনের অপরাজিত ৪৮ রানের সাহায্যে বাংলাদেশ ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১২৭ রান করেছিল। জবাবে আফগানিস্তান ৯ বল বাকি থাকতে ৩ উইকেট হারিয়ে নিজেদের লক্ষ্য অর্জন করে নেয়।
আরও পড়ুন… জাদেজাকে চার নম্বরে পাঠিয়ে কি জুয়া খেলেছিল টিম ইন্ডিয়া! কী বললেন মঞ্জরেকর?
আফগানিস্তানের হয়ে ইব্রাহিম জাদরান অপরাজিত ৪২ ও নাজিবুল্লাহ জাদরান অপরাজিত ৪৩ রান করেন। দুই ব্যাটসম্যানের মধ্যে চতুর্থ উইকেটে ৩৩ বলে ৬৯ রানের ম্যাচ জেতানো জুটি গড়ে ছিল। ইব্রাহিম ৪১ বলে চারটি চার এবং নাজিবুল্লাহ ১৭ বলে একটি চার ও ছয়টি ছক্কা মারেন। মসাদ্দেক হোসেনের বলে ছক্কা মেরে আফগানিস্তানকে জয় এনে দেন নাজিবুল্লাহ। তিনি ছাড়াও ২৩ রান করেন হজরতুল্লাহ জাজাই।
আরও পড়ুন… Asia Cup: মুজিব-রশিদের ঘূর্ণিতে বিপর্যস্ত বাংলাদেশ, এশিয়া কাপে ২য় জয় আফগানদের
এদিনের ম্যাচ জিতিয়ে নাজিবুল্লাহ জাদরান বলেন, ‘উইকেটটা একটু লো ছিল তাই সোজা খেলার চেষ্টা করেছি। সেট হওয়ার জন্য আমি কয়েকটি বল নিয়েছিলাম এবং তারপরে আমার স্বাভাবিক খেলা খেলেছিলাম। আমি বাউন্ডারির দিকে তাকাই না। আমি শুধু বোলারের দিকে তাকিয়ে হিট করতে চাই।’ এদিন ২৫২.৯৪ স্ট্রাইক রেটে রান করেছেন নাজিবুল্লাহ। ১৭ বলে ৪৩ রানের ইনিংস খেলেন। যার মধ্যে তিনি ছয়টি ছক্কা ও একটি চার হাঁকিয়েছিলেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।