বাংলা নিউজ > ময়দান > Asia Cup 2022: ছক্কা মারার সময়ে শুধু বোলারকে আর বলকে দেখি! ম্যাচ জিতিয়ে অকপট নাজিবুল্লাহ

Asia Cup 2022: ছক্কা মারার সময়ে শুধু বোলারকে আর বলকে দেখি! ম্যাচ জিতিয়ে অকপট নাজিবুল্লাহ

আফগানিস্তান বনাম বাংলাদেশের ম্যাচ (ছবি-এপি) (AP)

এদিনের ম্যাচ জিতিয়ে নাজিবুল্লাহ জাদরান বলেন, ‘উইকেটটা একটু লো ছিল তাই সোজা খেলার চেষ্টা করেছি। সেট হওয়ার জন্য আমি কয়েকটি বল নিয়েছিলাম এবং তারপরে আমার স্বাভাবিক খেলা খেলেছিলাম। আমি বাউন্ডারির দিকে তাকাই না। আমি শুধু বোলারের দিকে তাকিয়ে হিট করতে চাই।’

নাজিবুল্লাহ জাদরানের ঝড়ে উড়ে গেল বাংলাদেশ, প্রথম দল হিসেবে সুপার ৪-এ উঠল আফগানিস্তান। ২০২২ এশিয়া কাপ-এর তৃতীয় ম্যাচটি মঙ্গলবার আফগানিস্তান এবং বাংলাদেশ এর মধ্যে খেলা হয়েছিল। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘বি’ গ্রুপের এই ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে দিল আফগানিস্তান। এরফলে আফগানিস্তান প্রথম দল হিসেবে চলতি এশিয়া কাপের সুপার ফোরে উঠল। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়েছিল আফগানিস্তান।

এদিন মসাদ্দেক হোসেনের অপরাজিত ৪৮ রানের সাহায্যে বাংলাদেশ ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১২৭ রান করেছিল। জবাবে আফগানিস্তান ৯ বল বাকি থাকতে ৩ উইকেট হারিয়ে নিজেদের লক্ষ্য অর্জন করে নেয়।

আরও পড়ুন… জাদেজাকে চার নম্বরে পাঠিয়ে কি জুয়া খেলেছিল টিম ইন্ডিয়া! কী বললেন মঞ্জরেকর?

আফগানিস্তানের হয়ে ইব্রাহিম জাদরান অপরাজিত ৪২ ও নাজিবুল্লাহ জাদরান অপরাজিত ৪৩ রান করেন। দুই ব্যাটসম্যানের মধ্যে চতুর্থ উইকেটে ৩৩ বলে ৬৯ রানের ম্যাচ জেতানো জুটি গড়ে ছিল। ইব্রাহিম ৪১ বলে চারটি চার এবং নাজিবুল্লাহ ১৭ বলে একটি চার ও ছয়টি ছক্কা মারেন। মসাদ্দেক হোসেনের বলে ছক্কা মেরে আফগানিস্তানকে জয় এনে দেন নাজিবুল্লাহ। তিনি ছাড়াও ২৩ রান করেন হজরতুল্লাহ জাজাই।

আরও পড়ুন… Asia Cup: মুজিব-রশিদের ঘূর্ণিতে বিপর্যস্ত বাংলাদেশ, এশিয়া কাপে ২য় জয় আফগানদের

এদিনের ম্যাচ জিতিয়ে নাজিবুল্লাহ জাদরান বলেন, ‘উইকেটটা একটু লো ছিল তাই সোজা খেলার চেষ্টা করেছি। সেট হওয়ার জন্য আমি কয়েকটি বল নিয়েছিলাম এবং তারপরে আমার স্বাভাবিক খেলা খেলেছিলাম। আমি বাউন্ডারির দিকে তাকাই না। আমি শুধু বোলারের দিকে তাকিয়ে হিট করতে চাই।’ এদিন ২৫২.৯৪ স্ট্রাইক রেটে রান করেছেন নাজিবুল্লাহ। ১৭ বলে ৪৩ রানের ইনিংস খেলেন। যার মধ্যে তিনি ছয়টি ছক্কা ও একটি চার হাঁকিয়েছিলেন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

জয়সূর্যের সঙ্গে লঙ্কা বোর্ডের নতুন চুক্তি! তারকার হাতেই দলের কোচিং দায়িত্ব ধর্ষণকে ‘বিচ্ছিন্ন’ ঘটনা বলে বিতর্কে, পুজো উদ্বোধনে গিয়ে সৌরভ বললেন, ‘এই শেষ…’ 'টেক্কায় আইটেম সং আছে?' প্রশ্ন শুনেই হেসে খুন দেব! কেন বললেন, ‘ভুল জায়গায়…’ সিজন চেঞ্চের সর্দি-কাশির মুশকিল আসান শিউলি, মেকআপেও হয় ব্যবহৃত! পুজোয় ৬ দিন বাণিজ্য বন্ধ থাকবে হিলি স্থলবন্দরে, আলু পেঁয়াজের দাম বাড়ার আশঙ্কা চুপি চুপি বিয়ে সারলেন 'আলোর কোলে'র 'আলো' অভিনেত্রী স্বীকৃতি মজুমদার, পাত্র কে? করণের বিরুদ্ধে অভিযোগ এনেই সাফাই ভাসান বালার! বললেন, ‘গাঙ্গুবাইয়ের পর থেকে…’ এবার পুজোয় অষ্টমীর তারিখ নিয়ে আছে বিভ্রান্তি, জেনে নিন সঠিক দিনক্ষণ ও শুভ সময় হাসপাতালে রতন টাটা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কারণ জানালেন নিজেই ইতিহাস গড়লেন হার্দিক, কোহলির থেকে ছিনিয়ে নিলেন ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতানোর নজির

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.