শুভব্রত মুখার্জি: ভারত এবং পাকিস্তান দুই দেশের সম্পর্ক এখন প্রায় তলানিতে ঠেকেছে। দুই দেশের মধ্যে রাজনৈতিক এবং কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটেছে। যার প্রভাব পড়েছে ক্রীড়া জগতেও। ক্রিকেটও তার ব্যতিক্রম নয়। সম্প্রতি এশিয়া কাপের আয়োজন পাকিস্তান হবে কি হবে না সেই নিয়ে সম্পর্কের অবনতি ঘটেছে। ভারত, পাকিস্তানে এসে এশিয়া কাপ খেলতে না চাওয়ার ফলে জটিলতা বেড়েছে। এমন আবহে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামাম উল হক বিস্ফোরক মন্তব্য করেছেন। তার বক্তব্য আমাদেরও উচিত ওই দেশে (ভারত) গিয়ে না খেলা।
প্রসঙ্গত প্রথমে এশিয়া কাপের আয়োজন হওয়ার কথা ছিল পাকিস্তানে। ভারতীয় ক্রিকেট বোর্ডের আপত্তিতে এশিয়া কাপের ভবিষ্যত নিয়েই প্রশ্ন উঠে যায়। এরপরেই পিসিবির তরফে একাধিক প্রস্তাব দেওয়া হয়, একাধিক পদক্ষেপ করা হয়। যাতে পিসিবি এই টুর্নামেন্টের আয়োজন করতে পারে। পিসিবির চেয়ারম্যান নাজম শেঠির তরফেও বলা হয় নিরপেক্ষ ভেন্যু আরব আমিরশাহি অথবা ইংল্যান্ডে যাতে করে আয়োজন করা যায় এই টুর্নামেন্ট। তবে সেই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। ফলে এশিয়া কাপ আদৌ আয়োজন হবে কি হবে না তা নিয়েই প্রশ্ন রয়েছে।
এমন আবহেই পেশোয়ার জালমি দ্বারা আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ইনজামাম উল হক মন্তব্য করেছেন, 'দেখুন আমার স্পষ্ট বক্তব্য ক্রিকেটটা যেখানেই খেলা হোক না কেন সেখানে গিয়ে অবশ্যই খেলা উচিত। এটা আমি শুধু মাত্র পাকিস্তানকে বলছি না। আমি সমস্ত দেশকে এই বার্তাটা দিচ্ছি। এই যে এশিয়া কাপটা হওয়ার কথা রয়েছে এটা তো শুধু পাকিস্তানের একার টুর্নামেন্ট নয় তাই না। এটা তো এশিয়ার পর্যায়ের একটা টুর্নামেন্ট। এটা যেখানেই খেলা হোক না কেন সমস্ত দল যাতে খেলতে আসে সেটা নিশ্চিত করা উচিত। কোনও দল যদি আমাদের দেশে এসে খেলতে না চায়, তাহলে আমাদেরও তাদের দেশে খেলতে যাওয়া উচিত নয়। সেক্ষেত্রে আমরা কোনও নিরপেক্ষ ভেন্যুতে খেলতে পারি। তবে খেলব না এটা বলাটা কখনও ঠিক নয়।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।