বাংলা নিউজ > ময়দান > Asia Cup 2023: কোহলিরা পাকিস্তানে না এলে বাবরদেরও ভারতে যাওয়া উচিত নয়, বার্তা ইনজামামের

Asia Cup 2023: কোহলিরা পাকিস্তানে না এলে বাবরদেরও ভারতে যাওয়া উচিত নয়, বার্তা ইনজামামের

ইনজামাম উল হক

ভারত, পাকিস্তানে এসে এশিয়া কাপ খেলতে না চাওয়ার ফলে জটিলতা বেড়েছে। এমন আবহে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামাম উল হক বিস্ফোরক মন্তব্য করেছেন। তার বক্তব্য আমাদেরও উচিত ওই দেশে (ভারত) গিয়ে না খেলা।

শুভব্রত মুখার্জি: ভারত এবং পাকিস্তান দুই দেশের সম্পর্ক এখন প্রায় তলানিতে ঠেকেছে। দুই দেশের মধ্যে রাজনৈতিক এবং কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটেছে। যার প্রভাব পড়েছে ক্রীড়া জগতেও। ক্রিকেটও তার ব্যতিক্রম নয়। সম্প্রতি এশিয়া কাপের আয়োজন পাকিস্তান হবে কি হবে না সেই নিয়ে সম্পর্কের অবনতি ঘটেছে। ভারত, পাকিস্তানে এসে এশিয়া কাপ খেলতে না চাওয়ার ফলে জটিলতা বেড়েছে। এমন আবহে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামাম উল হক বিস্ফোরক মন্তব্য করেছেন। তার বক্তব্য আমাদেরও উচিত ওই দেশে (ভারত) গিয়ে না খেলা।

প্রসঙ্গত প্রথমে এশিয়া কাপের আয়োজন হওয়ার কথা ছিল পাকিস্তানে। ভারতীয় ক্রিকেট বোর্ডের আপত্তিতে এশিয়া কাপের ভবিষ্যত নিয়েই প্রশ্ন উঠে যায়। এরপরেই পিসিবির তরফে একাধিক প্রস্তাব দেওয়া হয়, একাধিক পদক্ষেপ করা হয়। যাতে পিসিবি এই টুর্নামেন্টের আয়োজন করতে পারে। পিসিবির চেয়ারম্যান নাজম শেঠির তরফেও বলা হয় নিরপেক্ষ ভেন্যু আরব আমিরশাহি অথবা ইংল্যান্ডে যাতে করে আয়োজন করা যায় এই টুর্নামেন্ট। তবে সেই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। ফলে এশিয়া কাপ আদৌ আয়োজন হবে কি হবে না তা নিয়েই প্রশ্ন রয়েছে।

এমন আবহেই পেশোয়ার জালমি দ্বারা আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ইনজামাম উল হক মন্তব্য করেছেন, 'দেখুন আমার স্পষ্ট বক্তব্য ক্রিকেটটা যেখানেই খেলা হোক না কেন সেখানে গিয়ে অবশ্যই খেলা উচিত। এটা আমি শুধু মাত্র পাকিস্তানকে বলছি না। আমি সমস্ত দেশকে এই বার্তাটা দিচ্ছি। এই যে এশিয়া কাপটা হওয়ার কথা রয়েছে এটা তো শুধু পাকিস্তানের একার টুর্নামেন্ট নয় তাই না। এটা তো এশিয়ার পর্যায়ের একটা টুর্নামেন্ট। এটা যেখানেই খেলা হোক না কেন সমস্ত দল যাতে খেলতে আসে সেটা নিশ্চিত করা উচিত। কোনও দল যদি আমাদের দেশে এসে খেলতে না চায়, তাহলে আমাদেরও তাদের দেশে খেলতে যাওয়া উচিত নয়। সেক্ষেত্রে আমরা কোনও নিরপেক্ষ ভেন্যুতে খেলতে পারি। তবে খেলব না এটা বলাটা কখনও ঠিক নয়।'

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

বৃহস্পতি হয়েছেন বক্রী, ৫ রাশির বাড়বে টানাপোড়েন, আর্থিক অবস্থার হবে অবনতি কোজাগরী লক্ষ্মী পুজোর তারিখ নিয়ে রয়েছে বিভ্রান্তি, জেনে নিন সঠিক দিনক্ষণ তিথি ডিসেম্বর থেকে মহিলাদের আড়াই হাজার, বড় সিদ্ধান্তের পথে ঝাড়খণ্ড, বাংলায় কবে? কার্নিভালে বাধা দেব না, দ্রোহও চলবে, হাইকোর্টের নির্দেশে ‘গান্ধীবাদী’ ডাক্তাররা? BPL 2025 Players Draft: চিটাগংয়ে শাকিব, ঢাকায় মুস্তাফিজুর-লিটন! কে গেল কোন দলে? মাঝরাতে গালাগালি দিচ্ছে ঘর পরিষ্কারের রোবট, তাড়া করছে কুকুরকে,হ্যাকারদের কীর্তি কৃষ্ণনগরে দুর্গাপুজোর ভাসানে তুমুল ইটবৃষ্টি, আহত ২, আটক ১, অশান্তি চরমে ‘আমাকে হুমকি দেওয়া হয়েছে গ্রেফতার করার….’, শাসকের থ্রেট কালচার নিয়ে ফোঁস মেহুলির পিছিয়ে গেল আনোয়ার আলির মামলার শুনানি! ডার্বিতে খেলবেন মোহনবাগানের প্রাক্তনী ধনীর তালিকায় প্ৰথম মুকেশ আম্বানি, নাম নেই স্বর্গীয় রতন টাটার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.