১০২ তম পদক জিতল ভারতের পুরুষ ক্রিকেট দল। ফাইনালে আফগানিস্তানের বিরুদ্ধে খেলাটি বৃষ্টির জন্য শুরু করা যায়নি। র্যাঙ্কিং-এর বিচারে সোনা জেতে রুতুরাজ গায়কোয়াড়রা।
India vs Afghanistan Live Score Update- সোনা জিতল ভারত
মহিলাদের পরে পুরুষদের ক্রিকেটেও সোনা জিতল ভারত। এদিন বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায়। খেলা শুরু করা যায়নি। তবে শেষ পর্যন্ত র্যাঙ্কিং-এর বিচারে সোনা জেতে ভারত।
India vs Afghanistan Live Score Update- বৃষ্টির জন্য খেলা বন্ধ
১৮.২ ওভারে আফগানিস্তান স্কোর বোর্ডে তুলল ১১২/৫ রান। বৃষ্টির কারণে খেলা বন্ধ করা হল।
India vs Afghanistan Live Score Update- ১৮ ওভারে ১০৯/৫
আর্শদীপ সিং-এর ওভারে ১১ রান নিল আফগানিস্তান। পাঁচ উইকেট হারিয়ে ১০৯ রান নিল আফগান ব্যাটার।
India vs Afghanistan Live Score Update- ১০০ টপকাল আফগানিস্তান
১০০ টপকাল আফগানিস্তান।
India vs Afghanistan Live Score Update- ১৭ ওভারে ৯৮/৫
১০০ রানের দিকে এগিয়ে চলেছে আফগানিস্তান। বাকি তিন ওভারে কী হয় সেটাই দেখার।
India vs Afghanistan Live Score Update- ১৫ ওভারে ৮৬/৫
কমল ৩৪ বলে ৪১ রান করে খেলছেন। শেষ পাঁচ ওভারে কত রান ওঠে সেটাই দেখার।
India vs Afghanistan Live Score Update- ১৩ ওভারে ৭০/৫
শাহবাজের এই ওভারে আফগানিস্তান ১১ রান নিল। একটা ছক্কা ও একটি চার হাঁকালেন কামাল।
India vs Afghanistan Live Score Update- ১১ ওভারে ৫৩/৫
১১তম ওভারে ৫৩ রানে পাঁচ উইকেট হারাল আফগানিস্তান। এই ওভারে তিন রান দিলেন শাহবাজ আহমেদ।
India vs Afghanistan Live Score Update- আফগানিস্তানের পঞ্চম উইকেটের পতন
১০.৫ ওভারে পঞ্চম উইকেট হারাল আফগানিস্তান। করিম জানাতকে বোল্ড করলেন শাহবাজ আহমেদ।
India vs Afghanistan Live Score Update- দশ ওভারে ৫০/৪
১০ ওভারে ৫০ রান টপকাল আফগানিস্তান। তবে এর মাঝে তারা চারটি উইকেট হারিয়েছে।
India vs Afghanistan Live Score Update- আফগানিস্তানের চতুর্থ উইকেটের পতন
উইকেট পেলেন রবি বিষ্ণোই। ম্যাচে নিজের প্রথ উইকেট শিকার করলেন রবি। জাজাইকে ১৫ রানে ফেরালেন তিনি। ৯.৪ ওভারে ৪৯ রানের মাথায় চতুর্থ উইকেট হারাল আফগানিস্তান।
India vs Afghanistan Live Score Update- নয় ওভারে ৪৭/৩
ধীরে ধীরে রানকে এগিয়ে নিয়ে যাচ্ছেন শাইদুল্লাহ কামাল ও আফসার জারারি।
India vs Afghanistan Live Score Update- সাত ওভারে ৩৮/৩
শাহবাজের এই ওভারটিও বেশ বড় হয়েছে। এই ওভারে ১১ রান নিল আফগানিস্তান।
India vs Afghanistan Live Score Update- ছয় নম্বর ওভার ২৭/৩
এখনও পর্যন্ত সবথেকে সফল ওভার খেলেছে আফগানিস্তান। ওয়াশিংটন সুন্দরের এই ওভারে ১১ রান করেছে আফগানিস্তান।
India vs Afghanistan Live Score Update- পঞ্চম ওভার ১৬/৩
এই ওভারে সাই কিশোর মাত্র তিন রান খরচ করলেন। পাঁচ ওভারের শেষ আফগানিস্তানের স্কোর ১৬/৩ রান।
India vs Afghanistan Live Score Update- চতুর্থ ওভার ১৩/৩
ওয়াশিংটন সুন্দরের এই ওভারে তিন রান নিল আফগানিস্তান। তবে এর মাঝেই একটি উইকেট হারিয়ে তারা।
India vs Afghanistan Live Score Update- তৃতীয় উইকেটের পতন
নুর আলিকে রানআউট করলেন রবি বিষ্ণোই। দারুণ কালেক্ট করে রানআউট সম্পন্ন করলেন জিতেশ শর্মা। ১২ রানের মধ্যে তিন উইকেট হারিয়েছে আফগানিস্তান।
India vs Afghanistan Live Score Update- তৃতীয় ওভার ১০/২
তিন ওভারেই দুই উইকেট হারাল আফগানিস্তান। নিজের দ্বিতীয় ওভারে পাঁচ রান দিয়ে এক উইকেট নিলেন তিনি।
India vs Afghanistan Live Score Update- দ্বিতীয় উইকেটের পতন
মহম্মদ সাহাজাদকে ফেরালেন আর্শদীপ জিতেশ শর্মার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি।
India vs Afghanistan Live Score Update- দ্বিতীয় ওভার ৫/১
শিবমের সফল ওভার। এই ওভারে চার রান দিয়ে এক উইকেট নিলেন শিবম দুবে।
India vs Afghanistan Live Score Update- প্রথম উইকেটের পতন
আফগানিস্তানের প্রথম উইকেটের পতন। শিবম দুবের বলে আর্শদীপের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন জুবেইদ আকবারি। ৮ বলে ৫ রান করলেন তিনি।
India vs Afghanistan Live Score Update- প্রথম ওভার ১/০
প্রথম ওভারে মাত্র এক রান দিলেন আর্শদীপ সিং। দারুণ শুরু করল ভারত।
India vs Afghanistan Live Score Update- ব্যাট করতে নেমেছে আফগানিস্তান
ইনিংসের প্রথম বলটি করতে এলেন আর্শদীপ সিং। ব্যাট করতে নেমেছে আফগানিস্তান।
India vs Afghanistan Live Score Update- টস জিতল ভারত
টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিল ভারত। প্রথমে ব্যাট করতে নামবে আফগানিস্তান।
India vs Afghanistan Live Score Update- ম্যাচ শুরু হবে ১১.৫০ মিনিটে
ম্যাচ শুরু হবে ১১.৫০ মিনিটে। টস করতে মাঠে নামলেন দুই দলের অধিনায়ক।
India vs Afghanistan Live Score Update- বৃষ্টির কারণে ম্যাচ শুরু হতে একটু দেরি হচ্ছে
বৃষ্টির কারণে ম্যাচ শুরু হতে একটু দেরি হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই টসের আয়োজন করা হবে।
India vs Afghanistan Live Score Update- বৃষ্টি হলে কী হবে?
এই ম্যাচে যদি বৃষ্টি হয়, তাহলে খেলাটি আয়োজন করা নাও যেতে পারে। এমন অবস্থায় প্রশ্ন হল, যদি খেলাটি ভেস্তে যায় তাহলেকারা সোনা জিতবে। কাদের ভাগ্যে যাবে রুপোর পদক। আসলে এটা হয়তো আগে থেকেই ঠিক হয়ে গিয়েছে। কারণ যদি কোনও কারণে ম্যাচ যদি আয়োজন করা না যায়, তাহলে সোনা জিতবে ভারত। রুপো পাবে আফগানিস্তান। এর কারণ হল র্যাঙ্কিং-এ এগিয়ে রয়েছে ভারত। তার বিচারেই খেলা না হলেও সোনা জিতবে ভারত।
India vs Afghanistan Live Score Update- HT বাংলার লাইভ ব্লগে আপনাকে স্বাগত
মেয়েদের ক্রিকেটে সোনার পদকও জিতেছে ভারত। ইতিহাসে নাম লিখিয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। এ বার সুযোগ রুতুরাজ গায়কোয়াড়দের সামনেও। কোয়ার্টার ফাইনাল খেলেছে ভারত। নেপালকে হারিয়ে সহজেই সেমিফাইনালেও ওঠে ভারত। শেষ চারে বাংলাদেশের বিরুদ্ধেও দাপুটে জয়। ফাইনালে সামনে আফগানিস্তান।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।