শনিবার (৭ অক্টোবর) এশিয়ান গেমস ২০২৩-এ ইতিহাস তৈরি করেছে ভারত। চিনের হ্যাংঝুতে চলতি এশিয়ান গেমসে ভারত এখনও পর্যন্ত ১০০টি পদক জিতেছে। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি বার্তা দিয়েছেন। এই ঐতিহাসিক অর্জনের জন্য মহিলা কাবাডি দল এবং দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবারের এশিয়ান গেমসে ১০০ পদক পেরিয়ে যাওয়ার লক্ষ্য রেখেছিল ভারত। যা সফলভাবে অর্জিত হয়েছে।
সোশ্যাল মিডিয়া ‘এক্স’-এ পোস্ট করার সময়, প্রধানমন্ত্রী মোদী লিখেছেন যে, ‘এশিয়ান গেমসে ভারত একটি বড় কৃতিত্ব অর্জন করেছে। ভারতের জনগণ রোমাঞ্চিত যে আমরা ১০০টি পদকের মাইলফলক ছুঁয়েছি। এই উপলক্ষে, আমি আমাদের ক্রীড়াবিদদের আন্তরিক অভিনন্দন জানাই, যাদের প্রচেষ্টায় ভারত এই ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে। তাদের দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই আজ আমরা গর্বিত বোধ করছি।’ তিনি আরও লিখেছেন, ‘আমাদের ক্রীড়াবিদদের সঙ্গে আলাপচারিতার জন্য উন্মুখ।’ খেলোয়াড়দের সঙ্গে মঙ্গলবার দেখা করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মহিলা কাবাডি দলের সোনা জয়ের পরে, ২৫টি সোনার পদক নিয়ে ভারতের পদক সংখ্যা ১০০ ছুঁয়েছে। ভারতীয় মহিলা কাবাডি দলের এটি তৃতীয় শিরোপা। গতবার জাকার্তায় রুপোর পদক জিতেছিল তারা। ফাইনাল ম্যাচে চাইনিজ তাইপেই খুব কঠিন চ্যালেঞ্জ দিলেও ভারত এক পয়েন্টে ম্যাচটি জিতে নেয় এবং সোনার পদক নিশ্চিত করে। এশিয়ান গেমসের ইতিহাসে এখন পর্যন্ত ভারতের সেরা পারফরম্যান্স। ভারতের ভাগ্যবান ১০০তম পদক এসেছে কাবাডি থেকে। ভারতীয় ক্রীড়ার ইতিহাসে এটি দ্বিতীয়বার যে বহু-ক্রীড়া ইভেন্টে ভারতের পদক সংখ্যা ১০০ পেরিয়েছে। এর আগে ২০১০ সালে দিল্লিতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে ১০১টি পদক জিতেছিল ভারত। হ্যাংঝুতে ভারত সেই ১০১ পদক জয়ের রেকর্ডও ভেঙে দেবে বলে আশা করা হচ্ছে।
২০২৩ এশিয়ান গেমসের ১৪ তম দিনে ইতিহাস তৈরি করেছে ভারত। ৭ অক্টোবর, ২০২৩ শনিবার ভারতের পদক সংখ্যা ১০০ ছুঁয়েছে। মহিলা কাবাডি দল দেশের জন্য ঐতিহাসিক ১০০তম পদকটি জিতেছে। এটি একটি স্বর্ণপদক। এর আগে, মাত্র ১৭ বছর বয়সি তিরন্দাজ অদিতি গোপীচাঁদ স্বামী ১৪তম দিনে ভারতের পদকের অ্যাকাউন্ট খোলেন। এশিয়ান গেমসে প্রথমবারের মতো ১০০ পদকের অঙ্ক ছুঁয়েছে ভারত। ভারতীয় মহিলা কাবাডি দল চাইনিজ তাইপেকে হারিয়ে ভারতকে তার ১০০তম পদকটি এনে দিয়েছে। ভারতের এই ১০০টি পদকের মধ্যে ২৫টি স্বর্ণপদকও রয়েছে। এছাড়াও ভারত এখনও পর্যন্ত ৩৫টি রুপো এবং চল্লিশটি ব্রোঞ্জ পদক জিতেছে। মহিলা দল রোমাঞ্চকর ফাইনালে চাইনিজ তাইপেকে ২৬-২৫ পয়েন্টে পরাজিত করেছে। আজ পুরুষ কাবাডি দলও স্বর্ণপদকের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে। এছাড়া পুরুষ ক্রিকেট দলও সোনার জয়ের ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে। এর আগেও সোনা জিতেছে মহিলা ক্রিকেট দল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।