বাংলা নিউজ > ময়দান > এশিয়ান গেমস ২০২৩ > IND Women vs BAN Women, Asian Games: আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম, বাংলাদেশের বিরুদ্ধে ভারত কি একাদশ বদলাবে?

IND Women vs BAN Women, Asian Games: আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম, বাংলাদেশের বিরুদ্ধে ভারত কি একাদশ বদলাবে?

সোনা জয়ের লড়াইয়ে পৌঁছানোর থেকে এক ধাপ দূরে ভারতের মেয়েরা।

 ভারত-বাংলাদেশ সেমিফাইনাল ম্যাচটিও কি বৃষ্টিতে ভেস্তে যাবে? মালয়েশিয়ার বিরুদ্ধে ভারতের কোয়ার্টার ফাইনাল ম্যাচে এক ইনিংস খেলার পর বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গিয়েছিল। বাংলাদেশ আবার হংকংয়ের বিরুদ্ধে খেলতে নামতেই পারেনি। তবে দুই দলই আইসিসি ক্রমতালিকায় উপরের দিকে থাকার কারণে সেমিতে উঠেছে।

ভারতীয় মহিলা ক্রিকেট দল তাদের অভিষেক অভিযানে এশিয়ান গেমসের স্বর্ণপদক ম্যাচে লড়াইয়ে পৌঁছানোর থেকে আর এক ধাপ দূরে। শীর্ষস্থানীয় লড়াইয়ের জন্য নিজেদের জায়গা নিশ্চিত করতে ভারতকে সেমিফাইনালে বাংলাদেশকে হারাতে হবে। দুই পাওয়ার হাউস দলের মধ্যে ম্যাচটি ২৪ সেপ্টেম্বর হ্যাংঝুতে জেডজেইউটি ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হবে।

এশিয়ান গেমসের বাছাইপর্বে ভারত অংশ নেয়নি। ভারত ছাড়াও শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ সরাসরি কোয়ার্টার ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করেছে। এশিয়ান গেমসের উদ্বোধনী ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে দ্য উইমেন্স ইন ব্লু এক ইনিংস খেলেই সেমিফাইনালে পৌঁছে গিয়েছে। কারণ দ্বিতীয় ইনিংসের খেলা বৃষ্টিতে ভেস্তে গিয়েছে।

স্মৃতি মন্ধনার নেতৃত্বাধীন ভারতীয় দল কোয়ার্টার ফাইনালে প্রথমে ব্যাট করে ১৫ ওভারে ১৭৩ রান করে। বৃষ্টি ওভার কমে গিয়েছিল। ওপেনার শেফালি বর্মা ভারতের পক্ষে সর্বোচ্চ রান করেন। ৩৯ বলে ঝোড়ো ৬৭ রান করেন তিনি। জেমিমা রডরিগেজ ৪৭ রানে অপরাজিত থাকেন। উইকেটরক্ষক-ব্যাটার রিচা ঘোষও তাঁর বিগ-হিট করার ক্ষমতা প্রদর্শন করেছেন এবং মাত্র ৭ বলে ২১ রানের দুরন্ত ইনিংস খেলেন। মালয়েশিয়া রান তাড়া শুরু করার ঠিক পরেই মুষলধারে বৃষ্টি নামে। খেলাটা বাতিল হয়ে যায়। এশিয়ান গেমসের নিয়ম অনুযায়ী, আইসিসি ক্রমতালিকায় উপরের দিকে থাকার কারণে ভারত সেমিতে পৌঁছে যায়।

আরও পড়ুন: কোহলি, রোহিত, ওয়ার্নাররা থাকলেও বাবরের লেভেলই আলাদা- বিশ্বকাপে পাক অধিনায়কই বাজি গম্ভীরের

হংকংয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের তো টানা বৃষ্টির কারণে খেলতেই নামতে পারেনি। একটি বলও না খেলে আইসিসি ক্রমতালিকায় উপরের দিকে থাকার কারণে বাংলাদেশ সেমিতে পৌঁছে যায়।

পিচ রিপোর্ট

হ্যাংঝুতে জেডজেইউটি ক্রিকেট মাঠের উইকেট এশিয়ান গেমসের আগে থেকেই ব্যাটসম্যানদের জন্য অনুকূল ছিল। ভারতীয় মহিলা দল এই ভেন্যুতে তাদের কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলেছিল এবং ব্যাটিং করার সময় স্বাচ্ছন্দ্য বোধ করেছিল। পিচ একই থাকবে বলে আশা করা হচ্ছে। কিন্তু মেঘলা অবস্থা পিচকে কিছুটা ধীরগতির করে দিতে পারে। সেক্ষেত্রে, মধ্য ওভারে স্পিনাররা কাজে আসতে পারে, অন্যদিকে পেসারদের সাফল্য পেতে কঠোর সংগ্রাম করতে হবে।

আরও পড়ুন: নিয়মিত সুযোগ পান না দলে, ৫ উইকেট নিয়ে কৌশলী উত্তর শামির

আবহাওয়ার রিপোর্ট

২৪ সেপ্টেম্বর হ্যাংঝুতে আবহাওয়া মেঘলা থাকবে বলে আশা করা হচ্ছে। তবেে ভারত এবং বাংলাদেশের মধ্যে এশিয়ান গেমসের সেমিফাইনাল ম্যাচটিতে বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। তাপমাত্রা প্রায় ২২ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। যেখানে আর্দ্রতা প্রায় ৮০-৯৩ শতাংশ হতে পারে বলে আশা করা হচ্ছে। ২০-ওভারের সংঘর্ষের সময় বাতাসের গতিবেগ হবে ঘন্টায় ৭-৮ কিমি থাকতে পারে।

বাংলাদেশের বিরুদ্ধে ভারতের টিম

বাংলাদেশের বিরুদ্ধে ভারত সম্ভবত একাদশে পরিবর্তন করবে না। মালয়েশিয়ার বিরুদ্ধে যে একাদশ ছিল, তারাই খেলতে পারেন।

ভারতের একাদশ: স্মৃতি মন্ধানা (অধিনায়ক), শেফালি বর্মা, জেমিমা রডরিগেজ, কনিকা আহুজা, রিচা ঘোষ (উইকেটরক্ষক), দীপ্তি শর্মা, দেবীকা বৈদ্য, আমানজোৎ কৌর, পূজা বস্ত্রকার, মিন্নু মান্নি, রাজেশ্বরী গায়কোয়াড়।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে মঙ্গলবার? জানুন রাশিফল টিম ইন্ডিয়ার হেড কোচ চেয়ে বিজ্ঞাপন দিল BCCI, আবেদন করতে কোন কোন যোগ্যতা লাগবে? কাঁচা বাদাম অতীত, ভোটের মরশুমে নতুন গান বাঁধলেন ভুবন বাদ্যকর ছিটকে গেল গুজরাট, প্লে-অফের তিনটি জায়গার জন্য লড়াইয়ে টিকে ৬টি দল- পয়েন্ট তালিকা চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশ থেকে ভারতে এনে কিডনি পাচার! পুলিশি জালে ৩ মৃত্যুর পর পূর্ণ হবে পরাণের ইচ্ছে!মজার ছলে কোন গল্প বলতে আসছেন ইন্দ্রনীল-অনির্বণ আফগান ও মধ্য এশিয়ার দেশগুলির সঙ্গে ভারতের যোগাযোগে গেম চেঞ্জার হবে চাবাহার? ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পরে প্রয়াত সুশীল মোদী, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর মে'র শেষ ও জুনের শুরু মিলিয়ে ৭ দিন মদ মিলবে না কলকাতায়! কবে, কবে? রইল তালিকা গুজরাটের সর্বনাশে পৌষমাস KKR-এর, মাঠে না নেমেই প্রথম কোয়ালিফায়ারে নাইট রাইডার্স

Latest IPL News

গুজরাটের সর্বনাশে পৌষমাস KKR-এর, মাঠে না নেমেই প্রথম কোয়ালিফায়ারে নাইট রাইডার্স IPL 2024: কোহলির সঙ্গে কোথায় মন কষাকষি? দিব্যি হাসিমুখে হাত মেলালেন সৌরভ- ভিডিয়ো বৃষ্টিতে যথা সময়ে শুরু হয়নি ম্যাচ, খেলা ভেস্তে গেলেই বিরাট ক্ষতি শুভমন গিলদের দল হারল কী জিতল, তুমি তো ৪০০ কোটি আয় করছ! লোকেশের পাশে থেকে গোয়েঙ্কাকে তোপ বীরুর সূর্যকুমার যাদবকে নিয়ে এখনও আফসোস করেন KKR এর প্রাক্তন ক্যাপ্টেন গৌতম গম্ভীর ও কিন্তু সোজা দৌড়তে গিয়ে উইকেট আড়াল করেনি… জাদেজার পাশে দাঁড়ালেন CSK কোচ এখনও সিএসকে-র সদস্য রায়না, হাতে র‍্যাকেট তুলে দিয়ে বোঝালেন ধোনি, মুগ্ধ নেটপাড়া দুর্ভাগ্যজনক ভাবে ম্যাকগার্ক রানআউট হতেই,উন্মত্ত সেলিব্রেশনে মাতলেন কোহলি-ভিডিয়ো IPL প্লে-অফে একইসঙ্গে উঠতে পারে CSK ও RCB! কোন অঙ্কে ধোনি ও বিরাটের হাসি ফুটবে? T20 WC-এর দলে জায়গা পাওয়ার আশা হয়তো ম্যাকগার্ক নিজেও করেনি- দাবি পন্টিংয়ের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.