বাংলা নিউজ > ময়দান > Australia vs India: রাহানের শতরান, জাদেজার দায়িত্বশীল ব্যাটিংয়ে মেলবোর্নে বড় লিডের পথে ভারত

Australia vs India: রাহানের শতরান, জাদেজার দায়িত্বশীল ব্যাটিংয়ে মেলবোর্নে বড় লিডের পথে ভারত

জাদেজা এবং রাহানের ১০০ রানের পার্টনারশিপ। (ছবি সৌজন্য, সৌজন্য টুইটার @BCCI)

জোড়া সাফল্য প্যাট কামিন্স ও মিচেল স্টার্কের।

প্রথম দিনের স্কোর: মেলবোর্নে বক্সিং ডে টেস্টের প্রথম দিনে অস্ট্রেলিয়ার ১৯৫ রানের জবাবে ভারত তাদের প্রথম ইনিংসে ১ উইকেটের বিনিময়ে ৩৬ রান তোলে। শুভমন গিল ২৮ ও চেতেশ্বর পূজারা ব্যক্তিগত ৭ রানে অপরাজিত ছিলেন।

দ্বিতীয় দিনের খেলা শুরু: দ্বিতীয় দিনের সকালে গতদিনের দুই অপরাজিত ব্যাটসম্যান জমাট প্রতিরোধ গড়ার ইঙ্গিত দেন। দিনের প্রথম উইকেটের পতন ঘটে ২২তম ওভারে।

শুভমন গিল আউট: ২২তম ওভারে প্যাট কামিন্সের শেষ বলে টিম পেইনের দস্তানায় ধরা পড়ে যান গিল। নিশ্চিত হাফ-সেঞ্চুরি মাঠে ফেলে আসেন তিনি। ৮টি বাউন্ডারির সাহায্যে ৬৫ বলে ৪৫ রান করে ক্রিজ ছাড়েন ভারতের নবাগত ওপেনার।

পূজারা আউট: ২৪তম ওভারে কামিন্সের চতুর্থ বলে উইকেটের পিছনে পূজারার অনবদ্য ক্যাচ ধরেন উইকেটকিপার পেইন। চেতেশ্বর ১টি বাউন্ডারির সাহায্যে ৭০ বলে ১৭ রান করে সাজঘরে ফেরেন।

লাঞ্চ: হনুমা বিহারীকে সঙ্গে নিয়ে প্রথম সেশনের বাকি সময়টুকু নির্বিঘ্নে কাটিয়ে দেন অজিঙ্কা রাহানে। দ্বিতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতিতে ভারত তাদের প্রথম ইনিংসে ৩ উইকেটের বিনিময়ে ৯০ রান তুলেছে। অজিঙ্কা রাহানে ১টি বাউন্ডারির সাহায্যে ৪২ বলে ১০ রান করে ব্যাট করছেন। বিহারী ১টি বাউন্ডারির সাহায্যে ৪০ বলে ১৩ রান করে অপরাজিত রয়েছেন। প্রথম ইনিংসের নিরিখে ভারত এখনও অস্ট্রেলিয়ার থেকে ১০৫ রানে পিছিয়ে রয়েছে।

১০০ রানের গণ্ডি ছুঁল ভারত: ইনিংসের ৪১তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে ভারত। ৪১ ওভারে ভারতের স্কোর ৩ উইকেটে ১০০।

হনুমা বিহারী আউট: ইনিংসের ৪৫তম ওভারের চতুর্থ বলে ন্যাথন লিয়ঁ তুলে নেন হনুমা বিহারীর উইকেট। ২টি বাউন্ডারির সাহায্যে ৬৬ বলে ২২ রান করে স্টিভ স্মিথের হাতে ধরা পড়েন তিনি। ভারত ১১৬ রানের মাথায় ৪ উইকেট হারায়।

১৫০ টপকাল ভারত: আগ্রাসী ব্যাটিং ঋষভ পন্তের। ভারত ৫৩ ওভারের মাথায় ১৫০ রানের গণ্ডি টপকে যায়। ৫৩ ওভার শেষে টিম ইন্ডিয়ার সংগ্রহ ৪ উইকেটে ১৫৩ রান। ঋষভ ৩টি বাউন্ডারির সাহায্যে ২৪ বলে ২৪ রান করে অপরাজিত রয়েছেন। ৩৪ রানে ব্যাট করছেন ক্যাপ্টেন রাহানে।

ঋষভ পন্ত আউট: ইনিংসের ৬০তম ওভারে মিচেল স্টার্কের প্রথম বলে টিম পেইনের হাতে ধরা পড়লেন ঋষভ পন্ত। ৩টি বাউন্ডারির সাহায্যে ৪০ বলে ২৯ রান করেন তিনি। ভারত ১৭৩ রানের মাথায় ৫ উইকেট হারায়।

হাফ-সেঞ্চুরি রাহানের: চলতি বক্সিং ডে টেস্টে অনবদ্য হাফ-সেঞ্চুরি করেন ভারত অধিনায়ক অজিঙ্কা রাহানে। ইনিংসের ৬২তম ওভারে স্টার্কের বল বাউন্ডারিতে পাঠিয়ে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন তিনি। ১১১ বলে ৫টি বাউন্ডারির সাহায্যে পঞ্চাশের গণ্ডি টপকে যান অজিঙ্কা।

চায়ের বিরতি: দ্বিতীয় দিনে চায়ের বিরতিতে ভারত তাদের প্রথম ইনিংসে ৫ উইকেটের বিনিময়ে ১৮৯ রান তুলেছে। সুতরাং, প্রথম ইনিংসের নিরিখে অস্ট্রেলিয়ার থেকে আর মাত্র ৬ রানে পিছিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। অজিঙ্কা রাহানে ৫টি বাউন্ডারির সাহায্যে ১২১ বলে ৫৩ রান করে অপরাজিত রয়েছেন। ১৫ বলে ৪ রান করে ব্যাট করছেন রবীন্দ্র জাদেজা।

খেলা সাময়িকভাবে বন্ধ: বৃষ্টির জন্য নির্ধারিত সময়ের আগেই চায়ের বিরতি ঘোষণা করেন আম্পায়াররা। বিরতির জন্য নির্ধারিত সময় শেষ হলেও ভিজে আউটফিল্ডের জন্য ম্যাচ সাময়িকভাবে বন্ধ রয়েছে।

লিড নিল ভারত: প্রথম টেস্টের মতো সিরিজের দ্বিতীয় টেস্টেও প্রথম ইনিংসে লিড নিল ভারত। ইনিংসের ৬৬তম ওভারে অস্ট্রেলিয়ার ১৯৫ রানকে টপকে যায় টিম ইন্ডিয়া। ৬৬ ওভার শেষে ভারতের স্কোর ৫ উইকেটে ১৯৮ রান।

২০০ টপকাল ভারত: ইনিংসের ৬৮তম ওভারে দলগত ২০০ রানের গণ্ডি টপকে যায় ভারত। ৬৮ ওভার শেষে ভারকের স্কোর ৫ উইকেটে ২০২ রান। রাহানে ৬১ ও জাদেজা ৯ রানে ব্যাট করছেন।

রাহানের শতরান : দুরন্ত শতরান পূরণ করলেন অজিঙ্কা রাহানে। প্যাট কামিন্সকে চার মেরে অধিনায়কসুলভ শতরান রাহানের।

জাদেজা এবং রাহানের ১০০ রানের পার্টনারশিপ : ১০০ রানের পার্টনারশিপ পূরণ করলেন অজিঙ্কা রাহানে এবং রবীন্দ্র জাদেজা। ভারতের লিড ৭৮ রান।

দ্বিতীয় দিনের খেলা শেষ : বৃষ্টি নেমেছিল। তার জেরে নির্ধারিত সময়ের আগে বন্ধ হয়ে গেল দ্বিতীয় দিনের খেলা। আপাতত ভারতের স্কোর পাঁচ উইকেটে ২৭৭ রান। ক্রিজে আছেন অজিঙ্কা রাহানে (অপরাজিত ১০৪ রান) এবং রবীন্দ্র জাদেজা (অপরাজিত ৪০)। ৮২ রানে এগিয়ে আছে ভারত।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

হেরেও দুইয়ে কলকাতা, KKR vs PBKS ম্যাচের পরে IPL 2024-এর পয়েন্ট তালিকা ছক্কার ছড়াছড়ি, ৪ ওপেনারের ৫০, ইডেনের KKR vs PBKS ম্যাচের ৫টি সর্বকালীন রেকর্ড প্রথম সল্ট-নারিন ঝড়, পরে প্রভসিমরন-বেয়াস্টো সুনামি, চার ওপেনার মিলে লিখলেন নজির ২৬২ তাড়া করে জয়, T20-তে ইতিহাস PBKS-এর, IPL-এও RR-এর নজির ভেঙে হল নয়া রেকর্ড সাজেশন পড়া ক্যাপ্টেন্সি, জঘন্য বোলিং- কোন কোন কারণে ২৬১ রান তুলেও হারল KKR? মোদীকে ভোটপ্রক্রিয়া থেকে দূরে রাখুন, আবেদন দিল্লি হাইকোর্টে, কারণটা কী? সামনেই আদৃত-কৌশাম্বির বিয়ে, এদিকে সৌমিতৃষা লিখলেন, ‘মনে খারাপ, মুখে মিষ্টি…' AI-র অভিশাপে ১ বছরে বন্ধ হবে অনেক কলসেন্টার, বললেন TCS-র কর্তা, চাকরি যাবে? জয়েন্টে ১০০ পেয়েও রেহাই নেই, জানুয়ারির রেজাল্ট দেখিয়ে খোঁটা দিচ্ছেন নেটিজেনরা 4-6-4-4-6-W-অনুকূলকে ছাতু করলেন বেয়ারস্টো,শেষ বলে রানআউট প্রভসিমরন,স্বস্তি KKR-এ

Latest IPL News

স্বার্থপর পুরো! রিঙ্কুর আগে নেমে রোষের মুখে KKR-র শ্রেয়স, রেহাই পেলেন না গম্ভীরও গ্যালারিতে বল গেল ১৮বার, আইপিএলের ইতিহাসে ইডেনে সর্বোচ্চ ২৬১ রান তুলল কেকেআর একই IPL-এ প্রথমবার ৩ অর্ধশতরান নারিনের! অরেঞ্জ ক্যাপের তালিকায় দুইয়ে বয়স বাড়ছে,তাই তরুণদের সুযোগ দেওয়া উচিত, বিরাট-রোহিতদের বার্তা যুবরাজের বিশ্বকাপ ফাইনালের ব্যাটে স্প্রিং লাগানো ছিল? অবশেষে জবাব দিলেন রিকি পন্টিং IPL-এর গত মরশুমে ৯০০-এর কাছাকাছি রান করেও যদি দলে সুযোগ না পাই… বার্তা শুভমনের হার্দিক নয়, বিশ্বকাপে এই ধ্বংসাত্মক অল-রাউন্ডারকে চাইই চাই ভারতের, দাবি যুবরাজের আমাকে একটা বল তো খেলতে দাও:- বাবরদের অনুশীলনে কাতর আবেদন পাকিস্তানের নির্বাচকের নাইট রাইডার্সে নিশাচর প্রাণী,দিনে ঘুমোয়,রাতে জাগে, কাদের কথা বললেন ওয়াসিম আক্রম? বেটিং অ্যাপে IPL স্ট্রিমিং! তামান্নাকে সমন মহারাষ্ট্র সাইবার সেলের;এড়ালেন সঞ্জু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.