বিশ্বজুড়ে এখন চলছে ফ্র্যাঞ্চাইজি লিগের রমরমা। আইপিএল শুরু হওয়ার পর থেকেই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট গুলি নিজের বাজার তৈরি করতে শুরু করেছে। তেমনই আগামী ৩০ জুলাই থেকে শুরু হতে চলেছে লঙ্কা প্রিমিয়র লিগ। সেখানে বাবর আজম, শাকিব আল হাসান এবং ডেভিড মিলারদের মতো আন্তর্জাতিক তারকারা অংশগ্রহণ করবেন বিভিন্ন দলের হয়ে। এই লিগ সম্প্রচারিত হবে স্টার স্পোর্টসে। তবে বিশেষ কিছু দেশেই এই খেলা দেখা যাবে। যে দেশ গুলিতে এই লিগ সম্প্রচারিত হবে সেই তালিকায় রয়েছে ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ, ভুটান, নেপাল,ও মালদ্বীপ। এছাড়াও মধ্যপ্রাচ্য বা উত্তর আফ্রিকা বেশ কিছু জায়গায়, সংযুক্ত আরব আমিরশাহীতেও দেখা যাবে।
লঙ্কা প্রিমিয়র লিগে আন্তর্জাতিক তারকা ছাড়াও থাকবে শ্রীলঙ্কার তারকা ক্রিকেটাররা। থিসারা পেরেইরা, ওয়ানিন্দু হাসরাঙ্গা, অ্যাঞ্জেলো ম্যাথিউজ এবং শ্রীলঙ্কার সীমিত ওভারের অধিনায়ক দাশুন শানাকারা। খেলাটি হবে চারটি সেশানে। এছাড়াও দুটি ভেন্যুতে এই ম্যাচগুলি অনুষ্ঠিত হবে। সেই দুটি ভেনু হল কলম্বো এবং ক্যান্ডি।
লঙ্কা প্রিমিয়র লিগে ৫টি দল অংশগ্রহণ করবে। এই পাঁচটি দল হল কলম্বো স্ট্রাইকার্স, ডাম্বুলা অরা, গালে টাইটানস, জাফনা কিংস এবং বি-লাভ ক্যান্ডি। এই পাঁচটি দলের মধ্যে বাবর আজম কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলবেন। সাকিব আল হাসান খেলবেন গালে টাইটানসের হয়ে। ডেভিড মিলার খেলবেন জাফনা কিংসের হয়ে। লঙ্কা প্রিমিয়র লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে ২০ আগস্ট। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে জাফনা কিংস এবং কলম্বো স্ট্রাইকার্স। উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে।
সদ্য শেষ হওয়া আইপিএল মরশুমে খেলেননি শাকিব আল হাসান। সেই সময় তাঁর খেলা নিয়ে কিছুটা জল ঘোলা হয়। যদিও তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল থেকে সরে দাঁড়ান। অন্যদিকে পাকিস্তানের ক্রিকেটাররা ইন্ডিয়ান প্রিমিয়র লিগে খেলেন না। সেক্ষেত্রে তাদের কাছে এই লিগ অনেকটা গুরুত্বপূর্ণ হবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কারণ অক্টোবর মাস থেকে ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে একদিনের ক্রিকেট বিশ্বকাপ। তার আগে নিজের ফর্ম ঝালিয়ে নেওয়ার ভালো সুযোগ তৈরি হয়েছে এই তারকা ক্রিকেটারদের কাছে। যদিও এটা টি-টোয়েন্টি ফরম্যাট। তাও নিজেদের দেখে নিতে মরিয়া থাকবেন ক্রিকেটাররা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।