বাংলা নিউজ > ময়দান > BAN vs AFG: ব্যাট হাতে বেনজির তাণ্ডব গুরবাজদের, ওপেনিং জুটিতে ২৫৬ তুলে ‘সর্বকালীন’ রেকর্ড আফগানিস্তানের

BAN vs AFG: ব্যাট হাতে বেনজির তাণ্ডব গুরবাজদের, ওপেনিং জুটিতে ২৫৬ তুলে ‘সর্বকালীন’ রেকর্ড আফগানিস্তানের

শতরানের পরে উচ্ছ্বসিত রহমানউল্লাহ। ছবি- এএফপি।

Bangladesh vs Afghanistan 2nd ODI: বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে চার-ছক্কার ঝড় তুলে সেঞ্চুরি করেন আফগানিস্তানের দুই ওপেনার।

সফরের একমাত্র টেস্ট ম্যাচে দেখা গিয়েছিল ঠিক উল্টো ছবি। হিসাব মিটিয়ে নিতে তৎপর দেখাচ্ছে আফগানিস্তানকে। ঘরের মাঠে আফগানিস্তানের দুর্বল টেস্ট দলের বিরুদ্ধে ঝুড়ি ঝুড়ি রান করে একের পর এক রেকর্ড গড়েন বাংলাদেশের ব্যাটসম্যানরা। এবার ওয়ান ডে সিরিজে পালটা দিচ্ছেন আফগান ব্যাটাররা।

প্রথম ওয়ান ডে ম্যাচে বাংলাদেশকে হারিয়ে সিরিজে লিড নেয় আফগানিস্তান। এবার সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে দুই আফগান ওপেনারের হাতে যারপরনাই লাঞ্ছিত হতে হয় বাংলাদেশের বোলারদের। ইব্রাহিম জাদরানকে সঙ্গে নিয়ে ব্যাট হাতে রহমানউল্লাহ গুরবাজ যে রকম তাণ্ডব চালান, তা আফগান ক্রিকেটে নজির বিহীন বলা যায়।

শনিবার চট্টগ্রামে বাংলাদেশের অস্থায়ী ক্যাপ্টেন লিটন দাস টস জিতে শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান আফগানিস্তানকে। তবে লিটনের সিদ্ধান্ত যথাযথ কিনা, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে ম্যাচের গতিপ্রকৃতি কিছুদূর গড়ানোর পরেই। ইব্রাহিমকে নিয়ে আফগান ইনিংসের গোড়াপত্তন করতে নামেন রহমানউল্লাহ। ধুমধাড়াক্কা ব্যাট চালিয়ে দুই ওপেনার আফগানিস্তানকে শক্ত ভিতে বসিয়ে দেন।

শেষে ৩৬.১ ওভারে দলগত ২৫৬ রানের মাথায় শাকিবের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন গুরবাজ। আড়াইশো টপকে ভাঙে আফগানিস্তানের ওপেনিং জুটি। রহমানউল্লাহ ৬টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৪৮ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি ৮টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ১০০ বলে ব্যক্তিগত শতরানের গণ্ডি টপকে যান। শেষমেশ ১৩টি চার ও ৮টি ছক্কার সাহায্যে ১২৫ বলে ১৪৫ রানের ঝোড়ো ইনিংস খেলে সাজঘরে ফেরেন গুরবাজ।

আরও পড়ুন:- Duleep Trophy 2023: চার-ছক্কায় IPL-এর স্মৃতি ফেরালেন রিঙ্কু, দলীপ ট্রফির ফাইনালের টিকিট পূজারাদের হাতে

এমন দুর্দান্ত ব্যাটিংয়ের পথে রহমানউল্লাহ একাধিক ব্যক্তিগত নজির গড়েন। সেই সঙ্গে ওপেনিং জুটিতে দুই আফগান তারকা দেশের হয়ে সর্বকালীন রেকর্ড গড়ে ফেলেন। চোখ রাখা যাক সেই সব নজিরে।

১. আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ওপেনিং জুটি: বাংলাদেশের বিরুদ্ধে রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের ২৫৬ রানের ওপেনিং জুটি আফগানিস্তানের হয়ে সর্বকালীন রেকর্ড। এর আগে ওয়ান ডে ক্রিকেটে আফগানিস্তানের সব থেকে বেশি রানের ওপেনিং জুটি ছিল মহম্মদ শেহজাদ ও করিম সাদিকের। ২০১০ সালে স্কটল্যান্ডের বিরুদ্ধে ২১৮ রান তোলেন তাঁরা।

২. বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং জুটি: ওয়ান ডে ক্রিকেটে বাংলাদেশের বিরুদ্ধে কোনও দলের দ্বিতীয় সর্বোচ্চ (২৫৬) ওপেনিং জুটি এটি। রেকর্ড রয়েছে দক্ষিণ আফ্রিকার হাসিম আমলা ও কুইন্টন ডি'ককের নামে। ২০১৭ সালে তাঁরা বাংলাদেশের বিরুদ্ধে ওপেন করতে নেমে ২৮২ রান তোলেন।

আরও পড়ুন:- Vitality Blast 2023: স্কুপ শট খেলার সাইড এফেক্ট, সূর্যকুমারকে যাঁরা নকল করতে চান, এই ভিডিয়ো দেখা উচিত

৩. বাংলাদেশের বিরুদ্ধে কোনও উইকেটকিপারের চতুর্থ সর্বোচ্চ ওয়ান ডে রান: রহমানউল্লাহর ১৪৫ রানের ইনিংসটি ওয়ান ডে ক্রিকেটে বাংলাদেশের বিরুদ্ধে কোনও উইকেটকিপার-ব্যাটারের চতুর্থ সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। দীনেশ রামদিন (১৬৯), কুইন্টন ডি'কক (অপরাজিত ১৬৮) ও শাই হোপের (অপরাজিত ১৪৬) পরেই জায়গা করে নেন গুরবাজ।

৪. আফগানিস্তানের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ওয়ান ডে স্কোর: ওয়ান ডে ক্রিকেটে আফগানিস্তানের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেলেন রহমানউল্লাহ (১৪৫)। রেকর্ড রয়েছে ইব্রাহিম জাদরানের নামে। তিনি ২০২২ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬২ রান করেন।

উল্লেখ্য, ইব্রাহিম জাদরান এদিন ৯টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১১৯ বলে ১০০ রান করে আউট হন। অর্থাৎ, দুই আফগান ওপেনারই এই ম্যাচে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন। আফগানিস্তান নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ৩৩১ রান তোলে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

গণেশ বিসর্জনের সময়ে হাঁটু গেড়ে বসে ‘প্রণাম’ ষাঁড়ের! ভিডিয়োটি দেখলে চমকে যাবেন অশোক চক্রের বদলে আরবিতে লেখা কলমা! তিরঙ্গার অপমানে ক্ষুব্ধ বিশ্ব হিন্দু পরিষদ '৩৬ বছরের বড় ভাইজানের সঙ্গে...' দাবাং ৩ প্রসঙ্গে কী জানালেন সাই মঞ্জেরেকর কথা-গীতার হাড্ডাহাড্ডি লড়াইয়ে TRP তালিকায় টপার হল কে? সেরা ৫-এই বা জায়গা পেল ১২৪ মিটারের দৈত্যাকার ছক্কা প্যারিসের, রাসেলের তাণ্ডবে দাপুটে জয় নাইট রাইডার্সের স্বাস্থ্যভবনের সামনে জুনিয়র ডাক্তারদের অবস্থান তুলে দেওয়ার 'ছক'? চরমে জল্পনা মৌসুনি দ্বীপে রিসর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ফাটল একের পর এক গ্যাস সিলিন্ডার আরজি কর কাণ্ডে আরও অস্বস্তিতে শাসকদল, তৃণমূল বিধায়ককে তলব কেন্দ্রীয় সংস্থার পয়েন্ট নষ্টের খেসারত! ACL2-তে কত নম্বরে থাকল মোহনবাগান? রইল পুরো পয়েন্ট তালিকা পিতৃপক্ষে পিতৃ পুরুষদের শ্রাদ্ধ কোন সময়ে করা উচিত? জেনে নিন শ্রাদ্ধের সময় বিধি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.