
BBL 10: বিশ্বসেরা ব্যাটসম্যানের ছক্কা গিয়ে পড়ল বিয়ারের গ্লাসে, দেখুন মজাদার ভিডিও
১ মিনিটে পড়ুন . Updated: 04 Jan 2021, 10:38 AM IST- বল ফিরিয়ে দিতে অস্বীকার করেন দর্শক।
বিগ ব্যাশ লিগে মজাদার ঘটনা। বিশ্বসেরা টি-২০ ব্যাটসম্যান ডেভিড মালানের ছক্কা গিয়ে পড়ল এক দশকের হাতে থাকা বিয়ারের গ্লাসে। প্রাথমিকভাবে বলটি ফিরিয়ে দিতে অস্বীকার করেন সংশ্লিষ্ট ক্রিকেটপ্রেমী। তিনি বল থাকা অবস্থাতেই বিয়ার পান করার চেষ্টা করেন। পরে তিনি বলটি ফিরিয়ে দেন মাঠের ভিতর।
বিগ ব্যাশে হবার্ট হ্যারিকেনস ও মেলবোর্ন স্টার্সের ম্যাচ চলছিল। প্রথম ইনিংসের ১৬তম ওভারে হ্যারিকেনসের মালান ফাইনলেগের উপর দিয়ে ছক্কা মারেন ল্যান্স মরিসকে। এক দর্শক ক্যাচ ধরার চেষ্টা করেন। তবে তিনি ব্যর্থ হন। তাঁর হাতে লেগে বল পাশে বসে থাকা দর্শকের হাতে থাকা বিয়ারের গ্লাসে গয়ে পড়ে।
এমন মজাদার ঘটনায় দর্শকদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। মেলবোর্নেরের ফিল্ডার স্যাম রেনবার্ড বল ফেরত চাইলে সংশ্লিষ্ট দর্শক বল ফিরিয়ে দিতে রাজি হননি। তিনি ওই অবস্থাতেই বিয়ান পান করার চেষ্টা করেন।
ম্যাচটি শেষমেশ হ্যারিকেনস একতরফাভাবে জিতে নেয় ২১ রানে। হ্যারিকেনস ৫ উইকেটে ১৬৪ রান তোলে। মালান করেন ৭৫ রান। ম্যাক্সওয়েল ৩৭ বলে ৭০ রান করলেও মেলবোর্ন আটকে যায় ৯ উইকেটে ১৪৩ রানে। স্কট বোল্যান্ড ২২ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন।