বিগ ব্যাশ লিগে দেখা গেল নিখুঁত হেলিকপ্টার শট। অবিকল ধোনির ঢংয়েই তাঁর ট্রেডমার্ক শট খেলেন সিডনি থান্ডারের বেন কাটিং। যদিও বল গ্যালারিতে উড়ে না যাওয়ায় ছয় রান আসেনি শটটি থেকে। বরং বল মাঠে ড্রপ করে বাউন্ডারির বাইরে যাওয়ায় চার রান সংগ্রহ করেন কাটিং ও তাঁর দল।
ম্যাচে তখন জয়ের জন্য ৯ বলে ১৬ রান দরকার ছিল সিডনি থান্ডারের। এমন সময় ১৮.৪ ওভারে আন্দ্রে রাসেলের বলে দৃষ্টিনন্দন হেলিকপ্টার শট খেলেন কাটিং। বেন সেই বলে চার রান সংগ্রহ করায় সিডনির টার্গেট কমে দাঁড়ায় ৮ বলে ১২ রান।
যদিও শেষমেশ মেলবোর্নের ৪ উইকেটে ১৬৫ রান তাড়া করতে নেমে সিডনিকে থেমে যেতে হয় ৫ উইকেটে ১৬১ রানে। ৪ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ হারতে হয় থান্ডারকে। শেষ ওভারে জয়ের জন্য ১১ রান দরকার ছিল সিডনির। অ্যাডাম জাম্পার ওভারে তারা ৬ রানের বেশি তুলতে পারেনি।
মেলবোর্নের হয়ে আন্দ্রে রাসেল ৯ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন। বল হাতে যদিও মোটেও পরিচিত ছন্দে ছিলেন না ক্যারিবিয়ান তারকা। ৪ ওভারে ৪০ রান খরচ করেও কোনও উইকেট তুলতে পারেননি তিনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।