আইপিএলের আগে ঘরের মাঠে শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বি-পাক্ষিক সিরিজের জন্য পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। ৩ জানুয়ারি থেকে ২২ মার্চ পর্যন্ত সময়সীমায় তিনটি দেশের বিরুদ্ধে মোট ৬টি সিরিজে মাঠে নামবে টিম ইন্ডিয়া।
জানুয়ারিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩টি টি-২০ ও ৩টি ওয়ান ডে খেলবে ভারত। জানুয়ারি-ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩টি ওয়ান ডে ও ৩টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলবেন রোহিত শর্মারা। শেষে ফেব্রুয়ারি-মার্চে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪টি টেস্ট ও ৩টি একদিনের ম্যাচে মাঠে নামবে টিম ইন্ডিয়া। উল্লেখ্য, শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি ওয়ান ডে ম্যাচ আয়োজিত হবে কলকাতার ইডেন গার্ডেন্সে।
ভারত-শ্রীলঙ্কা টি-২০ সিরিজের সূচি:-
প্রথম টি-২০: ৩ জানুয়ারি জানুয়ারি (মুম্বই)
দ্বিতীয় টি-২০: ৫ জানুয়ারি (পুণে)
তৃতীয় টি-২০: ৭ জানুয়ারি (রাজকোট)
ভারত-শ্রীলঙ্কা ওয়ান ডে সিরিজের সূচি:-
প্রথম ওয়ান ডে: ১০ জানুয়ারি (গুয়াহাটি)
দ্বিতীয় ওয়ান ডে: ১২ জানুয়ারি (কলকতা)
তৃতীয় ওয়ান ডে: ১৫ জানুয়ারি (তিরুবনন্তপুরম)
ভারত-নিউজিল্যান্ড ওয়ান ডে সিরিজের সূচি:-
প্রথম ওয়ান ডে: ১৮ জানুয়ারি (হায়দরাবাদ)
দ্বিতীয় ওয়ান ডে: ২১ জানুয়ারি (রায়পুর)
তৃতীয় ওয়ান ডে: ২৪ জানুয়ারি (ইন্দোর)
ভারত-নিউজিল্যান্ড টি-২০ সিরিজের সূচি:-
প্রথম টি-২০: ২৭ জানুয়ারি (রাঁচি)
দ্বিতীয় টি-২০: ২৯ জানুয়ারি (লখনউ)
তৃতীয় টি-২০: ১ ফেব্রুয়ারি (আমদাবাদ)
ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের সূচি:-
প্রথম টেস্ট: ৯-১৩ ফেব্রুয়ারি (নাগপুর)
দ্বিতীয় টেস্ট: ১৭-২১ ফেব্রুয়ারি (দিল্লি)
তৃতীয় টেস্ট: ১-৫ মার্চ (ধরমশালা)
চতুর্থ টেস্ট: ৯-১৩ মার্চ (আমদাবাদ)
ভারত-অস্ট্রেলিয়া ওয়ান ডে সিরিজের সূচি:-
প্রথম ওয়ান ডে: ১৭ মার্চ (মুম্বই)
দ্বিতীয় ওয়ান ডে: ১৯ মার্চ (ভাইজ্যাগ)
তৃতীয় ওয়ান ডে: ২২ মার্চ (চেন্নাই)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।