বাংলা নিউজ > ময়দান > BENG vs UP Ranji Trophy: কৌশিক-অনুষ্টুপের ব্যাটে তৃতীয় দিনের শেষে জয়ের স্বপ্ন দেখছে বাংলা
মনোজ তিওয়ারি। ছবি- সিএবি।

BENG vs UP Ranji Trophy: কৌশিক-অনুষ্টুপের ব্যাটে তৃতীয় দিনের শেষে জয়ের স্বপ্ন দেখছে বাংলা

Bengal vs Uttar Pradesh Ranji Trophy 2022-23 Day 3 Live Score: উত্তরপ্রদেশকে দ্বিতীয় ইনিংসে নাগালের মধ্যে বেঁধে রাখে বাংলা। তৃতীয় দিনের শেষে চালকের আসনে মনোজ তিওয়ারিরা।

সৈয়দ মুস্তাক আলি টি-২০ ও বিজয় হাজারে ট্রফিতে সার্বিক পারফর্ম্যান্স খুব খারাপ না হলেও খুব বেশিদূর এগনো সম্ভব হয়নি বাংলার পক্ষে। এবার শুরু রঞ্জি ট্রফির লড়াই। ঘরের মাঠে উত্তরপ্রদেশের বিরুদ্ধে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেই বাংলা দলে পায়নি নিয়মিত অধিনায়ক অভিমন্যু ঈশ্বরনকে। তিনি জাতীয় দলের সঙ্গে বাংলাদেশ সফরে ব্যস্ত রয়েছেন। পরিবর্তে বাংলাকে নেতৃত্ব দিচ্ছেন মনোজ তিওয়ারি। তাছাড়া চোটের জন্য ইডেনের প্রথম ম্যাচে বাংলার হয়ে মাঠে নামতে পারেননি নির্ভরযোগ্য পেসার মুকেশ কুমার। সুতরাং ব্যাটিং ও বোলিং, উভয় বিভাগের অন্যতম সেরা দুই স্তম্ভকে ছাড়াই রঞ্জি অভিযান শুরু করতে হয়েছে বাংলাকে।

15 Dec 2022, 04:30:32 PM IST

তৃতীয় দিনের শেষে চালকের আসনে বাংলা

৪১তম ওভারে দলগত ১৫০ রানের গণ্ডি টপকে যায় বাংলা। তৃতীয় দিনের শেষে ৪২ ওভার ব্যাট করে বাংলা তাদের শেষ ইনিংসে ২ উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করেছে। ৮৮ বলে ৪৪ রান করেছেন অনুষ্টুপ মজুমদার। তিনি ৬টি চার মেরেছেন। ১২১ বলে ৬৯ রান করেছেন কৌশিক ঘোষ। তিনি ১০টি চার মেরেছেন। জয়ের জন্য শেষ দিনে বাংলার দরকার ১০১ রান। হাতে রয়েছে ৮টি উইকেট।

15 Dec 2022, 03:50:05 PM IST

কৌশিকের হাফ-সেঞ্চুরি

৭টি বাউন্ডারির সাহায্যে ৮৮ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন কৌশিক ঘোষ। ৩৫ ওভার শেষে বাংলার স্কোর ২ উইকেটে ১৩২ রান। কৌশিক ঘোষ ৫৮ ও অনুষ্টুপ ৩১ রানে ব্যাট করছেন।

15 Dec 2022, 03:24:52 PM IST

১০০ টপকাল বাংলা

২৮তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে বাংলা। ৩০ ওভার শেষে বাংলা তাদের শেষ ইনিংসে ২ উইকেট হারিয়ে ১১২ রান সংগ্রহ করেছে। কৌশিক ৪৩ ও অনুষ্টুপ ২৮ রানে ব্যাট করছেন।

15 Dec 2022, 03:02:30 PM IST

সতর্ক অনুষ্টুপরা

২২ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে বাংলার স্কোর ২ উইকেটে ৮০ রান। চায়ের বিরতির পরে তাড়াহুড়ো করতে নারাজ অনুষ্টুপরা। ৬২ বলে ৩২ রান করেছেন কৌশিক ঘোষ। ২৬ বলে ৮ রান করেছেন অনুষ্টুপ।

15 Dec 2022, 02:14:32 PM IST

চায়ের বিরতি

জয়ের জন্য ২৫৭ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে শেষ ইনিংসে ব্যাট করতে নামা বাংলা তৃতীয় দিনের চায়ের বিরতিতে ২ উইকেটের বিনিময়ে ৭৪ রান তুলেছে। তারা সাকুল্যে ১৯ ওভার ব্যাট করেছে। ২২ বলে ৭ রান করেছেন অনুষ্টুপ মজুমদার। মেরেছেন ১টি চার। ৪৮ বলে ২৭ রান করেছেন কৌশিক ঘোষ। তিনি ৪টি চার মেরেছেন। জয়ের জন্য বাংলার দরকার আরও ১৮৩ রান। হাতে রয়েছে ৮টি উইকেট।

15 Dec 2022, 01:51:58 PM IST

সুদীপ ঘরামি আউট

১৩.৪ ওভারে শিবম মাভির বলে প্রিয়ম গর্গের হাতে ধরা পড়েন সুদীপ ঘরামি। ৩৪ বলে ২২ রান করেন তিনি। মারেন ৩টি চার। বাংলা ৬১ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অনুষ্টুপ মজুমদার।

15 Dec 2022, 01:37:37 PM IST

৫০ টপকাল বাংলা

১২তম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় বাংলা। ১২ ওভার শেষে শেষ ইনিংসে বাংলার স্কোর ১ উইকেটে ৫১ রান। সুদীপ ঘরামি ১৭ ও কৌশিক ঘোষ ১৬ রানে ব্যাট করছেন।

15 Dec 2022, 01:20:23 PM IST

আগ্রাসী শুরু বাংলার

৮ ওভার শেষে শেষ ইনিংসে বাংলার স্কোর ১ উইকেটে ৪১ রান। সুদীপ ঘরামি ১৫ বলে ১১ রান করেছেন। মেরেছেন ২টি চার। ২৩ বলে ১৬ রান করেছেন কৌশিক ঘোষ। তিনি ৩টি চার মেরেছেন।

15 Dec 2022, 12:42:53 PM IST

অভিষেক দাস আউট

২.২ ওভারে শিবম মাভির বলে প্রিয়ম গর্গের হাতে ধরা পড়েন অভিষেক দাস। ১০ বলে ৯ রান করেন তিনি। মারেন ২টি চার। বাংলা শেষ ইনিংসে ১৮ রানে ১ উইকেট হারায়। কৌশিক ঘোষের সঙ্গে ব্যাট হাতে ক্রিজে যোগ দেন সুদীপ ঘরামি।

15 Dec 2022, 12:38:07 PM IST

রান তাড়া শুরু বাংলার

লাঞ্চের পরে শেষ ইনিংসে রান তাড়া করতে নামে বাংলা। শিবম মাভির প্রথম ২টি বলে পরপর ২টি চার মেরে খাতা খোলেন অভিষেক দাস। ২ ওভার শেষে বাংলার স্কোর বিনা উইকেটে ১৮ রান।

15 Dec 2022, 11:44:57 AM IST

দ্বিতীয় ইনিংসে অল-আউট উত্তরপ্রদেশ

৬৫.৩ ওভারে আকাশ দীপের বলে প্রীতম চক্রবর্তীর হাতে ধরা পড়েন অঙ্কিত রাজপুত। ১২ বলে ৮ রান করেন তিনি। উত্তরপ্রদেশ দ্বিতীয় ইনিংসে ২২৭ রানে অল-আউট হয়ে যায়। ২৬ রান করে অপরাজিত থাকেন শিবম শর্মা। প্রথম ইনিংসের ২৯ রানের খামতি মিলিয়ে জয়ের জন্য বাংলার সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ২৫৭ রানের। ইডেনের এই পিচে সহজ হবে না মনোজদের টার্গেটে পৌঁছনো। দ্বিতীয় ইনিংসে বাংলার হয়ে ৩টি উইকেট নেন আকাশ দীপ। ২টি করে উইকেট নিয়েছেন ইশান পোড়েল, প্রীতম চক্রবর্তী ও সায়ন শেখর মণ্ডল। ১টি উইকেট দখল করেন শাহবাজ আহমেদ। উত্তরপ্রদেশ দ্বিতীয় ইনিংসে অল-আউট হওয়া মাত্রই তৃতীয় দিনের লাঞ্চের বিরতি ঘোষণা করা হয়।

15 Dec 2022, 11:39:35 AM IST

রান জুড়ছেন টেল এন্ডাররা

উত্তরপ্রদেশ তাদের দ্বিতীয় ইনিংসে ৬৫ ওভার ব্যাট করে ৯ উইকেটের বিনিময়ে ২২৬ রান সংগ্রহ করেছে। শিবম শর্মা ৩১ বলে ২৬ রান করেছেন। মেরেছেন ৫টি চার। ৯ বলে ৮ রান করেছেন অঙ্কিত রাজপুত। তিনি ১টি চার মেরেছেন।

15 Dec 2022, 11:18:24 AM IST

আকিব খান আউট

৬০.১ ওভারে প্রীতম চক্রবর্তীর বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন আকিব খান। ১২ বলে ৭ রান করেন তিনি। মারেন ১টি চার। উত্তরপ্রদেশ ১৯৭ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অঙ্কিত রাজপুত। ৬১ ওভার শেষে উত্তরপ্রদেশের স্কোর ৯ উইকেটে ২০৮ রান।

15 Dec 2022, 10:58:31 AM IST

রিঙ্কু সিং আউট

৫৬.৩ ওভারে প্রীতম চক্রবর্তীর বলে আকাশ দীপের হাতে ধরা পড়েন রিঙ্কু সিং। ১১৩ বলে ৮৯ রান করেন রিঙ্কু। তিনি ১২টি চার মারেন। উত্তরপ্রদেশ দ্বিতীয় ইনিংসে ১৮৫ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আকিব খান।

15 Dec 2022, 10:53:07 AM IST

শিবম মাভি আউট

৫৫.৬ ওভারে সায়ন শেখর মণ্ডলের বলে মনোজ তিওয়ারির হাতে ধরা পড়েন শিবম মাভি। ২২ বলে ৫ রান করেন তিনি। উত্তরপ্রদেশ ১৮৩ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শিবম শর্মা।

15 Dec 2022, 10:29:08 AM IST

আরাধ্য যাদব আউট

৫০.২ ওভারে শাহবাজ আহমেদের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন আরাধ্য যাদব। ৩১ বলে ৫ রান করেন তিনি। উত্তরপ্রদেশ দ্বিতীয় ইনিংসে ১৫৯ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শিবম মাভি। ৫১ ওভার শেষে ইউপি-র স্কোর ৬ উইকেটে ১৬০ রান। ৭০ রানে ব্যাট করছেন রিঙ্কু সিং।

15 Dec 2022, 10:04:47 AM IST

১৫০ টপকাল উত্তরপ্রদেশ

দ্বিতীয় ইনিংসে ৪৭তম ওভারে দলগত ১৫০ রানের গণ্ডি টপকে যায় উত্তরপ্রদেশ। ৪৭ ওভার শেষে ইউপি-র স্কোর ৫ উইকেটে ১৫৪ রান। ৯০ বলে ৬৭ রান করেছেন রিঙ্কু সিং। মেরেছেন ১০টি চার। ২০ বলে ৩ রান করেছেন আরাধ্য যাদব।

15 Dec 2022, 09:33:53 AM IST

আকাশদীপ নাথ আউট

৪১.৩ ওভারে আকাশ দীপের বলে সায়ন শেখর মণ্ডলের হাতে ধরা পড়েন আকাশদীপ নাথ। ৭১ বলে ৫৩ রান করেন তিনি। মারেন ৭টি চার ও ১টি ছক্কা। উত্তরপ্রদেশ ১৪২ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আরাধ্য যাদব।

15 Dec 2022, 09:20:41 AM IST

হাফ-সেঞ্চুরি আকাশদীপ নাথের

৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৬৩ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন আকাশদীপ নাথ। ৪০ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে উত্তরপ্রদেশের স্কোর ৪ উইকেটে ১৪১ রান। রিঙ্কু সিং ৫৭ ও আকাশদীপ নাথ ৫৩ রানে ব্যাট করছেন।

15 Dec 2022, 09:13:40 AM IST

হাফ-সেঞ্চুরি রিঙ্কুর

দিনের প্রথম ওভারে প্রীতমকে একটি চার মারেন রিঙ্কু সিং। দ্বিতীয় ওভারে আকাশ দীপকে একবার বাউন্ডারিতে পাঠিয়ে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ৮টি বাউন্ডারির সাহায্যে ৬৫ বলে ৫০ রানের গণ্ডি টপকে যান রিঙ্কু সিং। উত্তরপ্রদেশ দ্বিতীয় ইনিংসে ৩৮ ওভার ব্যাট করে ৪ উইকেটের বিনিময়ে ১৩১ রান সংগ্রহ করেছে। রিঙ্কু ৫২ ও আকাশদীপ নাথ ৪৮ রানে ব্যাট করছেন।

15 Dec 2022, 09:11:40 AM IST

দ্বিতীয় দিনের স্কোর

দ্বিতীয় দিনে বাংলা তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় ১৬৯ রানে। প্রথম ইনিংসের নিরিখে ২৯ রানে এগিয়ে থেকে দ্বিতীয় দফায় ব্যাট করতে নামে উত্তরপ্রদেশ। তারা দ্বিতীয় দিনের শেষে তাদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটের বিনিময়ে ১২২ রান তোলে। রিঙ্কু ৫৭ বলে ৪৪ রান করে নট-আউট থাকেন। আকাশদীপ নাথ অপরাজিত থাকেন ৫৮ বলে ৪৭ রান করে। সুতরাং, দ্বিতীয় দিনের শেষে উত্তরপ্রদেশের হাতে লিড ছিল ১৫১ রানের।

15 Dec 2022, 09:11:40 AM IST

প্রথম দিনের স্কোর

ইডেনে টস জিতে উত্তরপ্রদেশকে শুরুতে ব্যাট করতে পাঠায় বাংলা। ইশান-প্রীতম-শাহবাজের ত্রিফলা আক্রমণে ইউপিকে প্রথম ইনিংসে মাত্র ১৯৮ রানে অল-আউট করে দেয় বাংলা। প্রিয়ম গর্গ ৫৩ ও রিঙ্কু সিং ৭৯ রান করেন। ইশান পোড়েল ৫টি, প্রীতম চক্রবর্তী ৩টি ও শাহবাজ আহমেদ ২টি উইকেট নেন। পালটা ব্যাট করতে নেমে বাংলাও যদিও মোটেও স্বস্তিতে নেই। তারা প্রথম দিনের খেলা শেষ করে ৪ উইকেটে ২৯ রান তুলে। সাজঘরে ফিরেছেন অভিষেক দাস, কৌশিক ঘোষ, সুদীপ ঘরামি ও অনুষ্টুপ মজুমদার। ১২ রানে নট-আউট থাকেন প্রীতম। ৩টি উইকেট নেন শিবম মাভি।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

হেরেও দুইয়ে কলকাতা, KKR vs PBKS ম্যাচের পরে IPL 2024-এর পয়েন্ট তালিকা ছক্কার ছড়াছড়ি, ৪ ওপেনারের ৫০, ইডেনের KKR vs PBKS ম্যাচের ৫টি সর্বকালীন রেকর্ড প্রথম সল্ট-নারিন ঝড়, পরে প্রভসিমরন-বেয়াস্টো সুনামি, চার ওপেনার মিলে লিখলেন নজির ২৬২ তাড়া করে জয়, T20-তে ইতিহাস PBKS-এর, IPL-এও RR-এর নজির ভেঙে হল নয়া রেকর্ড সাজেশন পড়া ক্যাপ্টেন্সি, জঘন্য বোলিং- কোন কোন কারণে ২৬১ রান তুলেও হারল KKR? মোদীকে ভোটপ্রক্রিয়া থেকে দূরে রাখুন, আবেদন দিল্লি হাইকোর্টে, কারণটা কী? সামনেই আদৃত-কৌশাম্বির বিয়ে, এদিকে সৌমিতৃষা লিখলেন, ‘মনে খারাপ, মুখে মিষ্টি…' AI-র অভিশাপে ১ বছরে বন্ধ হবে অনেক কলসেন্টার, বললেন TCS-র কর্তা, চাকরি যাবে? জয়েন্টে ১০০ পেয়েও রেহাই নেই, জানুয়ারির রেজাল্ট দেখিয়ে খোঁটা দিচ্ছেন নেটিজেনরা 4-6-4-4-6-W-অনুকূলকে ছাতু করলেন বেয়ারস্টো,শেষ বলে রানআউট প্রভসিমরন,স্বস্তি KKR-এ

Latest IPL News

স্বার্থপর পুরো! রিঙ্কুর আগে নেমে রোষের মুখে KKR-র শ্রেয়স, রেহাই পেলেন না গম্ভীরও গ্যালারিতে বল গেল ১৮বার, আইপিএলের ইতিহাসে ইডেনে সর্বোচ্চ ২৬১ রান তুলল কেকেআর একই IPL-এ প্রথমবার ৩ অর্ধশতরান নারিনের! অরেঞ্জ ক্যাপের তালিকায় দুইয়ে বয়স বাড়ছে,তাই তরুণদের সুযোগ দেওয়া উচিত, বিরাট-রোহিতদের বার্তা যুবরাজের বিশ্বকাপ ফাইনালের ব্যাটে স্প্রিং লাগানো ছিল? অবশেষে জবাব দিলেন রিকি পন্টিং IPL-এর গত মরশুমে ৯০০-এর কাছাকাছি রান করেও যদি দলে সুযোগ না পাই… বার্তা শুভমনের হার্দিক নয়, বিশ্বকাপে এই ধ্বংসাত্মক অল-রাউন্ডারকে চাইই চাই ভারতের, দাবি যুবরাজের আমাকে একটা বল তো খেলতে দাও:- বাবরদের অনুশীলনে কাতর আবেদন পাকিস্তানের নির্বাচকের নাইট রাইডার্সে নিশাচর প্রাণী,দিনে ঘুমোয়,রাতে জাগে, কাদের কথা বললেন ওয়াসিম আক্রম? বেটিং অ্যাপে IPL স্ট্রিমিং! তামান্নাকে সমন মহারাষ্ট্র সাইবার সেলের;এড়ালেন সঞ্জু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.