সৈয়দ মুস্তাক আলি টি-২০ ও বিজয় হাজারে ট্রফিতে সার্বিক পারফর্ম্যান্স খুব খারাপ না হলেও খুব বেশিদূর এগনো সম্ভব হয়নি বাংলার পক্ষে। এবার শুরু রঞ্জি ট্রফির লড়াই। ঘরের মাঠে উত্তরপ্রদেশের বিরুদ্ধে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেই বাংলা দলে পায়নি নিয়মিত অধিনায়ক অভিমন্যু ঈশ্বরনকে। তিনি জাতীয় দলের সঙ্গে বাংলাদেশ সফরে ব্যস্ত রয়েছেন। পরিবর্তে বাংলাকে নেতৃত্ব দিচ্ছেন মনোজ তিওয়ারি। তাছাড়া চোটের জন্য ইডেনের প্রথম ম্যাচে বাংলার হয়ে মাঠে নামতে পারেননি নির্ভরযোগ্য পেসার মুকেশ কুমার। সুতরাং ব্যাটিং ও বোলিং, উভয় বিভাগের অন্যতম সেরা দুই স্তম্ভকে ছাড়াই রঞ্জি অভিযান শুরু করতে হয়েছে বাংলাকে।
তৃতীয় দিনের শেষে চালকের আসনে বাংলা
৪১তম ওভারে দলগত ১৫০ রানের গণ্ডি টপকে যায় বাংলা। তৃতীয় দিনের শেষে ৪২ ওভার ব্যাট করে বাংলা তাদের শেষ ইনিংসে ২ উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করেছে। ৮৮ বলে ৪৪ রান করেছেন অনুষ্টুপ মজুমদার। তিনি ৬টি চার মেরেছেন। ১২১ বলে ৬৯ রান করেছেন কৌশিক ঘোষ। তিনি ১০টি চার মেরেছেন। জয়ের জন্য শেষ দিনে বাংলার দরকার ১০১ রান। হাতে রয়েছে ৮টি উইকেট।
কৌশিকের হাফ-সেঞ্চুরি
৭টি বাউন্ডারির সাহায্যে ৮৮ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন কৌশিক ঘোষ। ৩৫ ওভার শেষে বাংলার স্কোর ২ উইকেটে ১৩২ রান। কৌশিক ঘোষ ৫৮ ও অনুষ্টুপ ৩১ রানে ব্যাট করছেন।
১০০ টপকাল বাংলা
২৮তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে বাংলা। ৩০ ওভার শেষে বাংলা তাদের শেষ ইনিংসে ২ উইকেট হারিয়ে ১১২ রান সংগ্রহ করেছে। কৌশিক ৪৩ ও অনুষ্টুপ ২৮ রানে ব্যাট করছেন।
সতর্ক অনুষ্টুপরা
২২ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে বাংলার স্কোর ২ উইকেটে ৮০ রান। চায়ের বিরতির পরে তাড়াহুড়ো করতে নারাজ অনুষ্টুপরা। ৬২ বলে ৩২ রান করেছেন কৌশিক ঘোষ। ২৬ বলে ৮ রান করেছেন অনুষ্টুপ।
চায়ের বিরতি
জয়ের জন্য ২৫৭ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে শেষ ইনিংসে ব্যাট করতে নামা বাংলা তৃতীয় দিনের চায়ের বিরতিতে ২ উইকেটের বিনিময়ে ৭৪ রান তুলেছে। তারা সাকুল্যে ১৯ ওভার ব্যাট করেছে। ২২ বলে ৭ রান করেছেন অনুষ্টুপ মজুমদার। মেরেছেন ১টি চার। ৪৮ বলে ২৭ রান করেছেন কৌশিক ঘোষ। তিনি ৪টি চার মেরেছেন। জয়ের জন্য বাংলার দরকার আরও ১৮৩ রান। হাতে রয়েছে ৮টি উইকেট।
সুদীপ ঘরামি আউট
১৩.৪ ওভারে শিবম মাভির বলে প্রিয়ম গর্গের হাতে ধরা পড়েন সুদীপ ঘরামি। ৩৪ বলে ২২ রান করেন তিনি। মারেন ৩টি চার। বাংলা ৬১ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অনুষ্টুপ মজুমদার।
৫০ টপকাল বাংলা
১২তম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় বাংলা। ১২ ওভার শেষে শেষ ইনিংসে বাংলার স্কোর ১ উইকেটে ৫১ রান। সুদীপ ঘরামি ১৭ ও কৌশিক ঘোষ ১৬ রানে ব্যাট করছেন।
আগ্রাসী শুরু বাংলার
৮ ওভার শেষে শেষ ইনিংসে বাংলার স্কোর ১ উইকেটে ৪১ রান। সুদীপ ঘরামি ১৫ বলে ১১ রান করেছেন। মেরেছেন ২টি চার। ২৩ বলে ১৬ রান করেছেন কৌশিক ঘোষ। তিনি ৩টি চার মেরেছেন।
অভিষেক দাস আউট
২.২ ওভারে শিবম মাভির বলে প্রিয়ম গর্গের হাতে ধরা পড়েন অভিষেক দাস। ১০ বলে ৯ রান করেন তিনি। মারেন ২টি চার। বাংলা শেষ ইনিংসে ১৮ রানে ১ উইকেট হারায়। কৌশিক ঘোষের সঙ্গে ব্যাট হাতে ক্রিজে যোগ দেন সুদীপ ঘরামি।
রান তাড়া শুরু বাংলার
লাঞ্চের পরে শেষ ইনিংসে রান তাড়া করতে নামে বাংলা। শিবম মাভির প্রথম ২টি বলে পরপর ২টি চার মেরে খাতা খোলেন অভিষেক দাস। ২ ওভার শেষে বাংলার স্কোর বিনা উইকেটে ১৮ রান।
দ্বিতীয় ইনিংসে অল-আউট উত্তরপ্রদেশ
৬৫.৩ ওভারে আকাশ দীপের বলে প্রীতম চক্রবর্তীর হাতে ধরা পড়েন অঙ্কিত রাজপুত। ১২ বলে ৮ রান করেন তিনি। উত্তরপ্রদেশ দ্বিতীয় ইনিংসে ২২৭ রানে অল-আউট হয়ে যায়। ২৬ রান করে অপরাজিত থাকেন শিবম শর্মা। প্রথম ইনিংসের ২৯ রানের খামতি মিলিয়ে জয়ের জন্য বাংলার সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ২৫৭ রানের। ইডেনের এই পিচে সহজ হবে না মনোজদের টার্গেটে পৌঁছনো। দ্বিতীয় ইনিংসে বাংলার হয়ে ৩টি উইকেট নেন আকাশ দীপ। ২টি করে উইকেট নিয়েছেন ইশান পোড়েল, প্রীতম চক্রবর্তী ও সায়ন শেখর মণ্ডল। ১টি উইকেট দখল করেন শাহবাজ আহমেদ। উত্তরপ্রদেশ দ্বিতীয় ইনিংসে অল-আউট হওয়া মাত্রই তৃতীয় দিনের লাঞ্চের বিরতি ঘোষণা করা হয়।
রান জুড়ছেন টেল এন্ডাররা
উত্তরপ্রদেশ তাদের দ্বিতীয় ইনিংসে ৬৫ ওভার ব্যাট করে ৯ উইকেটের বিনিময়ে ২২৬ রান সংগ্রহ করেছে। শিবম শর্মা ৩১ বলে ২৬ রান করেছেন। মেরেছেন ৫টি চার। ৯ বলে ৮ রান করেছেন অঙ্কিত রাজপুত। তিনি ১টি চার মেরেছেন।
আকিব খান আউট
৬০.১ ওভারে প্রীতম চক্রবর্তীর বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন আকিব খান। ১২ বলে ৭ রান করেন তিনি। মারেন ১টি চার। উত্তরপ্রদেশ ১৯৭ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অঙ্কিত রাজপুত। ৬১ ওভার শেষে উত্তরপ্রদেশের স্কোর ৯ উইকেটে ২০৮ রান।
রিঙ্কু সিং আউট
৫৬.৩ ওভারে প্রীতম চক্রবর্তীর বলে আকাশ দীপের হাতে ধরা পড়েন রিঙ্কু সিং। ১১৩ বলে ৮৯ রান করেন রিঙ্কু। তিনি ১২টি চার মারেন। উত্তরপ্রদেশ দ্বিতীয় ইনিংসে ১৮৫ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আকিব খান।
শিবম মাভি আউট
৫৫.৬ ওভারে সায়ন শেখর মণ্ডলের বলে মনোজ তিওয়ারির হাতে ধরা পড়েন শিবম মাভি। ২২ বলে ৫ রান করেন তিনি। উত্তরপ্রদেশ ১৮৩ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শিবম শর্মা।
আরাধ্য যাদব আউট
৫০.২ ওভারে শাহবাজ আহমেদের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন আরাধ্য যাদব। ৩১ বলে ৫ রান করেন তিনি। উত্তরপ্রদেশ দ্বিতীয় ইনিংসে ১৫৯ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শিবম মাভি। ৫১ ওভার শেষে ইউপি-র স্কোর ৬ উইকেটে ১৬০ রান। ৭০ রানে ব্যাট করছেন রিঙ্কু সিং।
১৫০ টপকাল উত্তরপ্রদেশ
দ্বিতীয় ইনিংসে ৪৭তম ওভারে দলগত ১৫০ রানের গণ্ডি টপকে যায় উত্তরপ্রদেশ। ৪৭ ওভার শেষে ইউপি-র স্কোর ৫ উইকেটে ১৫৪ রান। ৯০ বলে ৬৭ রান করেছেন রিঙ্কু সিং। মেরেছেন ১০টি চার। ২০ বলে ৩ রান করেছেন আরাধ্য যাদব।
আকাশদীপ নাথ আউট
৪১.৩ ওভারে আকাশ দীপের বলে সায়ন শেখর মণ্ডলের হাতে ধরা পড়েন আকাশদীপ নাথ। ৭১ বলে ৫৩ রান করেন তিনি। মারেন ৭টি চার ও ১টি ছক্কা। উত্তরপ্রদেশ ১৪২ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আরাধ্য যাদব।
হাফ-সেঞ্চুরি আকাশদীপ নাথের
৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৬৩ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন আকাশদীপ নাথ। ৪০ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে উত্তরপ্রদেশের স্কোর ৪ উইকেটে ১৪১ রান। রিঙ্কু সিং ৫৭ ও আকাশদীপ নাথ ৫৩ রানে ব্যাট করছেন।
হাফ-সেঞ্চুরি রিঙ্কুর
দিনের প্রথম ওভারে প্রীতমকে একটি চার মারেন রিঙ্কু সিং। দ্বিতীয় ওভারে আকাশ দীপকে একবার বাউন্ডারিতে পাঠিয়ে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ৮টি বাউন্ডারির সাহায্যে ৬৫ বলে ৫০ রানের গণ্ডি টপকে যান রিঙ্কু সিং। উত্তরপ্রদেশ দ্বিতীয় ইনিংসে ৩৮ ওভার ব্যাট করে ৪ উইকেটের বিনিময়ে ১৩১ রান সংগ্রহ করেছে। রিঙ্কু ৫২ ও আকাশদীপ নাথ ৪৮ রানে ব্যাট করছেন।
দ্বিতীয় দিনের স্কোর
দ্বিতীয় দিনে বাংলা তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় ১৬৯ রানে। প্রথম ইনিংসের নিরিখে ২৯ রানে এগিয়ে থেকে দ্বিতীয় দফায় ব্যাট করতে নামে উত্তরপ্রদেশ। তারা দ্বিতীয় দিনের শেষে তাদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটের বিনিময়ে ১২২ রান তোলে। রিঙ্কু ৫৭ বলে ৪৪ রান করে নট-আউট থাকেন। আকাশদীপ নাথ অপরাজিত থাকেন ৫৮ বলে ৪৭ রান করে। সুতরাং, দ্বিতীয় দিনের শেষে উত্তরপ্রদেশের হাতে লিড ছিল ১৫১ রানের।
প্রথম দিনের স্কোর
ইডেনে টস জিতে উত্তরপ্রদেশকে শুরুতে ব্যাট করতে পাঠায় বাংলা। ইশান-প্রীতম-শাহবাজের ত্রিফলা আক্রমণে ইউপিকে প্রথম ইনিংসে মাত্র ১৯৮ রানে অল-আউট করে দেয় বাংলা। প্রিয়ম গর্গ ৫৩ ও রিঙ্কু সিং ৭৯ রান করেন। ইশান পোড়েল ৫টি, প্রীতম চক্রবর্তী ৩টি ও শাহবাজ আহমেদ ২টি উইকেট নেন। পালটা ব্যাট করতে নেমে বাংলাও যদিও মোটেও স্বস্তিতে নেই। তারা প্রথম দিনের খেলা শেষ করে ৪ উইকেটে ২৯ রান তুলে। সাজঘরে ফিরেছেন অভিষেক দাস, কৌশিক ঘোষ, সুদীপ ঘরামি ও অনুষ্টুপ মজুমদার। ১২ রানে নট-আউট থাকেন প্রীতম। ৩টি উইকেট নেন শিবম মাভি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।