ইডেনে শক্তিশালী উত্তরপ্রেদশের বিরুদ্ধে দাপুটে জয় দিয়ে এবারের রঞ্জি ট্রফি অভিযান শুরু করে বাংলা। পরে ঘরের মাঠেই দ্বিতীয় ম্যাচে হিমাচলপ্রদেশের কাছে থেকে ৩ পয়েন্ট ছিনিয়ে নেন মনোজ তিওয়ারিরা। তৃতীয় ম্যাচে নাগাল্যান্ডকে তাদের ঘরের মাঠে ইনিংসে পরাজিত করে বাংলা। এবার টুর্নামেন্টের চতুর্থ লিগ ম্যাচে মনোজদের প্রতিপক্ষ উত্তরাখণ্ড। ফের অ্যাওয়ে ম্যাচ থেকে পুরো পয়েন্ট সংগ্রহ করাই একমাত্র লক্ষ্য বাংলা ক্রিকেট দলের। আপাতত টস হারা সত্ত্বেও প্রথম দু'দিনে ম্যাচের রাশ নিজেদের হাতে রাখেন তিওয়ারিরা।
দ্বিতীয় দিনের খেলা শেষ
বাংলার ৩৮৭ রানের জবাবে ব্যাট করতে নেমে উত্তরাখণ্ড একসময় ৪৮ রানে ৬ উইকেট হারিয়ে বসে। তবে কুণাল-অখিল জুটির সৌজন্যে তারা নতুন করে কোনও উইকেট না হারিয়ে দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায়। দ্বিতীয় দিনের শেষে উত্তরাখণ্ড তাদের প্রথম ইনিংসে ৬ উইকেটের বিনিময়ে ১০৪ রান তোলে। কুণাল চাণ্ডেলা ১২৪ বলে ৪০ রান করেছেন। তিনি ৫টি চার মেরেছেন। ৭১ বলে ৩২ রান করেছেন অখিল রাওয়াত। তিনি ৬টি চার মেরেছেন। বাংলার হয়ে ২টি করে উইকেট নিয়েছেন শাহবাজ আহমেদ, আকাশ দীপ ও প্রদীপ্ত প্রামানিক। উইকেট পাননি ইশান পোড়েল ও গীত পুরি।
১০০ টপকাল উত্তরাখণ্ড
৪২ ওভার শেষে উত্তরাখণ্ডের সংগ্রহ ৬ উইকেটে ১০৩ রান। ১১৮ বলে ৩৯ রান করেছেন কুণাল চাণ্ডেলা। ৭১ বলে ৩২ রান করেছেন অখিল রাওয়াত। কুণাল ৫টি ও অখিল ৬টি চার মেরেছেন।
৪০ রানের পার্টনারশিপ কুণাল-অখিলের
৩৪ ওভার শেষে উত্তরাখণ্ডের স্কোর ৬ উইকেটে ৮৮ রান। ৯৬ বলে ৩৫ রান করেছেন কুণাল চাণ্ডেলা। তিনি ৫টি চার মেরেছেন। ৪৫ বলে ২৫ রান করেছেন অখিল রাওয়াত। তিনিও ৫টি চার মেরেছেন।
অখিলকে নিয়ে প্রতিরোধ গড়ছেন কুণাল
২৯ ওভার শেষে উত্তরাখণ্ডের স্কোর ৬ উইকেটে ৭৫ রান। ৭৮ বলে ২৯ রান করেছেন কুণাল চাণ্ডেলা। তিনি ৪টি চার মেরেছেন। ৩২ বলে ১৯ রান করেছেন অখিল রাওয়াত। তিনিও ৪টি চার মেরেছেন।
মায়াঙ্ককে ফেরালেন প্রদীপ্ত
মুড়ি মুড়কির মতো উইকেট সংগ্রহ করছেন বাংলার বোলাররা। ১৯.৫ ওভারে প্রদীপ্ত প্রামানিকের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন মায়াঙ্ক মিশ্র। ৩ বল খেলে খাতা খুলতে পারেননি মায়াঙ্ক। উত্তরাখণ্ড ৪৮ রান ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অখিল রাওয়াত।
আদিত্য তারে আউট
স্বপ্নিলকে ফেরানোর পরে একই ওভারে আতিদ্য তারের উইকেটও তুলে নেন আকাশ দীপ। ১৮.৫ ওভারে বোল্ড হয়ে মাঠ ছাড়ার আগে খাতা খুলতে পারেননি আদিত্য। উত্তরাখণ্ড ৪৭ রানে ৫ উইকেট হারিয়ে প্রবল চাপে। ব্যাট করতে নামেন মায়াঙ্ক মিশ্র।
স্ব্প্নিলকে ফেরালেন আকাশ দীপ
১৮.২ ওভারে আকাশ দীপের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন স্বপ্নিল সিং। ৬ বলে ৪ রান করেন তিনি। মারেন ১টি চার। উত্তরাখণ্ড ৪৭ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আদিত্য তারে।
আরিয়ানকে ফেরালেন প্রদীপ্ত
১৫.৩ ওভারে প্রদীপ্ত প্রামানিকের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন আরিয়ান শর্মা। ৩০ বলে ৮ রান করেন তিনি। মারেন ২টি চার। উত্তরাখণ্ড ৩৮ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন স্বপ্নিল সিং।
হাল ধরছেন কুণাল-আরিয়ান
১২ ওভার শেষে উত্তরাখন্ডের স্কোর ২ উইকেটে ৩৩ রান। ৩৪ বলে ১৭ রান করেছেন কুণাল চাণ্ডেলা। তিনি ৩টি চার মেরেছেন। ১৬ বলে ৪ রান করেছেন আরিয়ান।
অবনীশ আউট
৫.৬ ওভারে শাহবাজ আহমেদের বলে অবনীশকে স্টাম্প-আউট করেন অভিষেক পোড়েল। ১৬ বলে ৪ রান করেন অবনীশ। মারেন ১টি চার। উত্তরাখণ্ড দলগত ১৭ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আরিয়ান শর্মা।
জীবনজ্যোৎ সিং আউট
৩.১ ওভারে শাহবাজ আহমেদের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন জীবনজ্যোৎ সিং। ৭ বলে ৪ রান করেন তিনি। মারেন ১টি চার। উত্তরাখণ্ড দলগত ৬ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন কুণাল চাণ্ডেলা।
ইশান আউট, প্রথম ইনিংসে অল-আউট বাংলা
১২০.৫ ওভারে অবনীশের বলে আদিত্য তারের দস্তানায় ধরা পড়েন ইশান পোড়েল। ৯ বল খেলেও খাতা খুলতে পারেননি তিনি। বাংলা প্রথম ইনিংসে ৩৮৭ রানে অল-আউট হয়। শাহবাজ আহমেদ ৬৮ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন। তিনি ৬টি চার মারেন। মায়াঙ্ক মিশ্র ৯৫ রানের বিনিময়ে ৬টি উইকেট নেন।
গীত পুরি আউট
১১৫.৬ ওভারে মায়াঙ্ক মিশ্রর বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন গীত পুরি। ৭ বলে ২ রান করেন তিনি। বাংলা ৩৭৬ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ইশান পোড়েল।
আকাশ দীপ আউট, লাঞ্চের বিরতি
১১৩.৩ ওভারে মায়াঙ্ক মিশ্রর বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন আকাশ দীপ। ৯ বলে ১৩ রান করেন তিনি। মারেন ১টি চার ও ১টি ছক্কা। বাংলা ৩৬৮ রানে ৮ উইকেট হারায়। মায়াঙ্ক মিশ্র প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন। আকাশ দীপ আউট হওয়া মাত্রই দ্বিতীয় দিনের লাঞ্চের বিরতি ঘোষিত হয়। শাহবাজ আহমেদ ব্যাট করছেন ৪০ বলে ২৩ রান করে। তিনি ৩টি চার মেরেছেন।
প্রদীপ্ত আউট
ক্রিজে খুব বেশিক্ষণ স্থায়ী হতে পারলেন না প্রদীপ্ত প্রামানিক। ১০৯.৫ ওভারে মায়াঙ্ক মিশ্রর বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন তিনি। গোল্ডেন ডাকে সাজঘরে ফেরেন প্রদীপ্ত। বাংলা ৩৪২ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আকাশ দীপ।
অভিষেক পোড়েল আউট
১০৮.৬ ওভারে মাধওয়ালের বলে অখিল রাওয়াতের হাতে ধরা পড়েন অভিষেক পোড়েল। ১৪ বলে ১০ রান করেন তিনি। মারেন ২টি চার। বাংলা প্রথম ইনিংসে ৩৪১ রানে ৬ উইকেট হারায়। শাহবাজ ৯ রানে ব্যাট করছেন। ক্রিজে নতুন ব্যাটসম্যান প্রদীপ্ত প্রামানিক।
অভিমন্যু ঈশ্বরন আউট
১০৫.৩ ওভারে অভয় নেগির বলে আদিত্য তারের দস্তানায় ধরা পড়েন অভিমন্যু ঈশ্বরন। ২৮৭ বলে ১৬৫ রান করেন তিনি। মারেন ১৪টি চার ও ১টি ছক্কা। বাংলা প্রথম ইনিংসে ৩১৯ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অভিষেক পোড়েল।
মনোজ তিওয়ারি আউট
৯৯.৬ ওভারে অভয় নেগির বলে অবনিশের হাতে ধরা পড়েন মনোজ তিওয়ারি। ২টি বাউন্ডারির সাহায্যে ৬৩ বলে ১৫ রান করে মাঠ ছাড়েন বাংলা দলনায়ক। বাংলা ৩১০ রানে ৪ উইকেট হারায়। অভিমন্যু ব্যাট করছেন ২৬৮ বলে ১৬০ রান করে। ব্যাট করতে নামেন শাহবাজ আহমেদ।
৩০০ টপকাল বাংলা
৯৭ ওভার শেষে প্রথম ইনিংসে বাংলার স্কোর ৩ উইকেটে ৩০৫ রান। অভিমন্যু ঈশ্বরন ১৫৮ রানে ব্যাট করছেন। ১২ রানে অপরাজিত রয়েছেন মনোজ তিওয়ারি।
১৫০ টপকালেন
১৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৫১ বলে ১৫০ রানের গণ্ডি টপটে যান অভিমন্যু ঈশ্বরন। ৯১ ওভার শেষে বাংলার স্কোর ৩ উইকেটে ২৯৬ রান। ঈশ্বরন ১৫২ ও মনোজ ১০ রানে ব্যাট করছেন। তিওয়ারি ২টি চার মেরেছেন।
দ্বিতীয় দিনের খেলা শুরু
গতদিনের অপরাজিত ব্যাটসম্যান ঈশ্বরনের সঙ্গে দ্বিতীয় দিনে ব্যাট করতে নামেন মনোজ তিওয়ারি। ৮৫ ওভার শেষে প্রথম ইনিংসে বাংলার স্কোর ৩ উইকেটে ২৭০ রান।
দ্বিশতরানে নজর অভিমন্যুর
ছেলেবেলা থেকে যে মাঠে খেলে বড় হয়েছেন, ইতিমধ্যেই সেখানে রঞ্জি ম্যাচে ব্যক্তিগত শতরান পূর্ণ করেছেন অভিমন্যু ঈশ্বরন। সুযোগ রয়েছে ডাবল সেঞ্চুরি করার। নিশ্চিতভাবেই দেরাদুনের অভিমন্যু ক্রিকেট অ্যাকাডেমি গ্রাউন্ডে দ্বিশতরান করার সুযোগ হাতছাড়া করতে চাইবেন না ঈশ্বরন।
প্রথম দিনের স্কোর
টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে বাংলা প্রথম দিনের শেষে ৩ উইকেটের বিনিময়ে ২৬৯ রান তোলে। তারা প্রথম দিনে সাকুল্যে ৮৪.৩ ওভার ব্যাট করে। সায়ন শেখর মণ্ডল ১৮, সুদীপ ঘরামি ৯০ ও অনুষ্টুপ মজুমদার ৩ রান করে আউট হন। অভিমন্যু ঈশ্বরন শতরান করেন। দিনের শেষে তিনি অপরাজিত থাকেন ব্যক্তিগত ১৪১ রানে। ২৩৮ বলের ইনিংসে অভিমন্যু ১২টি চার ও ১টি ছক্কা মারেন। প্রথম দিনে উত্তরাখণ্ডের হয়ে ৩টি উইকেটই নেন মায়াঙ্ক মিশ্র।