রুটের বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করলেন রুট। এমনই অভিনব মুহূর্তের সাক্ষী থাকল কাউন্টি ক্রিকেট।
কাউন্টিতে গ্ল্যামারগনের সঙ্গে ম্যাচ ছিল ইয়র্কশায়ারের। গ্ল্যামারগনের হয়ে মাঠে নামেন বিলি রুট, যিনি সম্পর্কে ইংল্যান্ড অধিনায়ক জো রুটের ভাই। ম্যাচে বিলির প্রতিপক্ষ দলের হয়ে প্রতিনিধিত্ব করেন জো রুট। সুতরং, দুই ভাইকে দেখা যায় দুই প্রতিপক্ষ শিবিরে।
২৮ বছর বয়সী বিলি রুট দ্বিতীয় ইনিংসে ৯টি চার ও ২টি ছক্কার সাহায্যে দলের হয়ে সর্বোচ্চ ১১০ রান করে অপরাজিত থাকেন। কাকতলীয়ভাবে দাদা জো রুটের বলে দু'রান নিয়ে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন বিলি।
সেঞ্চুরির পর স্বাভাবিকভাবেই ব্যাট তুলে সতীর্থের অভিবাদন স্বীকার করেন বিলি। তবে মাঠেই ভাইয়ের ইনিংসকে কুর্নিশ জানাতে ভোলেননি জো রুট। তিনি পিঠ চাপড়ে দিয়ে অভিনন্দন জানান ভাইকে।
বিলি রুট দুই ইনিংসে যথাক্রমে ৪৩ ও অপরাজিত ১১০ রান করলেও জো রুট অবশ্য বড় রান করতে পারেননি। জো রুটেই দুই ইনিংসে সংগ্রহ ১৬ ও ১৩ রান। ম্যাচটি ড্র'য়ে নিস্পত্তি হয়। গ্ল্যামারগন প্রথম ইনিংসে ৩৩০ রান করে। ইয়র্কশায়ার প্রথম ইনিংসে ১৯৩ রানে অল-আউট হয়ে যায়। দ্বিতীয় ইনিংসে গ্ল্যামারগন ৪ উইকেটে ২৪১ রান তুলে ব্যাট ছেড়ে দেয়। শেষ ইনিংস ইয়র্কশায়ার ৪ উইকেটে ২২৩ রান তোলে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।