BPL 2023 Final Highlights: সিলেট স্ট্রাইকার্সকে সাত উইকেটে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চ্যাম্পিয়ন হল কুমিল্লা ভিক্টোরিয়ানস। ফাইনালে ৫২ বলে অপরাজিত ৭৯ রান করে ম্যাচের সেরা হয়েছেন জনসন চার্লস। ভালো খেলেন কুমিল্লা তথা কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) লিটন দাস। ৩৯ বলে ৫৫ রান করেন তিনি। ভালো খেলেন মইন আলিও। - বাংলাদেশ প্রিমিয়ার লিগের সিলেট স্ট্রাইকার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ানস ম্যাচের হাইলাইটস দেখুন হিন্দুস্তান টাইমস বাংলার ব্লগে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচ সামারি
প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৭৫ রান তোলে সিলেট স্ট্রাইকার্স। জবাবে ১৯.২ ওভারে তিন উইকেটে ১৭৬ রান তুলে চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস।
চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা
চতুর্থ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেতাব জিতল কুমিল্লা ভিক্টোরিয়ানস। পুরো টুর্নামেন্টেই দারুণ খেলেছে কুমিল্লা। ফাইনালে দুর্দান্ত ইনিংস খেললেন জনসন চার্লস। অথচ একটা সময় তিনি কার্যত বোঝা হয়ে দাঁড়াচ্ছিলেন। ১৭ তম ওভারে খেলা ঘুরে যায়। রুবেল হোসেনের ওভারে ২৩ রান ওঠে।
KKR তারকার ৫৫ রান, জনসনের ৭৯ রান - চ্যাম্পিয়ন হল কুমিল্লা
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চ্যাম্পিয়ন হল কুমিল্লা ভিক্টোরিয়ানস। সাত উইকেটে জিতল। ১৯.২ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। ১৯.২ ওভারে কুমিল্লার স্কোর তিন উইকেটে ১৭৬ রান। ৫২ বলে ৭৯ রানে অপরাজিত থাকেন। ১৭ বলে অপরাজিত ২৫ রান করেন মইন আলি।
জয় নিশ্চিত কুমিল্লার
খেলা প্রায় শেষ। ১৮ তম ওভারে উঠল ১৮ রান। ১৯ তম ওভারে উঠল ১৮ রান। জনসন চার্লস ৫১ বলে ৭৮ রান করেছেন। মইন আলি ১৬ বলে ২৪ রান করেছেন। শেষ ওভারে জয়ের জন্য তিন রান চাই কুমিল্লার।
১২ বলে ২১ রান চাই কুমিল্লার
১৮ ওভারে কুমিল্লার স্কোর তিন উইকেটে ১৫৩ রান। ১২ বলে ২১ রান চাই কুমিল্লার। ৪৬ বলে ৬১ রানে খেলছেন জনসন চার্লস এবং ১৫ বলে ২৩ রানে খেলছেন মইন আলি।
১৮ বলে চাই ২৯ রান! জয়ের দোরগোড়ায় KKR তারকাদের কুমিল্লা
কুমিল্লার এখন সবথেকে বড় বিপদ হয়ে দাঁড়িয়েছিলেন জনসন চার্লস। তাঁকে হাত চালাতেই হত। সেইমতো ১৭ তম ওভারের শেষ তিন বলে দুটি ছক্কা এবং একটি চার মারলেন চার্লস। নিজের অর্ধশতরানও পূরণ করেন। ৪১ বলে অর্ধশতরান করেন। ১৭ ওভারে কুমিল্লার স্কোর তিন উইকেটে ১৪৭ রান। চার্লস খেলছেন ৫৫ রানে (৪২ বল)। ১৩ বলে ২১ রানে খেলছেন মইন আলি। ১৮ বলে ২৯ রান চাই কুমিল্লার।
১৬ ওভারে উঠল মাত্র ৫ রান
১৬ ওভার শেষ। ১৬ তম ওভারে উঠল মাত্র পাঁচ রান। ১৬ ওভারে কুমিল্লার স্কোর তিন উইকেটে ১২৪ রান।
৫ ওভারে কুমিল্লার চাই ৫৭ রান
১৫ ওভারে কুমিল্লার স্কোর তিন উইকেটে ১১৯ রান। জনসন চার্লস ৩৫ বলে ৩৫ রান করেছেন। আট বলে ১৩ রানে খেলছেন মইন আলি। ৩০ বলে ৫৭ রান চাই কুমিল্লার।
ফাইনালে ৫৫ রান করে আউট KKR তারকা, ভরসা রাসেল
১২.৪ ওভারে আউট হয়ে গেলেন লিটন দাস। ৩৯ বলে ৫৫ রান করেছেন কলকাতা নাইট রাইডার্সের খেলোয়াড়। রুবেল ১২.৪ ওভারে কুমিল্লার স্কোর তিন উইকেটে ১০৪ রান। ৪৪ বলে ৭২ রান চাই।
১২ ওভারে কুমিল্লার স্কোর ১০১/২
১২ ওভারে কুমিল্লার স্কোর দুই উইকেটে ১০১ রান। লিটন দাস অর্ধশতরান করে ফেলেছেন। ৩৭ বলে ৫৪ রানে খেলছেন। ২৭ বলে ৩২ রানে খেলছেন জনসন চার্লস।
১০ ওভারে কুমিল্লার স্কোর ৮৬/২
১০ ওভারে কুমিল্লার স্কোর দুই উইকেটে ৮৬ রান। ৩০ বলে ৪২ রানে অপরাজিত আছেন লিটন দাস। ২২ বলে ২৯ রানে খেলছেন জনসন চার্লস।
আট ওভারে কুমিল্লার স্কোর ৬৫/২
আট ওভারে কুমিল্লার স্কোর দুই উইকেটে ৬৫ রান। ক্রিজে আছেন লিটন দাস (২২ বলে ৩০ রান)। জনসন চার্লস ১৮ বলে ২২ রান করেছেন।
৬ ওভারে ৪৯ তুলল কুমিল্লা! দলকে টানছেন KKR-র তারকা
পাওয়ার প্লে শেষ। নির্ধারিত ছয় ওভারে কুমিল্লার স্কোর দুই উইকেটে ৪৯ রান। ১১ বলে নয় রানে খেলছেন জনসন চার্লস। ১৭ বলে ২৭ রান খেলছেন লিটন দাস। যিনি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের দলে আছেন। ৮৪ বলে ১২৭ রান করেছেন।
দ্বিতীয় উইকেট পড়ল কায়েসের
আউট ইমরুম কায়েস। তিন বলে দুই রান করে আউট হয়ে গেলেন কুমিল্লার অধিনায়ক। তিন ওভারে কুমিল্লার স্কোর দুই উইকেটে ৩৪ রান। তাঁকে আউট করলেন জর্জ লিন্ডে। প্রথম বলেই উইকেট পেলেন। ভালো ক্যাচ থিসারা পেরেরার।
স্ট্রাইক রেট ২০০! ফাইনালে আউট হয়ে গেলেন KKR তারকা নারিন
আউট হয়ে গেলেন সুনীল নারিন। পাঁচ বলে ১০ রান করে আউট হয়ে গেলেন নারিন। তাঁর উইকেট নিলেন রুবেল হোসেন। ২.২ ওভারে কুমিল্লার স্কোর এক উইকেটে ২৭ রান। স্ট্রাইক রেট ২০০।
দ্বিতীয় ওভারে উঠল ২১ রান
দ্বিতীয় ওভারে উঠল ২১ রান। দু'ওভারে কুমিল্লার স্কোর বিনা উইকেটে ২৬ রান। আট বলে ১৬ রান করেছেন লিটন দাস। চার বলে ১০ রান করেছেন সুনীল নারিন।
প্রথম ৫ রান তুলল কুমিল্লা
প্রথম ওভারে পাঁচ রান তুলল কুমিল্লা। লিটন দাস চার বলে পাঁচ রানে খেলছেন। দুই বলে কোনও রান করতে পারেননি সুনীল নারিন। লিটন চার মারলেও সেটাও কাণায় লেগে গিয়েছে বাউন্ডারিতে।
কুমিল্লা ভিক্টোরিয়ানস বোলারদের পারফরম্যান্স
তিন ওভারে ২১ রান দিয়েছেন তনভীর ইসলাম। পেয়েছেন একটি উইকেট। চার ওভারে ৩৩ রান দিয়ে এক উইকেট পেয়েছেন সুনীল নারিন। মুস্তাফিজুর রহমান চার ওভারে ৩১ রান দিয়ে দুই উইকেট পেয়েছেন।
রান তাড়া শুরু করল কুমিল্লা
রান তাড়া শুরু করল কুমিল্লা ভিক্টোরিয়ানস। মাঠে নেমেছেন লিটন দাস এবং সুনীল নারিন।
বোলিংয়ে ডোবালেন রাসেল
শেষ ওভারে ১২ রান খরচ করলেন আন্দ্রে রাসেল। তাও নো বল করেন রাসেল। তিন ওভারে এক উইকেটে ৩১ রান খরচ করেন। তাঁর বোলিং পারফরম্যান্স দেখে রীতিমতো হতাশ হবে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।
২০০ তুলতে পারল না সিলেট, অপরাজিত ৭৫ রান মুশফিকুরের
২০ তম ওভারের প্রথম বলেই আউট হয়ে গেলেন জাকির হাসান। রান-আউট করলেন মইন আলি। ২০ ওভারে সিলেট স্ট্রাইকার্সের স্কোর সাত উইকেটে ১৭৫ রান। ৪৮ বলে ৭৫ রান করেন মুশফিকুর।
১৯ ওভারে সিলেটের স্কোর ১৬৩/৬
১৯ তম ওভার শেষ। সিলেট স্ট্রাইকার্সের স্কোর ছয় উইকেটে ১৬৩ রান। রানরেট ৮.৬। ক্রিজে আছেন মুশফিকুর রহিম। ৪১ বলে ৬৩ রানে খেলছেন। সঙ্গে আছেন জাকির হাসান (চার বলে এক রান)।
পরপর উইকেট পড়ছে সিলেটের! ২০০ রানের আশা শেষ সিলেটের
পরপর উইকেট হারাচ্ছে সিলেট স্ট্রাইকার্স। এবার জর্জ লিন্ডেকে প্যাভিলিয়নে ফেরালেন মুস্তাফিজুর রহমান। ছয় বলে নয় রান করেন লিন্ডে। চতুর্থ বলে আউট করেন মুস্তাফিজুর। ১৭.৪ ওভারে সিলেট স্ট্রাইকার্সের স্কোর ছয় উইকেটে ১৫২ রান।
পঞ্চম উইকেট পড়ল সিলেট, বোল্ড করলেন নারিন, ৫০ রান মুশফিকের
১৬.৩ ওভারে পঞ্চম উইকেট পড়ল সিলেট স্ট্রাইকার্সের। আউট করলেন সুনীল নারিন। প্রথম বলেই আউট হয়ে গেলেন থিসারা পেরেরা। বোল্ড করলেন শ্রীলঙ্কার ক্রিকেটারকে। ১৭ ওভারে সিলেটের স্কোর পাঁচ উইকেটে ১৪৪ রান। ৩৭ বলে ৫৪ রান করেছেন মুশফিকুর রহিম। দুই বলে এক রান করেন জর্জ লিন্ডে।
চতুর্থ উইকেট পড়ল সিলেটের, ম্যাজিক মুস্তাফিজুরের
আউট রায়ান বার্ল! ১১ বলে ১৩ রান করে আউট হয়ে গেলেন। ১৬ তম ওভারের শেষ বলে উইকেট নিলেন মুস্তাফিজুর রহমান। ১৬ তম আট রান দিলেন। ১৬ ওভারে সিলেট স্ট্রাইকার্সের স্কোর চার উইকেটে ১৩৪ রান। ক্রিজে আছেন মুশফিকুর রহিম (৩৪ বলে ৪৬ রান)।
১৫ ওভারে সিলেটের স্কোর ১২৫ রান! অর্ধশতরানের মুখে মুশফিক
১৫ ওভার শেষ। সিলেট স্ট্রাইকার্সের স্কোর তিন উইকেটে ১২৫ রান। রানরেট ৮.৩। মুশফিকুর রহিম খেলছেন ৩৩ বলে ৪৫ রানে। সঙ্গে আছেন রায়ান বার্ল (ছয় বলে ছয় রান)।
৬৪ করে আউট শান্ত, জুটি ভাঙলেন CSK-তে খেলা তারকা
ভাঙল সিলেট স্ট্রাইকার্সের জুটি। ১২.২ ওভারে আউট হলেন নাজমুল শান্ত হোসেন। তাঁকে আউট করলেন মইন আলি। যিনি আইপিএলে চেন্নাই সুপার কিংসে খেলেন। ১২.২ ওভারে সিলেটের স্কোর তিন উইকেটে ১০৫ রান। ৪৫ বলে ৬৪ রান করেন শান্ত। মইনের বল খেলতে সামনে এগিয়ে আসেন শান্ত। বল পুরো মিস করেন। তৃৃতীয় উইকেটে মুশফিকুর রহিম এবং শান্তের জুটিতে ৫৬ বলে ৭৯ রান যোগ করেছে সিলেট।
২০০ রানের লক্ষ্যে সিলেট
১২ ওভারে সিলেট স্ট্রাইকার্সের স্কোর দুই উইকেটে ১০৪ রান। নাজমুল শান্ত হোসেন ৪৪ বলে ৬৪ রানে খেলেছেন। মুশফিকুর রহিম ২৩ বলে ৩২ রানে খেলছেন। আপাতত রানরেট ৮.৬। এখান থেকে ২০০ রান তুলতে চাইবে সিলেট।
৩৮ বলে ৫০ রান শান্তের, ফাইনালে মুশফিককে নিয়ে টানছেন সিলেটকে
৩৮ বলে ৫০ রান পূরণ করলেন নাজমুল হোসেন শান্ত। ১০.৪ ওভারে সিলেটের স্কোর দুই উইকেটে ৮৮ রান। মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে সিলেটকে টানছেন শান্ত। যিনি ওপেনিংয়ে নেমে বিধ্বংসী শুরু করেন। তারপর কিছুটা ঢিমেগতিতে খেললেও তিনি থাকলে বড় স্কোরের পথে হাঁটবে সিলেট।
৫০ রানের দোরগোড়ায় শান্ত, ১০ ওভারে সিলেটের স্কোর ৭৯ রান
১০ ওভার শেষ। ১০ ওভারে সিলেট স্ট্রাইকার্সের স্কোর দুই উইকেটে ৭৯ রান। অর্ধশতরানের দোরগোড়ায় নাজমুল শান্ত হোসেন। ৩৭ বলে ৪৯ রানে খেলছেন। হাত খুলেছেন মুশফিকুর রহিম। ১৭ বলে ২২ রান করেছেন।
হাত খুলছেন মুশফিক, ৮ ওভারে সিলেটের স্কোর ৫৯/২
আট ওভার শেষ। সিলেট স্ট্রাইকার্সের স্কোর দুই উইকেটে ৫৯ রান। ক্রিজে আছেন নাজমুল হোসেন শান্ত (৩২ বলে ৪২ রান) এবং মুশফিকুর রহিম (১০ বলে নয় রান)।
পাওয়ার প্লে'তে ২ উইকেটে ৪২ রান সিলেটের, ভালো বল ফিজের
শেষ পাওয়ার প্লে। ছয় ওভারে সিলেট স্ট্রাইকার্সের স্কোর দুই উইকেটে ৪২ রান। নাজমুল শান্ত হোসেন খেলছেন ২৪ বলে ৩২ রানে। মুশফিকুর রহিম ছয় বলে দু'রানে খেলছেন। পাওয়ার প্লে'র শেষ ওভারে দুই রান দিলেন মুস্তাফিজুর রহমান। এটাই ফাইনালে তাঁর প্রথম ওভার।
মিসফিল্ডিং নারিনের, ৪ ওভারে সিলেটের স্কোর ৩৪/২
ফাইনালে নিজের দ্বিতীয় ওভারও ভালো করলেন তনভীর ইসলাম। চতুর্থ ওভারে উঠল আট রান। প্রথম বলটা ওয়াইড করেন তনভীর। তারপর বাজে ফিল্ডিং করেন সুনীল নারিন। তাঁর জন্য চার রান হয়ে গেল। চার ওভারে সিলেটের স্কোর দুই উইকেটে ৩৪ রান। নাজমুল হোসেন শান্ত ১৬ বলে ২৫ রান। মুশফিকুর রহিম দুই বলে এক রান করেছেন।
দ্বিতীয় উইকেট পড়ল সিলেটের, বাজিমাত করলেন রাসেল
দ্বিতীয় বলেই চার খেয়ে কিছুটা কামব্যাক করলেন আন্দ্রে রাসেল। শেষ বলে মাশরাফি মোর্তাজাকে আউট করলেন। নিজের দ্বিতীয় ওভারে ছয় রান দিলেন। ওয়াইডও করলেন। তিন ওভারে সিলেট স্ট্রাইকার্সের স্কোর এক উইকেটে দুই উইকেটে ২৬ রান। চার বলে এক রান করেন মাশরাফি।
ফাইনালে প্রথম বলেই উইকেট তনভীর, ম্যাচে ফিরল কুমিল্লা
ফাইনালে দুর্দান্ত শুরু তনভীর ইসলামের। প্রথম বলেই উইকেট পেলেন। আউট করলেন তোহিদ হৃদয়। দুই বলে কোনও রান করতে পারেননি। ১.১ ওভারে সিলেটের স্কোর এক উইকেটে ১৮ রান।
প্রথম ওভারেই ১৮ রান তুলল সিলেট! বেধড়ক মার খেলেন রাসেল
শুরু হয়ে গেল খেলা। দুর্দান্ত শুরু করল সিলেট স্ট্রাইকার্স। স্ট্রাইকার্সের হয়ে ব্যাট করতে নেমেছেন তোহিদ হৃদয় এবং নাজমুল হোসেন শান্ত। প্রথম ওভারে স্কোর বিনা উইকেটে ১৮ রান। শান্ত পাঁচ বলে ১৩ রানে অপরাজিত। প্রথম ওভার করেছেন আন্দ্রে রাসেল। এক ওভারে ১৩ রান দিয়েছেন। শেষ বলে পাঁচ রান লেগ-বাই হয়েছে।
সিলেট স্ট্রাইকার্সের প্রথম একাদশ
তোহিদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত, মাশরাফি মোর্তাজা (অধিনায়ক), জাকির হাসান, রায়ান বার্ল, মুশফিকুর রহিম, থিসারা পেরেরা, জর্জ লিন্ডে, তানজিম হাসান শাকিব, লুক উড এবং রুবেল হোসেন।
কুমিল্লা ভিক্টোরিয়ানসের প্রথম একাদশ
লিটন দাস, সুনীল নারিন, জনসন চার্লস (উইকেটকিপার), ইমরুম কায়েস (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, মইন আলি, জাকের আলি, আন্দ্রে রাসেল, তনভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান এবং মুকিদুল ইসলাম। অর্থাৎ কুমিল্লার প্রথম একাদশে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) তিনজন (লিটন, নারিন এবং রাসেল) আছেন।
টসে জিতে প্রথমে বোলিং কুমিল্লার
সিলেট স্ট্রাইকার্স নাকি কুমিল্লা ভিক্টোরিয়ানস - বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) জিতবে কোন দল? কিছুক্ষণ পরেই মিলবে সেই উত্তর। টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।