শুভব্রত মুখার্জি: বিশ্ব কুস্তি ফেডারেশনের নিয়ম না মানার ফলে নির্বাসনের মুখে পড়তে হয়েছে ভারতীয় কুস্তি ফেডারেশনকে। আর তারপরেই হাস্যকর এক দাবি করে বসেছেন ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ শর্মা! তাঁর দাবি ভারতের তিন তারকা কুস্তিগীর নাকি এর জন্য দায়ী! তিনি কাঠগড়ায় তুলেছেন তারকা কুস্তিগীর বজরং পুনিয়া-ভিনেশ ফোগাট এবং সাক্ষী মালিককে। প্রসঙ্গত, ব্রিজভূষণ শরণ শর্মার যৌন কেলেংকারীর কথা প্রকাশ্যে এই কুস্তিগীররাই এনেছিলেন। টানা আন্দোলনও চালিয়ে গিয়েছেন তারা। আর তাদের আন্দোলনের ফলেই শেষ পর্যন্ত তদন্ত করে ব্রিজভূষণ শরণ শর্মার বিরুদ্ধে চার্জশিট গঠন করেছে দিল্লি পুলিশ। ফলে বাধ্য হয়েই ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতির দায়িত্ব ছাড়তে হয় ব্রিজভূষণকে। বিশেষজ্ঞদের মতে সেই রাগের যন্ত্রণা থেকেই এবার এইরকম হাস্যকর দাবি করেছেন ব্রিজভূষণ।
একটি সাংবাদিক বৈঠকে ব্রিজভূষণ দাবি করেছেন, ‘ভারতীয় কুস্তি সংস্থার নির্বাচন সময়ে না হওয়ার কারণেই তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। আমি চেষ্টা করেছিলাম ঠিক সময়ে যাতে নির্বাচনের। কিন্তু বজরং, ভিনেশ, সাক্ষীদের মতো কুস্তিগীরের অভিযোগের ভিত্তিতে কেন্দ্র আমাকে সরে যাওয়ার নির্দেশ দেয়। আমি তা পালন করেছি। কিন্তু তারপরেও নির্বাচন হয়নি। কয়েক জন কুস্তিগীর চায়নি আমাদের পরিবার থেকে কেউ কুস্তি সংস্থার নির্বাচনে দাঁড়াক। সেই দাবিও আমি মেনে নিয়েছি। তারপরেও নির্বাচন হয়নি। কেন হয়নি তার কোনও জবাব নেই। গত ৮ মাস ধরে সব বন্ধ হয়ে পড়ে রয়েছে । এশিয়ান গেমসের জন্য কোনও শিবির করতে পারেনি ফেডারেশন। সামনে বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও অলিম্পিক্স রয়েছে। তার শিবির ও আয়োজন করা সম্ভব হয়নি। এই সব কিছুর জন্য আমি দায়ি করব বজরং, ভিনেশ এবং সাক্ষীকে।'
প্রসঙ্গত, সময়ের মধ্যে নির্বাচন না হওয়ায় ভারতীয় কুস্তি সংস্থাকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছে করেছে বিশ্ব কুস্তি সংস্থা। ফলে বিশ্ব কুস্তি সংস্থা আয়োজিত কোনও প্রতিযোগিতায় ভারতের পতাকা নিয়ে নামতে পারবেন না কুস্তিগীররা। তাদেরকে নামতে হবে ব্যক্তিগতভাবে অর্থাৎ স্বতন্ত্রভাবে। দোড়গোড়াতে রয়েছে হাংঝাউ এশিয়ান গেমস। সেই গেমসের আগে ভারতীয় কুস্তি ফেডারেশনের এই শাস্তির দায় বজরং পুনিয়া, ভিনেশ ফোগট, সাক্ষী মালিকদের উপর চাপিয়েছেন কুস্তি সংস্থার অপসারিত সভাপতি ব্রিজভূষণ শরণ সিং।
প্রসঙ্গত কুস্তিগীরদের যৌন হেনস্থায় অভিযুক্ত ব্রিজভূষণের গ্রেফতারির দাবিতে দীর্ঘদিন আন্দোলন করছিলেন কুস্তিগীররা। আর তাঁদের ওই আন্দোলনের জন্যই নাকি সময়মত নির্বাচন করা যায়নি বলে দাবি ব্রিজভূষণের। গত ২৭ এপ্রিল ভারতীয় অলিম্পিক্স সংস্থা,ভারতীয় কুস্তি সংস্থার নির্বাচনের লক্ষ্যে একটি অ্যাড-হক প্যানেল তৈরি করেছিল। যা গঠন হওয়ার ৪৫ দিনের মধ্যে নির্বাচন করতে হত। বিশ্ব কুস্তি সংস্থার তরফে এই অ্যাড-হক প্যানেলকে নির্বাসনের ব্যাপারে জানিয়ে দেওয়া হয়েছে। ভারতীয় কুস্তি সংস্থার ১২ অগস্ট নির্বাচন হওয়ার কথা থাকলেও সেটিও পিছিয়ে যায় পঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টের নির্দেশে।
সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের নির্বাচনের রিটার্নিং অফিসারের একটি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন হরিয়ানা কুস্তি অ্যাসোসিয়েশনের সচিব ইন্দ্রজিৎ সিংহ। তাঁর দাবি ছিল, তাঁদের আপত্তি না মেনেই রিটার্নিং অফিসার হরিয়ানা অ্যামেচার কুস্তি অ্যাসোসিয়েশনকে নির্বাচনী কলেজে অন্তর্ভুক্ত করেছেন। এইভাবে নাকি কোনও সংস্থাকে সদস্যপদ বা ভোটাধিকার দেওয়া যায় না। আর এই সমস্যার জেরেই ভারতীয় কুস্তি ফেডারেশনের নির্বাচন এখন পর্যন্ত সম্ভব হয়নি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।