সাম্প্রতিক সময়ে উপমহাদেশের পিচে ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের অসহায়তার ছবি দেখতে অভ্যস্ত হয়ে উঠেছেন ক্রিকেটপ্রেমীরা। বিশেষ করে লাল বলের ক্রিকেটে স্পিন সহায়ক বাইশগজে বরাবর হোঁচট খায় ওয়েস্ট ইন্ডিজ। যদিও এবার বাংলাদেশ সফরে কার্যত একতরফা দাপট দেখাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ-এ দল।
সিলেটে বাংলাদেশ-এ দলের বিরুদ্ধে তৃতীয় বেসরকারি টেস্টের দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে ক্যারিবিয়ান দল। টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে ৪৪৫ রান সংগ্রহ করে। দাপুটে হাফ-সেঞ্চুরি করেন তেজনারায়ন চন্দ্রপল, আলিক আথানাজে, জোশুয়া ডা'সিলভা, রেমন রেইফার ও কেভিন সিনক্লেয়ার। নিশ্চিত হাফ-সেঞ্চুরি হাতছাড়া করেন আকিম জর্ডন।
ওপেন করতে নেমে বাবার মতোই দাপুটে ব্যাট করেন তেজনারায়ন চন্দ্রপল। তিনি ৮৩ রান করে সাজঘরে ফেরেন। চার নম্বরে ব্যাট করতে নেমে আথানাজে করেন ৫৯ রান। পাঁচ নম্বরে ব্যাট করে ক্যাপ্টেন জোশুয়া ৮২ রানের ঝকঝকে ইনিংস খেলেন। রেইফার করেন ৫৬ রান। কেভিন সাজঘরে ফেরেন ৬০ রানের অনবদ্য ইনিংস খেলে। জর্ডন আউট হন ব্যক্তিগত ৪৭ রানের মাথায়। সুতরাং, দলগত পারফর্ম্যান্সে ভর করেই প্রথম দফায় বড়সড় ইনিংস গড়ে ওয়েস্ট ইন্ডিজ-এ দল।
বাংলাদেশের হয়ে নাসুম আহমেদ ১৩৩ রান খরচ করে ৫টি উইকেট দখল করেন। ২টি করে উইকেট নেন মুশফিক হাসান ও শোরিফুল ইসলাম। ১টি উইকেট দখল করেন মাহমুদুল হাসান জয়।
জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ দ্বিতীয় দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ৭ উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করেছে। ক্যাপ্টেন সইফ হাসান ৩২ রান করে আউট হন। ২৯ রান করেন জাকির হাসান। ২৮ রান করে মাঠ ছাড়েন নুরুল হাসান। মাহমুদুল হাসান জয় ৯ রান করে সাজঘরে ফেরেন। মোমিনুল হক ৫ রান করে মাঠ ছাড়েন। আউট হওয়ার আগে ৯ রান করেন ইয়াসির আলি। সাহাদত হোসেন ৩ রানের সংক্ষিপ্ত যোগদান রাখেন। দিনের শেষে তানজিম হাসান সাকিব ১৭ ও নাসুম আহমেদ ৭ রান করে নট-আউট থাকেন।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে এখনও পর্যন্ত ২টি করে উইকেট নিয়েছেন অ্যান্ডারসন ফিলিপ ও কেভিন সিনক্লেয়ার। ১টি করে উইকেট পকেটে পুরেছেন আকিম জর্ডন ও রেমন রেইফার। প্রথম ইনিংসের নিরিখে ওয়েস্ট ইন্ডিজের থেকে এখনও ২৮৮ রানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। ৩ উইকেট হাতে নিয়ে ফলো-অন বাঁচানোই এখন চ্যালেঞ্জ তাদের সামনে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।