বাংলা নিউজ > ময়দান > Commonwealth Games 2022: সবসময় থাকে শ্রীকৃষ্ণের মূর্তি, ‘লাকি চার্মের’ কারণেই কমনওয়েলথে রুপো: প্রিয়াঙ্কা

Commonwealth Games 2022: সবসময় থাকে শ্রীকৃষ্ণের মূর্তি, ‘লাকি চার্মের’ কারণেই কমনওয়েলথে রুপো: প্রিয়াঙ্কা

প্রিয়াঙ্কা গোস্বামী। (ছবি সৌজন্যে, ইনস্টাগ্রাম priyanka___goswami)

Commonwealth Games 2022: চলতি কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে ইতিহাস রচনা করেছেন 'রেস ওয়াকার' প্রিয়াঙ্কা গোস্বামী। ১০,০০০ মিটারের ইভেন্টে রুপো জিতেছেন।

শুভব্রত মুখার্জি

চলতি কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে ইতিহাস রচনা করেছেন 'রেস ওয়াকার' প্রিয়াঙ্কা গোস্বামী। ১০,০০০ মিটারের ইভেন্টে রুপো জিতেছেন।প্রিয়াঙ্কার দাবি, 'লাকি চার্মের' কারণেই তাঁর পক্ষে অসাধ্যকে সাধন করে এই পদক জয় সম্ভব হয়েছে।

কে লাকি চার্ম ? সেই সম্বন্ধে বলতে গিয়ে প্রিয়াঙ্কা জানিয়েছেন, তাঁর 'লাকি চার্ম' হলেন ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের পরম ভক্ত প্রিয়াঙ্কা সবসময় তার একটি ছোটো মূর্তি নিজের সঙ্গে রাখেন। সেকথাও জানিয়েছেন তিনি। মিক্সড জোনে  রুপো জয়ের পরবর্তীতে এক সাক্ষাৎকার দিতে গিয়ে প্রিয়াঙ্কার দাবি, লাকি চার্মের কারণেই তাঁর পক্ষে এই রুপো জয় সম্ভব হয়েছে। তিনি বলেন, 'আমার কাছে রয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। আমি সবসময় যে কোনও প্রতিযোগিতাতেই যাই না কেন ওনাকে সঙ্গে করে নিয়ে যাই। আজকে উনিই আমার সৌভাগ্য এনে দিয়েছেন।'

প্রিয়াঙ্কা আর ও জানিয়েছেন, 'যেসব দেশে আমি টুর্নামেন্টে খেলেছি, সেইসব দেশের পতাকার রঙে আমি আমার নখকে রাঙিয়েছি। আমার নখে ইংল্যান্ডের পতাকা রয়েছে কমনওয়েলথ গেমসের কারণে। জাপানের পতাকা রয়েছে অলিম্পিক গেমসের কারণে। আমার হাতে রয়েছে স্পেন-সহ বিভিন্ন দেশের পতাকা কারণ এইসব দেশে আমি টুর্নামেন্টে লড়াই করেছি।' 

উল্লেখ্য কমনওয়েলথ গেমসকে সামনে রেখে দীর্ঘদিন কঠোর অনুশীলন চালিয়ে গিয়েছেন প্রিয়াঙ্কা গোস্বামী। কমনওয়েলথ গেমসে প্রিয়াঙ্কার এই রেসে সোনা জিতেছেন অস্ট্রেলিয়ার মনটাগ। আর ব্রোঞ্জ পেয়েছেন কেনিয়ার এমিলি ওয়ামুসি। অজি অ্যাথলিটের থেকে মাত্র ১ মিনিট বেশি সময় নিয়ে এই রেস শেষ করেছিলেন প্রিয়াঙ্কা।

বন্ধ করুন