ক্রিকেট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন টিম পেইন। প্রাক্তন অজি দলনায়কের দাবি, অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড তাঁকে টেস্টের নেতৃত্ব ছাড়তে বাধ্য করেছে এবং তাঁকে জাতীয় দলের আঙিনা থেকে দূরে ছুঁড়ে ফেলেছে।
নিজের আত্মজীবনীতে পেইনের দাবি, ক্রিকেট অস্ট্রেলিয়া তাঁকে পরিত্যাগ করেছে। বোর্ড চাইছিল তিনি ক্যাপ্টেন্সি ছেড়ে দিন। তবে কথাটা সরাসরি বলার সাহস ছিল না বোর্ড কর্তাদের। তাই নবনিযুক্ত এক জনসংযোগ পরামর্শদাতাকে দিয়ে পেইনকে ক্যাপ্টেন্সি ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছিল। এক্ষত্রে ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও নিক হকলির দিকে আঙুল তোলেন পেইন।
২০১৭ সালে ক্রিকেট তাসমানিয়ার এক মহিলা কর্মীর সঙ্গে পেইনের সেক্স চ্যাটের ঘটনা সামনে আসে গত বছর নভেম্বরে। তার পরেই অ্যাসেজ সিরিজ শুরুর ঠিক আগে অস্ট্রেলিয়ার টেস্ট ক্যাপ্টেন্সি ছেড়ে দেন পেইন। তিনি ক্রিকেট থেকে সাময়িক বিরতি নেন। যদিও নিজের আত্মজীবনীতে করা পেইনের দাবি অনুযায়ী তাঁকে কৌশলে সরিয়ে দয়ে অজি ক্রিকেট বোর্ডই।
পেইন জানান, ‘ফোনে আমাদের কথা হয়, যেখানে পাবলিক রিলেশন ফার্মের এক ব্যক্তিও ছিলেন, যাঁকে বোর্ড পরামর্শ দেওয়ার কাজে নিযুক্ত করেছিল। আমি অবাক হয়েছিলাম যে, বোর্ডের সঙ্গে যুক্ত নন এমন একজন ব্যক্তি আলোচনায় মুখ্য ভূমিকা নিচ্ছেন আর ক্রিকেট অস্ট্রেলিয়ার চিফ এক্সিকিউটিভ নিক রয়েছেন পিছেনের সারিতে!’
আরও পড়ুন:- ‘আমাকে যদি কেউ আউট করে…’, মানকাডিং নিয়ে কড়া প্রতিক্রিয়া হার্দিক পান্ডিয়ার
অজি তারকা আরও জানান, ‘সেই পরামর্শদাতাই বলেন যে, সব থেকে ভালো হবে আমি ক্যাপ্টেন্সি ছেড়ে দিলে। আমি হতবাক হয়ে যাই। অবাক হয়ে ভাবি যে, কে এই লোকটা? উনি ঘটনাক্রম নিয়ে কী জানেন? সেই প্রথম আমাকে কেউ পদত্যাগ করতে বলেন। আসলে কী ঘটেছে, সেটা আমি জানি। ক্রিকেট অস্ট্রেলিয়াও সেটা জানত। আমার মনে হয়েছিল উনি ঘটনা নিয়ে কিচ্ছু জানেন না অথবা উনি ভাবছেন আমি যৌন নির্যাতন করেছি সেই মহিলাকে।’
পেইন সঙ্গে যোগ করেন, ‘নিক তখন আসরে নামেন এবং বলেন যে, উনি খুব অভিজ্ঞ তাই ওনার পরামর্শা মানা আমার উচিত। আমি বলি, আপনি কি আমাকে পদত্যাগ করতে বলছেন নিক? সরাসরি কোনও উত্তর না দিয়ে কথা গোল গোল ঘোরাতে থাকেন নিক। আসলে ক্রিকেট অস্ট্রেলিয়া আমাকে সরিয়ে দিয়ে নিজেদের ভবমূর্তি বাঁচাতে চাইছিল। বোর্ড আমাকে দূরে সরিয়ে দেয়।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।