বাংলা নিউজ > ময়দান > এক ফর্ম্যাটের রেকর্ডের তুলনা টেনে অন্য ফর্ম্যাটে বিচার পন্তকে- ক্ষুব্ধ কার্তিক

এক ফর্ম্যাটের রেকর্ডের তুলনা টেনে অন্য ফর্ম্যাটে বিচার পন্তকে- ক্ষুব্ধ কার্তিক

ঋষভ পন্ত এবং দীনেশ কার্তিক।

রবিবারই এই ওয়ানডে সিরিজ শুরুর আগে ভারতীয় দল থেকে 'অজ্ঞাত' কারণে রিলিজ করে দেওয়া হয়েছে ভারতীয় কিপার ব্যাটার ঋষভ পন্তকে। কারণ হিসেবে যদিও বিসিসিআই-এর তরফে দেখানো হয়েছে, মেডিক্যাল কারণকে। এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ভারতীয় দলের মেডিক্যাল দলের সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

শুভব্রত মুখার্জি: এই মুহূর্তে বাংলাদেশ সফরে রয়েছে ভারতীয় দল। সেখানে রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছে। সিরিজের প্রথম ম্যাচে ইতিমধ্যেই হেরে গিয়েছে ভারত। আর রবিবারই এই ওয়ানডে সিরিজ শুরুর আগে ভারতীয় দল থেকে 'অজ্ঞাত' কারণে রিলিজ করে দেওয়া হয়েছে ভারতীয় কিপার ব্যাটার ঋষভ পন্তকে। 

কারণ হিসেবে যদিও বিসিসিআই-এর তরফে দেখানো হয়েছে, মেডিক্যাল কারণকে। এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ভারতীয় দলের মেডিক্যাল দলের সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ ইতিমধ্যেই ফর্ম হারানোর কারণে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে ঋষভ পন্তকে। তবে পন্তের সমালোচকদের কড়া ভাষায় জবাব দিয়েছেন দীনেশ কার্তিক।

ক্রিকবাজে সম্প্রতি এক আলোচনায় পন্তের পাশে দাঁড়িয়েছেন দীনেশ কার্তিক। তাঁর টি-টোয়েন্টি রেকর্ড দেখার পর ওয়ানডে-তে তাঁর দলে থাকার যৌক্তিকতা নিয়ে যারা প্রশ্ন তুলেছেন তাদেরকেও একহাত নিয়েছেন কার্তিক। তিনি বলেছেন, ‘আমাদেরকে দু'টি বিষয় সম্পূর্ণ আলাদা ভাবে দেখতে হবে। ওয়ানডে ক্রিকেটের শেষ ১০টি ইনিংসে ওঁর (পন্তের) গড় ৪৫ করে। সদ্য শেষ হওয়া ইংল্যান্ড সফরেও ভারতের হয়ে ও ম্যাচ জেতানো ইনিংস খেলেছে। ১২৫ বলে করেছিল ১২০ রান। ও বেশ ভালো পারফরম্যান্স করেছে। আর কেউ যখন এতটা ভালো পারফরম্যান্স করেছে, তখন তার দিকে আঙুল তুলে বলা যে, তুমি শুধু ওয়ানডে ক্রিকেটেই খেলবে, সেটা ঠিক নয়।’

প্রসঙ্গত, সম্প্রতি ভারতীয় দলের সঙ্গে নিউজিল্যান্ড সফরেও গিয়েছিলেন ঋষভ পন্ত। সেখানে দু'টি টি-টোয়েন্টি এবং দু'টি ওয়ানডে ম্যাচে খেলেছেন তিনি। টি-টোয়েন্টিতে দুই ম্যাচে তাঁর সংগ্রহ ১৭ রান। আর ওয়ানডে-তে তাঁর সংগ্রহ ২৫ রান। 

কার্তিক আরো যোগ করেছেন, ‘ওকে আরও সময় দিতে হবে। ওকে আরও সুযোগ দিতে হবে ২২ গজে খেলতে। এর পর যদি ও ভালো পারফরম্যান্স না করে,তখন অন্য ক্রিকেটারকে সুযোগ দেওয়া উচিত। তবে অন্য ফর্ম্যাটে ও কি করেছে বা করেনি, সেটা দেখে ওকে আর একটা ফর্ম্যাটে সুযোগ না দেওয়াটা অন্যায় হবে। এটা হলে সেই ক্রিকেটারের সঙ্গে অন্যায় করা হবে। এখন টি-টোয়েন্টি ফম্যাটটা বেশি মাত্রায় খেলা হয়। সমালোচকেরা সেই স্কোরগুলোকে ধরে বলছে ও (পন্ত) ভালো খেলতে পারছে না। এই কথাটা মোটেও ঠিক নয়। এই ভাবে বিষয়টিকে দেখাটাই অনুচিত।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ভোট দিতে এসে হোঁচট খেলেন গুরু অশোক, ছুটে গেলেন একদা শিষ্য শঙ্কর, সৌজন্য দেখা গেল নগ্ন দৃশ্য অভিনয় করে বিতর্কের ঝড় তোলেন টলি নায়িকা,লাল পোশাকের এই খুদেকে চিনলেন? গ্ল্যাম লুকে ম্রুণাল, জর্জেটের এই শাড়ি আর ব্লাউজের দাম শুনলে মাথা ঘোরাবে ‘ভোট কেনার জন্য নড্ডা ৫টি ব্যাগে করে টাকা এনেছিলেন’ বিস্ফোরক দাবি তেজস্বীর ভোটের মধ্যেই ময়নার বাকচায় বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, খুনের অভিযোগ পরিবারের JEE Main-এ দুর্দান্ত ফল যমজ আরভ-আরুশের, দুজনের লক্ষ্য আইআইটিতে গণিত পড়া বিয়েতে মটন কারি কম পড়ায় ক্যাটারিং সংস্থার কর্মীদের মার, পালাতে গিয়ে মৃত ১ জোরকদমে চলছিল প্রচার, এরই মাঝে বাতিল হল বাংলার এই বিজেপি প্রার্থীর মনোনয়ন হয় গতজন্মে বাংলায় জন্মেছিলাম, নয়ত পরজন্মে বাংলার কোনও মায়ের কোলে জন্ম নেব: মোদী নেপাল–জাকির গোষ্ঠীদ্বন্দ্ব অতীত, তৃণমূল সুপ্রিমোর বার্তায় এক যুযুধান দু’‌পক্ষ

Latest IPL News

তাঁর প্রতি বিশ্বাস হারালে,পন্ত কী করেন- ভক্তের ভিডিয়ো দেখে উচ্ছ্বসিত DC অধিনায়ক টস জিতে ডু'প্লেসির ব্যাটিংয়ের সিদ্ধান্তে সহমত ছিলেন না- স্বীকার করলেন গ্রিন স্টার্ককে বাদ দেবে KKR? বদলে অভিষেক হবে চামিরার? বড় বদল হতে পারে PBKS-এর একাদশে স্টার্ক কিংবদন্তি, কয়েকটি ম্যাচ দেখে ওকে বিচার করা যায় না- বার্তা KKR সতীর্থের ১৪-১৫ ওভার ব্যাট করে, ১১৮ স্ট্রাইকরেট মানা যায় না- কোহলিকে ধুইয়ে দিলেন গাভাসকর টানা হাফডজন হারের পর জয়ের মুখ দেখল RCB,মার্করাম-ক্লাসেনকে ফিরিয়ে হিরো স্বপ্নিল মার্শের বদলে দিল্লি ক্যাপিটালসে আফগানিস্তানের 'পুরনো চাল', আগে কখনও IPL খেলেননি IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.