পাকিস্তানের বিরুদ্ধে ৫ উইকেটে দুর্দান্ত জয় পেল টিম ইন্ডিয়া। সেই জয়ে বড় ভূমিকা পালন করেছিলেন ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। চার নম্বরে নেমে জাদেজা ২৯ বলে ৩৫ রান করেন। বুধবার হংকংয়ের বিরুদ্ধে ম্যাচের জন্য প্রস্তুত টিম ইন্ডিয়া। ম্যাচের প্রাক্কালে ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা যা বললেন তা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন।
আসলে একজন সাংবাদিক জাদেজাকে জিজ্ঞাসা করেছিলেন, ‘জাড্ডু ভাই। সবার আগে বলুন আপনার সাফল্যের রহস্যটা কী? আইপিএল শেষ হওয়ার পরে,আমরা গুজব শুনেছি যে জাদেজা বিশ্বকাপ খেলবেন না। এক বছর ধরে তিনি ইনজুরিতে রয়েছেন। তারপরে আপনি ফিরে আসলেন এবং শুধু ভারত-পাকিস্তান ম্যাচই খেললেন না, ভারতকে বড় জয়ের দিকে নিয়ে গেলেন। আপনার সম্পর্কে যখন এত কথা হচ্ছে তখন আপনি কীভাবে চাপ সামলালেন? আপনি কি বিভ্রান্ত হন?’ এর পর জাদেজার এমন জবাব দিয়েছিলেন যা সকলকে অবাক করে দিয়েছে।
আরও পড়ুন… ভিডিয়ো: ফের ব্যাট হাতে নেমে পড়লেন সচিন! দেখুন তেন্ডুলকরের বিধ্বংসী মেজাজ
রবীন্দ্র জাদেজা বলেন, ‘আপনি খুব কম বলেছেন যে আমি বিশ্বকাপ খেলব না। এর মধ্যে খবর এসেছিল যে আমি মারা গিয়েছি! তাই এর চেয়ে বড় খবর আর হতে পারে না।’ জাদেজা আরও বলেন, ‘আমি এটা নিয়ে খুব একটা ভাবি না। আমার কথা সহজ- মাঠে যাও,ভালো খেলো আর এটাই। এটা নেটে অনুশীলন করা, উন্নতির প্রয়োজন এমন জায়গায় কাজ করা এবং ম্যাচগুলিতে এটিই কাজ করে।’
আরও পড়ুন… পান্ডিয়া নিয়ে প্রশ্ন, ঘুমপাড়ানি জবাব বাবরের
আসলে, এই বছরের শুরুতে চোট পেয়েছিলেনরবীন্দ্র জাদেজা। এর পরে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তিনি টিম ইন্ডিয়াতে যোগ দিতে পারবেন না বলে খবর আসে। তার প্রতিক্রিয়ায় বক্তব্য রেখেছিলেন ভারতের অল রাউন্ডার। যদিও জাদেজা কখন এবং কোথা থেকে এই খবর পেয়েছেন তা নির্দিষ্ট করেননি,তবে তিনি স্বীকার করেছেন যে এটি তার নিজের সম্পর্কে শোনা সবচেয়ে অদ্ভুত গুজব। তবে হংকংয়ের বিরুদ্ধে জাদেজার পারফরম্যান্স দেখার মতো হবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।