ক্রিকেট ছাড়ার এ বার মিউজিক নিয়ে মেতেছেন কার্টলি অ্যামব্রোজ। ক্রিকেটের মতোই গিটার হাতেও সুপার-ডুপার হিট অ্যামব্রোজ। ক্রিকেট থেকে সরে আসার পরে তাঁর জীবনে একটি বড় অংশ হয়ে ওঠে সঙ্গীত। এই গান-বাজনার জগতই এখন তাঁর কাছে আসল বিষয়।
সম্প্রতি নিজের অফিশিয়াল ওয়েবসাইটে কার্টলি অ্যামব্রোজ লিখেছেন, ‘আগে ফাস্ট বোলার ছিলাম, এখন মিউজিশিয়ান’। আর গিটারিস্ট অ্যামব্রোজের দেখা মিলল মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।
আরও পড়ুন: ধোনি বলেছিল,তোমার আগে দলের কথা ভাবা উচিত- শ্রীধরের বইয়ে মাহি-কোহলির বিবাদের গল্প
বিপিএলে ধারাভাষ্য দিতে অ্যামব্রোজ বাংলাদেশে এসেছেন আগেই। মঙ্গলবার সিলেটে গিটার হাতেও মন জয় করলেন সকলের। ফরচুন বরিশাল এবং ঢাকা ডমিনেটরসের ম্যাচের পর মঞ্চে উঠে গিটার বাজান অ্যাব্রোজ। সঙ্গে গেয়েছেন বব মার্লের গানও।
যখন তাঁর ফাস্ট বোলিং ব্যাটসম্যানদের কাছে দুঃস্বপ্ন হয়ে উঠত, তখনও গান-বাজনার প্রতি আগ্রহ ছিল এই কিংবদন্তির। অ্যামব্রোজের ভাষায়, ‘তখন গিটার নিয়ে মজা করতাম’। খেলা ছাড়ার পর প্রাক্তন সতীর্থ রিচি রিচার্ডসনের সঙ্গে গড়েছিলেন ‘দ্য বিগ ব্যাড ড্রেড অ্যান্ড দ্য বাল্ড হেড’ নামের ব্যান্ডও। ২০১১ সাল থেকে আছেন ‘স্পিরিটেড’ ব্যান্ডের বেজ গিটারিস্ট হিসেবে।
আরও পড়ুন: 2023 WC-এর জন্য আমি যুজি নয়,কুলদীপকে দলে রাখব- কেন এমন দাবি প্রাক্তন নির্বাচকের?
পিটার টস, বব মার্লে, বানি ওয়েইলার, বেরেস হ্যামন্ডের ভক্ত অ্যামব্রোজ নিজেকে এখন মিউজিশিয়ান বলে পরিচয় দিতেই বেশি পছন্দ করেন। তিনি বলছিলেনও, ‘অবসর নেওয়ার পর আমি ক্রিকেট দেখি না, আমি আসলে খেলা দেখার খুব একটা ভক্ত না। অবশ্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের কী ঘটছে না ঘটছে, সেই সব খবর রাখি।’ মুখে যাই বলুন না কেন, খেলার সব খবরই কিন্তু রাখেন অ্যামব্রোজ। সঙ্গে মনের সুখে সঙ্গীতচর্চাও করে চলেছেন।
অ্যামব্রোজ প্লেয়ার জীবনে ৯৮টি টেস্টে ৪০৫টি উইকেট নিয়েছিলেন। পাশাপাশি ১৭৬ ওয়ানডে-তে নিয়েছিলেন ২২৫টি উইকেট।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।